আপনি যদি এনড্রয়েড ব্যবহার করেন তাহলে, এখন থেকে কষ্ট করে অন্য কোন সাইট এযেয়ে, অনেক টাইম ব্যয় করে প্রিয় ওয়ালপেপার, রিংটোন ও নোটিফিকেশন টোন খুঁজেবের করতে হবে না।মাত্র একটি অ্যাপলিকেশনই যথেষ্ট।আর তা হল ZEDGE 2.0।
ZEDGE এর নাম কে শোনেনি? প্রায়৬৭ লক্ষ কণ্টেণ্ট নিয়ে গড়ে উঠেছে এই সাইটটি।এই সাইট টির সমস্ত wallpaper, ringtone ও notification tone, আপনি খুজে পাবেন এই অ্যাপ্লিকেশানটির সাহায্যে!
ডাউনলোড পদ্ধতিটা খুব মজার।তিনটি অপশন থেকে ব্রাউজ করা যায়।সার্চ অপশনটিই অবশ্য বেশি ব্যবহার করা হয়ে থাকে।পছন্দের ওয়ালপেপার
বা টোন খুঁজে পেলে ডাউনলোড করে ফেলুন।ডাউনলোড হবে SD কার্ড এ।এরপর অ্যাপ্লিকেশান থেকেই অ্যাপ্লাই করে ফেলুন আপনার প্রিয় কন্টেন্টটি!!!
অনলাইন ইন্সটলেশনঃ
ইন্সটল করুন মার্কেট প্লেস থেকে Zedge Ringtones&Wallpapers (Free)
অফলাইন ইন্সটলেশনঃ অফলাইন ইন্সটলেশন গাইড
ডাউনলোড করুনঃ Zedge Ringtone & Wallpapers.apk (mediafire link)
তাহলে আর দেরি কেন? শুরু করুন এক্ষুনি! ইচ্ছে মতন কাস্টমাইজ করুন আপনার এনড্রয়েড ফোনটিকে।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগ লাইকেন ব্লগে তে। এনড্রয়েড সম্পর্কে আরো জানতে নিয়মিত চোখ রাখুন আমার ব্লগে।
যেকোন সমস্যায় আমাকে জানান।সমাধান করার চেষ্টা করব।
আমি লাইকেনবিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Andrnid phone এ বাংলা লেখার কোন উপায় আছে?আমি samsung galaxy pop (s5570) use করি।আমার ফোনে বাংলা দেখা যায়না।বাংলা FONT কি instal করা যাবে?OPERA mini দিয়ে opera:config করেছি কিন্তু বাংলার অবস্থা খুব বাজে।জানালে খুব উপকৃত হব।