যে কারণে এখনো গ্রামীণফোন ব্যবহার করি . . .

গ্রামীণফোন সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। দেশের সবচেয়ে বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটি। ০১৭ কোড ব্যবহার করা এই কোম্পানিটি সেই ১৯৯৭ সালের ২৬শে মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ৫০% এরও বেশি মোবাইল ফোন মার্কেট দখল করে আছে। গ্রামীণফোন মোবাইল নাম্বারগুলোতে ০১ এর পর “৭” থাকলেও এটি লাকি সেভেন হিসেবে ভাবার কোন অবকাশ নেই। বরং ওখানে “৭” এর বদলে অন্য যেকোন ডিজিট থাকলে আপনি কম রেটে বেশি সেবার অফার পাবেন। গ্রামীণফোনের একমাত্র প্লাস পয়েন্ট হচ্ছে এর নেটওয়ার্ক। আর এ কারণেই অনেকে একবার জিপি সিম কিনে বিভিন্ন কারণে আর নম্বর পরিবর্তন করতে পারেননা।

আমি জানি, অনেকেরই “গ্রামীণফোন” শব্দটির প্রতি অনেক বিরক্তি এমনকি এলার্জিও আছে। আমার নিজেরও আসলে এর প্রতি বিশেষ কোন “টান” নেই। সবারই ঐ এক কথা, “অতিরিক্ত চার্জ”।. হ্যাঁ ঘটনা সত্যি। এই কোম্পানিটি সব জায়গায় সবার থেকে বেশি চার্জ করে। আর এই কারণে বর্তমানে অনেকেই এদের থেকে শিফট করার প্রক্রিয়ায় আছেন।

যাই হোক, এবার আসল কথায় আসি। এত কিছুর পরেও আমি গ্রামীণফোন ব্যবহার করি। বাস্তবতা হচ্ছে এখনও ভাল বিকল্প না পাওয়ায় ওদের “বড়লোকি” চার্জের সেবা নিতে আমি বাধ্য। আমি জানি, শুধু আমি না, আরো অনেকেই এই দলে আছেন।

আমাদের গ্রামের বাড়িতেও (শুধুমাত্র) গ্রামীণফোনের ফুল-নেটওয়ার্ক এক্সেস পাওয়া যায়। ইন্টারনেট স্পীডও গড়ে ২২ কিলোবাইট পাই। বেশ কয়েক বছর আগে সেখানে ওদের বিটিএস স্থাপন করে যদিও তারো আগে তেমন কোন অসুবিধা ছাড়াই আমরা জিপি নেটওয়ার্ক পেতাম। দেশে তো এখন বেশ কয়েকটি মোবাইল কোম্পানি যার মধ্যে সরকারি মালিকানাধিনও একটি রয়েছে, কই তাদেরকে তো সেখানে দেখছি না! শুধু টিভিতে টাওয়ারের এড দিয়ে তো আর সেবা হয় না, কিছু কাজও করা লাগে। ২ পয়সা কম কলরেট দিয়ে কি হবে যদি নেটওয়ার্কের অভাবে কলই করা না যায়? তোমার সেবা তুমিই নাও। রং-বেরংয়ের মডেল দিয়ে নাচানাচি করিয়ে এড দিলে তার ফল টিভি স্ক্রিন পর্যন্তই দেখা যায়, মোবাইল পর্যন্ত আর পৌঁছায় না।

এখন পর্যন্ত দেশে যত ওয়্যারলেস ইন্টারনেট প্রভাইডার থাকুক না কেন, বেশিরভাগ এলাকায়ই তাদের সেবা পাওয়া যাবেনা। তার মানে কি এই যে অন্যরা এটা পাওয়ার যোগ্য না? ইন্টারনেট এখন খুব দরকারি সেবা। আমার জিপি ব্যাবহারে পেছনে এটাই ৮৫% দায়ী। আমার ক্যাম্পাসে (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)  এয়ারটেল বাদে সব মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। কি অবাক কান্ড! দক্ষিণবংগের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনও এয়ারটেল আসতে পারেনি। এটা ওদের ব্যর্থতা নাকি অন্য কিছু আল্লাহ্ই জানেন!

