টেকটিউন এর ভাই ও বোনদের আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা।আবারও আমি আপনাদের মঝে খুব ছোট্টো একটা টিউন নিয়ে উপস্থিত হয়েছি।আজ আমি আপনাদের s60v3 মোবাইলের জন্য খুবই ছোটো কিন্তু উপকারী একটি সফটাওয়ার এর সাথে পরিচয় করিয়ে দিবো।আমাদের মাঝে হইতো আনেকেই টরেন্ট প্রযুক্তির সাথে পরিচিত।কারণ ওয়েব জগতের অধিকাংশ দুলভ ফাইলই টরেন্ট এ পাওয়া যাই।তবে আমরা অনেকেই হইতো জানিনা যে আমাদের প্রিয় s60v3 মোবাইল ফনেটি দিয়েই আমরা টরেন্ট ফাইল নামাতে পারি অনায়েষেই।এর জন্য নিচের লিঙ্ক থেকে Symtorrent সফটাওয়ার টি নামিয়ে আপনার মোবাইলই এ ইন্সটল করে নিন, তারপর আপনার পছন্দের টরেন্ট ফাইলটি তাতে এড করে তা নামিয়ে নিন।
আমার লেখাটি পড়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।
আমি রোদেলা অরণ্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিস্তারিত আশা করছি!!