ফ্রি এসএমএস ইচ্ছামত পাঠান ।সাথে মজার টিপস?

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

এসএমএস

  • ইচ্ছামত ফ্রি এসএমএস করা যায় তাহলে কেমন হয়!একটু চালাকি করে ইচ্ছামত এসএমএস পাঠানো যায়।প্রথমে  ফ্রি এসএমএস সাইটে রেজিস্ট্রেশন করলে পরীক্ষামূলকভাবে ১০টি এসএমএস ফ্রি দেয়।রেজিস্ট্রেশন করলে ইমেইলে পাসওয়ার্ড আসে, তা দিয়ে লগইন করে Send BulkSMS এ গিয়ে এসএমএস করতে পারবেন। প্রাপকের কাছে প্রেরক হিসাবে সরাসরি নিজের নাম পাঠানো যাবে Sender address এ নাম লিখে।
  • এভাবে একাধিক ইমেইল (এক মোবাইল নম্বর দিয়ে চলবে)ব্যবহার লক্ষাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে ।একবার ব্যবহার করেন তারপর দেখুন সেটিও আপনার মেইল হিসাবে গণ্য হবে।এখন শুধু এক নাম্বার দিয়ে ১০টি করে এসএমএস জিমেলের পদ্ধতি দিয়ে ইচ্ছামত পাঠান।একটু মাথা খাটিয়ে করলে।দেখুন কিভাবে,

রেজিস্ট্রেশন এ 'ডট 'ব্যবহার দিয়ে=

  • [email protected]
  • [email protected] ইত্যাদি।
  • 3=আইডির পরে + চিহ্ন দিয়ে কোন কীওয়ার্ড লিখে ধরুন- [email protected] ঠিকানা ।যে কোন একটি পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন।

 

''ভালো সংবাদ পেলে কেনা খুশি হয়।তাই ভালো কাজে ব্যবহার করুন।আশা-করি ভালো থাকবেন''

আপনাদের সুবিধার্থে
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর চেয়ে সকালে যে টা পড়লাম তার পর পাঠালাম।

    Level 2

    ধন্যবাদ।
    নিজের সুবিধা করে যা ভালো হয়।

    Level 2

    ধন্যবাদ।
    আপনের জন্য।সবার কাজে দিবে।

ধন্যবাদ শেয়ার করার জন্যে।
ফ্রী SMS করার আরও একটি সহজ উপায়,কোন রকম registration এর জামেলা ছারাই,
step1: go http://www.itforpc.blogspot.com/
step2: click “free SMS here” left side on the page
step3: select your country
step4: type ur number on “From box [ ex: 88017xxxxxx ]
step5: type a number on “Number box” where u send sms [ ex: 017xxxxx ]
step6: type your message on “Message box” then press “send sms”

    Level 2

    ধন্যবাদ।
    সাথে থাকুন,

Vi IT pagol : কতগুল এস এম এস পাঠানো যাবে ?

    Rashed Kamal ভাই, প্রতি ৫ মিনিট এ ১ টি করে Unlimited ….

রেজিস্ট্রেশান ছাড়া আনলিমিটেড ফ্রী এসএমএস এর জন্যে এটা দেখতে পারেন। ঠিক যেভাবে বলা হয়েছে সেই ভাবে চেষ্টা করুন http://netskiff.blogspot.com/2011/03/free-international-sms-without.html

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।

Send Korun Free SMS http://sms.a2zbd.net

    Level 2

    ধন্যবাদ।
    তারা-তারি।

Level 0

ভাই আপনি জানেন না, এই সাইটে বর্তমানে সেন্ডার এড্রেস হিসেবে শুধু demosms যায়। আর বর্তমানে মাত্র ৫টি sms পাঠানো যায় , এছাড়াও এক নাম্বার বারবার রেজিষ্টার করলে , সেটি হ্যাক করে দেয়া হয়।
আশা করি , আপনি এখন ক্লিয়ার আর না হলে নিজেই চেষ্টা করে দেখুন।

Level 0

রেজিস্ট্রেশান ছাড়া আনলিমিটেড ফ্রী এসএমএস এর জন্যে এটা দেখতে পারেন।

http://www.freesmscraze.com/worldwide/send_free_sms_to_bangladesh/