আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি ভাল আছেন। থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর্টিকেলটি কি নিয়ে লেখা। বর্তমানে স্মার্ট ফোনের বদৌলতে অনেক কিছু বদলে গিয়েছে। এই স্মার্টফোন ব্যবহারকারীর অনেক উপকার যেমন হয়, তেমনি অপকার ও হয়। এখন ডিজিটাল যুগ। এই যুগে মানুষ জানে না বা পারেনা এমন কেউ নেই। এই যেমন আপনার সিম অন্যজন আপনার অজান্তেই ব্যবহার করছে হয়তোবা, কিন্তু তা আপনি জানেন না।
১. সিম কার্ড রেজিস্ট্রেসন কোনভাবে ক্যান্সেল করা যায় কিনা ঃ
এর জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন এর প্রয়োজন হবে। তাছাড়া আপনাকে জানিয়ে রাখছি, আপনি যদি প্রিপেইড গ্রাহক হন সেক্ষেত্রে আপনি সিমটির নিবন্ধন বাতিল করার ৭ দিনের মধ্যে সিমটি আবার একটিভ করতে পারবেন। ৭ দিন অতিবাহিত হলে সিমটি এক্টিভ করার কোনো অপশন অ্যাভেইলেবল নেই। সকল সিম অপারেটরের অ্যাপের ""মেন্যু"" ট্যাব থেকে ""স্টোর লোকেটর’ অপশন অথবা ওয়েবসাইটের ""স্টোর লোকেটর"" অপশন থেকে সহজেই সার্ভিস সেন্টারের ঠিকানা, অফিস সময় জানতে পারবেন। বর্তমানে সিম রেজিস্ট্রেশন বাতিল করতে হলে আপনাকে বায়োমেট্রিক ডিরেজিস্ট্রেশন করতে হবে। বায়োমেট্রিক ডিরেজিস্ট্রেশন করার জন্য সিমটি যার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে শীম অপারেটর কোম্পানিগুলোর সেন্টারে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করছি। একবার বায়োমেট্রিক ডিরেজিস্ট্রেশন করা হলে পুনরায় সেই সিমটি আবার নেয়ার কোন সুযোগ নেই।
২. রেজি বাদ দিতে হলে কোন অর্থ প্রদান করতে হবে?
আপনি যদি সিম এর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ক্যানসেল করেন সেক্ষেত্রে কোনো চার্জ প্ৰযোজ্য হবে না।
৩. আমার আইডি দিয়ে অন্য কেউ সিম রেজিস্টার করলে আমি কি ভাবে রেজিস্টার বাতিল করবঃ
আপনি চাইলে আপনার অব্যবহারকৃত সিম গুলোর রেজিস্ট্রেশন বাতিল করে নিতে পারবেন। আপনি যদি সিমের প্রকৃত মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাতিল করার জন্য NID কার্ড নিয়ে নিকটস্থ যেকোনো সেন্টারে ভিজিট করার অনুরোধ করছি। আপনি রেজিস্ট্রেশন বাতিল করলে এই সিমটি পুনরায় ব্যবহার করতে পারবেন না।
৪. অব্যবহৃত সিম কি বন্ধ করে দেয়া সম্ভব? কার নামে রেজিষ্ট্রেশন তা জানা নেই তাহলে কি করবেনঃ
আপনি চাইলে অব্যবহৃত সিম বন্ধ করতে পারবেন। সিম অপারেটর সেন্টার ভিজিট করে সিম এর নিবন্ধন বাতিল করতে পারবেন। এর জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন এর প্রয়োজন হবে। অ্যাপ বা ওয়েবসাইট থেকে সহজেই সিম এর ঠিকানা এবং অফিস সময় জানতে পারবেন।
৫. যেভাবে আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেনঃ
সিমের মালিকানা পরিবর্তন এর জন্য উভয় পক্ষের জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত তথ্য এবং আঙ্গুলের ছাপ প্রয়োজন হবে। অর্থাৎ, এক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। এয়ারটেল সিমের মালিকানা পরিবর্তন করতে কোন চার্জ প্রযোজ্য হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন।
৬. জিপি সিমের মালিকানা পরিবর্তনের নিয়মঃ
৭. কিভাবে আপনার সিম আপনার নামে রেজিষ্ট্রেশন কি-না তা চেক করবেনঃ
চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক, কিভাবে আপনার সিম আপনার নামে রেজিষ্ট্রেশন কি-না চেক করা যাক।
প্রথম এ আপনার ফোন এর ডাইয়াল অপ্সন এ *16001# লিখে টাইপ করুন।
তারপর আপনার ভোটার আইডি নং এর শেষ চারটি ডিজিট টাইপ করুন।
আজকের টিউন এক্টূ ছোট হলে ও খুব ই উপকারি হবে বলে আমার বিশ্বাস। কি বলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার আজকের টিউন টি। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।
আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।