এনড্রয়েডের বিরক্তি কর সমস্যা হচ্ছে বিভিন্ন ফ্রি অ্যাপলিকেশনে অ্যাডসেন্সের বিরক্তিকর অ্যাড। যারা মায়ারী কিবোর্ড দিয়ে বাংলা লেখেন তাদের তো কিবোর্ডের আকারই চেন্জ হয়ে যায় অ্যাডের যন্ত্রণায়। তাছাড়া মূল্যবান ব্যান্ডউইথ খেয়ে ফেলে এসব অ্যাড।
আপনার ফোন যদি রুটিং করা থাকে তাহলে Adfree নামের এই সফটটি ব্যবহার করে গুগলের অ্যাডের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন।
গুগল মার্কেটেই অ্যাপটি রয়েছে- ডাউনলোড করুন মার্কেট থেকে।
সফটটি ইন্সটলের পর নিচের মত স্ক্রিণ পাবেন, Download & Install Host এ ক্লিক করুন।
আর কিছু করতে হবেনা, ফোনটি রিস্টার্ট দিন। অ্যাড থেকে মুক্তি পেয়ে গেলেন!
যারা এনড্রয়েড ব্যবহার করেন তারা জানেন বাংলাদেশে গুগল নেভিগেটর ব্যবহার করা যায়না। আর নিভিগেটর ছাড়া গুগল ম্যাপের কোন এক্সপেরিয়েন্স ই পাওয়া যায় না। নেভিগেটরে কি রয়েছে?
মোটরসাইকেলে চড়ে কানে হেডফোন লাগিয়ে গুগলের ইন্সট্রাকশন শুনে কোথাও যাবার ইক্সপেরিয়েন্স ই আলাদা!!
সাথে থাকবে হাই-পারফরমেন্স ম্যাপ (গুগল আর্থ লুক)
প্রথমেই বলেছি গুগল নেভিগের বাংলাদেশকে সাপোর্ট করেনা, তাই সাধারণ ফোনে এটি চলেনা, ব্লক করা থাকে। কিছু এনড্রয়েড ডেভলোপার এটিকে আনলক করে ইউনিভার্সেল এডিশন আকারে বের করেছে। এটি ব্যবহার করতে ফোন রুট করা থাকতে হবে। এরপর Settings> Application> Unknown Source এনাবেল করে দিতে হবে।
আনলক করা ভার্সনটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে (সাইজ ৫.৩৫ মেগাবাইট)
মোবাইল থেকে QR স্ক্যানার দিয়ে ডাউনলোড করুন-
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ হোক আপনার এনড্রয়েডিং-
--- নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks 4 share with us. Carry on………………