EA Sports এনড্রয়েড মোবাইল ফোনের জন্য বের করেছে ফিফা ২০১০। এ গেমটি মোবাইল এ ফুটবল খেলাকে নিয়ে গেসে অন্যরকম উচ্চতায়। আসাধারন গ্রাফিক্স, সহজ গেমপ্লে, পারফেক্ট কন্ট্রোলিং গেমটিকে করেছে উপভোগ্য।
এ গেমটিতে রয়েছে ৩০টিরও বেশি লিগ, ৫৭০টি টিম এবং প্রায় ১২৬২০জন প্লেয়ার! এজন্যই ফিফা ২০১০ এন্দ্রয়েড গেমটিতে আপনি পাবেন পিসি গেমস এর ফ্লেভার। তাহলে আর দেরি কেন ডাউনলোড করে নিন আপনার ফিফা ২০১০ গেমটি, আর হারিয়ে যান ফুটবলের রাজ্যে!
বলে নেয়া ভাল যে, এ গেমটি EA Sports ফ্রীতে দিচ্ছে না। গেমটি এন্ড্রয়েড মার্কেট থেকে আপনি ২২০টাকা দিয়ে কিনতে পারবেন, যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে। তারপরও গেমের SD files ডাউনলোড করতে হবে ওয়াইফাই এর সাহায্যে! আর এখান থেকে আপনি পাচ্ছেন একদম ফ্রীতে! এর উপর SD files ও আপনাকে ডাউনলোড করতে হবে না! সব পাবেন এখানে। শুধুমাত্র সহজ দুইটা পদ্ধতিতে!
কিভাবে ইন্সটল করবেনঃ
১) ফিফা২০১০ -এই সাইট এ দেয়া মিডিয়াফায়ার লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করুন।
২) lycanbd পাসওয়ার্ডটি দিয়ে ফাইলটি এক্সট্রাক্ট করুন।
৩) এবার ২টি দুইটি সহজ পদ্ধতিতে আপনার ফোনে ইন্সটল করে ফেলুন ফিফা২০১০!!!
এনড্রয়েড সম্পর্কিত সমস্ত তথ্য, অ্যাপলিকেশন, গেমস এর জন্য চোখ রাখুন আমার ব্লগ
http://www.lycanbd.blogspot.com
এই সাইটে
ধন্যবাদ সবাইকে।
আমি লাইকেনবিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গেম ইন্সটল করার পর sd কার্ড এর ডাটা তে ডাটা transfer করলাম কিন্তু তাও বলে ডাউনলোড additional data.kmne krbo ektu screen shoot diye dekhay dile onk vlo hoto.thanks