ইন্টারনেট প্যাকেজে জিপির চেয়ে অন্যরা একটু বেশি ছাড় দিয়ে থাকে। কেউ দেয় ২৫ টাকা আবার কেউ দেয় ৫০ টাকা ছাড় (১ জিবি তে) আরও অনেক কিছু আছে যা আমার চেয়ে আপনারাই ভাল জানেন। তো, কিছুদিন জিপি বাদ দিয়ে কম দামে অন্য একটা কম্পানির নেট নিলাম। কিন্তু তার স্পীড দেখে ২৫ টাকা বাঁচানোর আনন্দ চরম বিরক্তিতে পরিণত হল। জিপি পোস্টপেইডের ডেইলি নেট প্যাকেজে ৯ টাকায় রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত নেট সুবিধা থাকায় ডাউনলোডেও তেমন চিন্তার কিছু নেই।

এতদিনে জিপি ছাড়া বাকি সবই ট্রাই করা হয়ে গেছে। আসলে জিপির কাছে আমার মত গ্রাহক কানে দড়ি লাগিয়ে বাঁধা- ছেড়ে যাবার উপায় আপাতত নাই। অন্যসব কোম্পানি যেখানে নিত্য নতুন মডেল দিয়ে নাচানাচি করে এড দেয় কিন্তু বিশাল গ্রাহকের প্রতি সামান্য দায়িত্ববোধ অনুভব করেনা, আমার দরকার নেই তাদের ২ পয়সা কম কলরেট। প্রয়োজনীয় কথা বলতে তোমাদের ভাঙ্গা নেটওয়ার্কের এক সেকেন্ড পালস দিয়ে কি হবে যদি কথাই না শোনা যায়? সেখানে ইন্টারনেটের কথা তো বাদই দিলাম।

অনেকেই হয়ত বলবেন “এই লোক জিপির মার্কেটিং করতেছে নাকি?”।  .আসলে আমি কোম্পানিগুলোর উপর বিরক্তির কারনে এই পোস্টটা দিলাম- যারা মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় শূণ্য।

Level 0

আমি আরাফাত বিন সুলতান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার যুক্তি ঠিক আছে কেননা জিপি এর নেটওয়ার্ক খুব ভালো। এজন্য তারা অনেক এগিয়ে যেতে পারবে। তবে আমি বাংলালায়নে খুশি, মাসিক ১১৫০৳, প্রতিদিন ৪+ গিগাবাইট ডাউনলোড। কারণ বিটিসিএল, রবি, গ্রামীনফোন, ওয়ারিদ [বিশ্রী ইন্টারনেট ছিল] আর টেলিটক [জিপিআরএস] সবই ব্যবহার করে দেখেছি।

    Level 0

    amio banglalion 1150 tk, package, kintu ei package ta notun grahok der jonno ar nai,

    আমি জিপি ব্যবহার করি কারণ আমার এলাকায় (ময়মনসিংহে) অত্যাধুনিক সুবিধা সম্বলিত বাংলা লায়ন/ওয়াইমাক্স নাই। আর তাই যুক্তির কারণে ও মোটামুটি সুবিধার কারণে আমিও এই টিউনার ও শাওন ভাইয়ের কমেন্টের প্রতি সহমত প্রকাশ করি।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমার এখানে ওয়াইম্যাক্স নেই তো, তাই জিপিই চালাই।

    Level 0

    @মিনহাজুল হক শাওন: আপনি কোন Package ইউস করেন? আমি তো শুন্সিলাম Unlimited package এও Limitation আসে। আর বাংলা লায়ন মাসে ১০০ GB দিবে এটা Atleast আমি বিশ্বাস করি না।

      @tech_no: বিশ্বাস না করলে কি করার আছে ভাই বলেন? আমি তো মোটামুটি বললাম, আমি মাসে ১৩০ জিবি পর্যন্ত করেছি। ভালোমতোই জানেন যে বাংলালায়ন এখনো FUP দেয়নাই। ওদের সার্ভার বিটিসিএল এর কাছ থেকে নেওয়া। ওরা বিন্দুমাত্র লিমিটেশান দেয়না। তবে এলাকাভিত্তিক ব্যান্ডইউথ বরাদ্দ মাথায় রাখতে হবে। কোন এলাকায় যদি সবাই ধুমায়ে ডাউনলোড করে তাইলে স্পীড কমাতেই পারে। বিস্তারিত জানতে বাংলালায়নের ফেসবুক গ্রুপে জয়েন করেন এবং নেটওয়ার্ক অ্যান্ড কাস্টমার কন্ট্রোল ম্যানেজার জিয়াউস সোবহান ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখেন।

boss…..5gb fair usage policy ta just ektu trick janlei par howa jay…… if post paid user hoy….post paid er khetre ei package per day te hishab hoi…per day 33tk….if 5days a 5gb sesh hoye jay..tobe apni cancel likhe 5000 a sms diye cancel kore dben…..abar p2 subcribe korben…..ete kore apnni month a 5gb 15 bar o nitey paren…

    Level 0

    @Shanjidul alam seban ahil: আপনার তথ্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

@Piash মডারেটর আপনাকে সর্তক করে দেত্তয়ার পর আবার এই কাজ করছেন?

