থ্রিজি দেশে নেই, তাই বলে কি ভিডিও চ্যাট হবেনা মোবাইল থেকে? অবশ্যই হবে! 😀
যারা S60v5 সেট ব্যবহার করেন, তারা ফ্রিং (Fring) দিয়ে অনায়াসে ভিডিও চ্যাট করতে পারছেন বন্ধুদের সাথে। S60v3 এর FP2 ভার্সনের সেটগুলোতেও ফ্রিং সাপোর্ট করে, কিন্তু জনপ্রিয় S60v3 এর PRE-FP1 ও FP1 সেটগুলোর জন্য ফ্রিং এখনো চালু হয়নি।
যাহোক চলুন পরিচয় করিয়ে দিই UMV Chat নামের চায়নিজ এই awesome ভিডিও ম্যাসেনজারটির সাথে! এটিতে আপনি রিয়েলটাইমে এক বা একাধিক বন্ধুর সাথে ভিডিওচ্যাট বা ভিডিও কনফারেন্সেযুক্ত হবে পারবেন আপনার মোবাইলের EDGE/GPRS কানেকশন ব্যবহার করে!
1. প্রথমে এই লিংক থেকে আপনার S60v3 মোবাইলের জন্য সফটওয়্যারটি নামিয়ে নিন। (সাইজ 485 কিলোবাইট)
2. সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার Applications থেকে সফটওয়্যারটি চালু করুন।
2. প্রথমে আপনাকে একটি নতুন একাউন্ট খুলতে হবে। Option থেকে Register এ ক্লিক করুন।
3. একটি একঘরের ফর্ম আসবে। এখানে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিন। আর কিছু পূরণ করতে হবেনা।
4. ব্যাস কাজ শেষ। আপনার ইউজার নেম অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ইউজার নেম একটি সংখ্যা যেমনঃ 352016 ধরণের হবে, এটি লিখে রাখুন, বন্ধুদের শেয়ার করতে বা অন্যকে খুজে পেতে এটি দরকার হবে।
5. এবার লগইন করুন।
6. হোমপেজ আসবে। এখান থেকে Multicaht বা P2P তে ক্লিক করুন। P2P মানে পিয়ার টু পিয়ার। এখানে অ্যাড করে রাখা বণ্ধুদের সাথে প্রাইভেট চ্যাট করা যাবে। আমি P2P তে ক্লিক করছি।
7. নতুনে ফ্রেন্ড অ্যাড করার জন্য Menu> Search> Find Account থেকে ফ্রেন্ডের ইউজার নেম দিয়ে সার্চ করে অ্যাড করুন। আমার যেহেতু অ্যাড করাই আছে তাই আমার ফোনে ফ্রেন্ডলিস্ট দেখাচ্ছে-
8. ফ্রেন্ডের নামের উপর ক্লিক করুন। যদি ফ্রেন্ড অনলাইনে থাকে তবে চ্যাট শুরু হয়ে যাবে। 😀 😀
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai amar akta purono symbian mobile ache..nokia e65 atate oneek soft certificate error show kore..eta solve korar jonno ki korte pari? plz help korben j janen..THANK YOU
try korbo