আস্সালামুআ'লাইকুম। সবাই কেমন আছেন, ভালোতো।আশাকরি ভালো আছেন। অনেকদিন ধরে টেকটিউন এর সাথে আছি এবং থাকব। এখান থেকে অনেক কিছুই জানতে পারছি। ভাবছিলাম নিজেই টিউন কারতে বসে যাব।কিন্তু সেটা আমার কাছে সম্ভব না, কারন আমার কম্পিউটার নাই, যা করার নকিয়া E63 থেকে করতে হয়। এই মোবাইলে আবার বাংলা দেখা বা লেখা support করেনা। একটা software দিয়ে বাংলা লিখটে হয়। এভাবে লেখা অনেক কষ্ট হলেও আজকে প্রথম টিউন করতে বসে পরলাম। ভুল হলে ক্ষমা করবেন।
বাংলাদেশ এ নকিয়ার সিমবিয়ান সেট সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এই সেট এর সর্বোচ্চ ব্যবহার করতে পারে না অনেকেই ।কারন, নকিয়ার প্রাইভেসী সংক্রান্ত কারনে সকল ধরনের স্যফটওয়্যর ইনস্টল করা যায় না।সকল স্যফটওয়্যার এর সুবিধা পেতে আপনার মোবাইলটি অবশ্যই হ্যাক করতে হয়
হ্যাক করাটা এখন অনেক কঠিন কাজ,কারন কিছু দিন আগে জানতে পারলাম বিশ্বব্যাপী OPDA সংস্থা মোবাইলের জন্য ফ্রী'তে সার্টিফিকেট প্রদান বন্ধ করে দিয়েছে। আমার মোবাইল এক বছর আগে থেকেই হ্যাক করা ছিলো, তাই এটা নিয়ে মাথা ঘামাইনাই।কিন্তু আমার অনেক বন্ধু বললো যে, তারা আর হ্যাক করতে পারছে না।কারন OPDA ফ্রী সার্টিফিকেট দেয়া বন্ধ করে দিয়েছে।কিন্তু টেকটিউন এ এর কোন সমাধান পেলাম না।
তাই খোজ নিয়ে এর একটা সমাধান বেরকরলম।
আমার মনে হয় এই ট্রিকসটা শেয়ার করলে সবার উপকারে আসবে...
আমি মেসবাহ্ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
from :swarupkati,pirojpur,barisal Study :govt science college Tejgaon,dhaka 1215 mobile :+8801736251716 Facebook:http://facebook.com/MESBAHWORLD
এত কিছু করার দরকার কি ভাই ! এখন আর সার্টিফিকেট এর দরকার হবেনা । এই পোস্টটি দেখুন :
https://www.techtunes.io/mobileo/tune-id/91018/