সিমবিয়ান হ্যাক: OPDA থেকে সার্টিফিকেট ডাউনলোড করুন একদম ফ্রী।

সিমবিয়ান হ্যাক: OPDA থেকে সার্টিফিকেট ডাউনলোড করুন একদম ফ্রী।

আস্সালামুআ'লাইকুম। সবাই কেমন আছেন, ভালোতো।আশাকরি ভালো আছেন। অনেকদিন ধরে টেকটিউন এর সাথে আছি এবং থাকব। এখান থেকে অনেক কিছুই জানতে পারছি। ভাবছিলাম নিজেই টিউন কারতে বসে যাব।কিন্তু সেটা আমার কাছে সম্ভব না, কারন আমার কম্পিউটার নাই, যা করার নকিয়া E63 থেকে করতে হয়। এই মোবাইলে আবার বাংলা দেখা বা লেখা support করেনা। একটা software দিয়ে বাংলা লিখটে হয়। এভাবে লেখা অনেক কষ্ট হলেও আজকে প্রথম টিউন করতে বসে পরলাম। ভুল হলে ক্ষমা করবেন।

বাংলাদেশ এ নকিয়ার সিমবিয়ান সেট সবচেয়ে জনপ্রিয়। কিন্তু এই সেট এর সর্বোচ্চ ব্যবহার করতে পারে না অনেকেই ।কারন, নকিয়ার প্রাইভেসী সংক্রান্ত কারনে সকল ধরনের স্যফটওয়্যর ইনস্টল করা যায় না।সকল স্যফটওয়্যার এর সুবিধা পেতে আপনার মোবাইলটি অবশ্যই হ্যাক করতে হয়
হ্যাক করাটা এখন অনেক কঠিন কাজ,কারন কিছু দিন আগে জানতে পারলাম বিশ্বব্যাপী OPDA সংস্থা মোবাইলের জন্য ফ্রী'তে সার্টিফিকেট প্রদান বন্ধ করে দিয়েছে। আমার মোবাইল এক বছর আগে থেকেই হ্যাক করা ছিলো, তাই এটা নিয়ে মাথা ঘামাইনাই।কিন্তু আমার অনেক বন্ধু বললো যে, তারা আর হ্যাক করতে পারছে না।কারন OPDA ফ্রী সার্টিফিকেট দেয়া বন্ধ করে দিয়েছে।কিন্তু টেকটিউন এ এর কোন সমাধান পেলাম না।
তাই খোজ নিয়ে এর একটা সমাধান বেরকরলম।

আমার মনে হয় এই ট্রিকসটা শেয়ার করলে সবার উপকারে আসবে...

  1. 1. প্রথমে নিচের ঠীকানায় যান।http://www.shoujizu.net/en
  2. 2. আপনার ঈমেইল দিয়ে রেজিস্টার করুন,তারপর লগইন করুন।
  3. 3. login করার পরে উপরে ডান পাশে ''Apply certificate'' নামে একটা option দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন।
    তারপরে একটা ফরম দেখতে পাবেন,
    আপনার মোবাইল এর মডেল ও IMEI নাম্বার দিয়ে ''সাবমিট এন্ড আপলোড'' এ ক্লিক করুন।(মোবাইল এর IMEI জানতে ডায়াল করুন *#06#)।
  4. 4. তারপর table আকারে একটা output ফরম দেখতে পাবেন। ফর্‌ম এর ডানপাশে state নামে একটা ঘর দেখতে পবেন।state এর নিচে লেখা আছে দেখবেন procced।
    এখন আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করটে হবে(কমও হতে পারে ,আপনাকে দু'এক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।)যতক্ষন পর্যন্ত state এর নিচে procced লেখাটা normal এ পরিবর্তীত না হয়।
  5. 5. procced লেখাটা normal হয়ে গেলেই দেখবেন ডানপাশে operate এর নিচে .cer ও .key নামে দুটি ফাইল তৈরি হয়েছে। পুর্বে আপনারা ফাইল দুটির উপার clicl করেই ডাউনলোড কর্তে পারতেন।কিন্তু এখন ডাউনলোড করতে হলে আপনাকে টাকা ডোনেট করতে হবে।
  6. 6. এখন আমি আপনাদেরকে বলব কীভাবে টাকা না দিয়ে .cer ও .key ফাইল দুটো ডাউনলোড করা যায়।
  7. 7. .cer এর উপর ক্লিক করুন। সাথে সাথে অন্য পেইজ এ জাবার আগে option চাপুন।কাজটি খুব দ্রুত করুন। তারপর, যে লিংক দেখতে পবেন সেখানে .check লেখাটা কেটে down বসিয়ে দিন। এখন Enter বা GO তে ক্লিক করুন।
  8. 8. বাস অপনার .cer ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
  9. 9. key ফাইলটিও এভাবে ডাউনলোড করুন।
    পেয়ে গেলেন আপনি আপনার সার্টিফিকেট, ধন্যবাদ।আমার প্রথম টিউনটি কেমন হল জানাবেন। আপনাদের উত্‍সাহ পেলে আরো টিউন করার ইচ্ছা আছে। কিন্তু সমস্যা একটাই,,, আমার PC নাই, মোবাইল দিয়া এটা করা সম্ভব না। এই টিউনটা নকিয়া E63 তে স্যফটওয়্যার দিয়া লিখতে দুই ঘন্টা লাগছে। 🙂
  10. 10. সার্টিফিকেট দিয়া কীভাবে সিমবিয়ান মোবাইল হ্যাক করে সেটা বিস্তারিত জানতে আমার মোবাইল দিয়া তৈরি ব্লগসাইট থেকে একবার ঘুরে আসতে পারেন:
    click here

Level 2

আমি মেসবাহ্ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

from :swarupkati,pirojpur,barisal Study :govt science college Tejgaon,dhaka 1215 mobile :+8801736251716 Facebook:http://facebook.com/MESBAHWORLD


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কিছু করার দরকার কি ভাই ! এখন আর সার্টিফিকেট এর দরকার হবেনা । এই পোস্টটি দেখুন :
https://www.techtunes.io/mobileo/tune-id/91018/

ধন্যবাদ @ শিমুল
কিন্তু আমার মত যাদের PC নাই তারা কী করবে!!!!?

vai amar email: [email protected]…..apni jei soft diya mobile e bangla lekhsen oi ta ama k email koren. R ami apnar kotha moto chesta korsi ekhon opekkhar pala.jodi hoi apna k oshongkho dhoniya pata. Na hoileo dhoniya pata koshto kore lekhar jonno

Level 0

thanks

thanks

Level 0

being produced কবে থেকে আমরটা normal হয়না কি করে নামাবো

indisms diye shudhu oi khanei bangla lekha jai bahir hoile r lekha jai na. Copy pest o kora jai na banglai comment korte partesina

    @rishad12345:
    1st indi sms e banglate ja likhar likhen & back e click karen. ja likhsen seta message er draft e save hobe. Ekhon msg er draft theke copy kore…jekhane issa pest koren.

Level 0

chorom…… tnx

copy korar kono option asena. Draft thekeo na valo kotha ami indisms jar file use kortesi

vai 1 ta din pura opekkha korlam. Pura 24 hour. Kaj to hoina

vai ekhon 32 hour hoye gese ekhono .cer o .key painai 1 2 help koren

সফটি ভাল ছিল কিন্তু রেজিষ্টেশন-লগিন করার জামেলার কারনে উপকারটি গ্রহন করতে পারলামনা,ধন্যবাদ।

আমি ব্যর্থ হয়েছি ।