জটিল লিখেছেন Boss! এক্কেবারে আমার মনের কথা….

Kotha shotto.

hmmm 10000000000000% sotti..sohomot

ভাই ১ দম মনের মত কথা বলেছেন

ভাই আপনাদের wi-fi এর কি হল ?
শুনছি ওইটার স্পীড ভাল, তাও জিপি ব্যাবহারের দরকার পড়ল ???
নাকি wi-fi কাজ করেনা ?

    @কমপুটার পোকা: আমাদের ওয়াইফাই ঠিকই আছে। স্পীডেরও অভাব নেই। কোন কোন দিন আমার রুমমেটরা তাদের ল্যাপটপে ৪৫০+ কিলোবাইট পার সেকেন্ড স্পীড ও পায় (অবশ্য খুবই রেয়ার কেস, তবে এভারেজ ২৮-৪৫ পাওয়া যায়)। এখন বুঝে নেন ওয়াইফাই কাজ করে কি করে না! আসলে, আমার ডেস্কটপে তো ওয়াইফাই ডিভাইস নাই তাই আমি ব্যবহার করতে পারিনা। আর আমি যেহেতু বরিশালের ছেলে তাই প্রায়ই বাসায় যাওয়া হয় (কারণ ক্যাম্পাস কাছাকাছি এবং সপ্তাহে আমাদের ২ দিন ছুটি)। বাসায় গেলে তো আর নেট বন্ধ রাখা যায় না, এসব কথা বিবেচনা করে জিপিই শেষ ভরসা।
    আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, আমাদের ক্যাম্পাসে আমন্ত্রণ রইল…

      Level 0

      @আরাফাত বিন সুলতান: বুঝতে পারলাম না আপনি এত টাকা দিয়ে GP internet ইউস করেন আর একটা WIFI Device afford করতে পারেন না কেন। যাইহোক, আমার Gp, Airtel, Teletalk সব গুলা ISP এর উপর মেজাজ প্রচণ্ড খারাপ। আপাতত আমি Broadband ইউস করতিসি। নেক্সট এ ইনশাল্লাহ Wimax নিয়ে নিব।

Level 0

Arafat jotil post kub valo likaso. Ami maja maja p3 use kori. Ata kub valo pacakage.

@computer poka
vai amader campusa wi fi speed valo. But amara jara dext top pc use kori amader onekari wi fi divise nai tai amra modem use kori.

Level 0

Arafat vai akdom sotti kotha bolsan … thanks 😀

Level 0

piash vai apana oita kisar link disan

আপনার কথায় সহমত ভাই! 🙂

সহমত মানে হলো ভদ্রলোক আপনার কথার সাথে একমত পোষোন করলো । আমিও

সহমত মানে হলো ভদ্রলোক আপনার কথার সাথে একমত পোষোন করলো । আমিও…

vai apni ekdm thik kotha bolchen. asha kori onno operator ra tader man briddhi kore gp ke challange dibe jodio ta kosto saddho karon gp about 14 years ase. to tader o amader kisuta somoy deya uchit……

নেটোয়ার্ক আর ইন্টারনেটের জন্য ভালো তবে কলরেট বেশী।

আমারও আপনার মত একই অবস্থা !!

GP ভালো কারন বাকি মোবাইল কোম্পানী গুলো তেমন ভালো না!!!! বাকি মোবাইল অপারেটর রা যদি ভালো অফার দিতো তবে অনেক আগেই সবাই gp বদলে ফেলতো।

আপনাদের কথা সুনে মনে হইতেছে আপনারা সবাই জিপির ফান (আমি নিজেও) কারণ আমিও জিপি ইউজ করি। আমি আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই (হয়ত আপনারা সবাই জানেন) যারা জানেন না শুধু তাদের জন্য। তার আগে জিপির ইন্টারনেটের রেট টা দেখুন।
15 এম বি 29 টাকা
1 জিবি 287.50 টাকা
3 জিবি 690 টাকা
পি 3 287.50 টাকা
আনলিমিটেড (5 জিবি) 920 টাকা
যে কোন মোবাইলে যে কোন সময় কলরেট 1.15 টাকা মিনিট।(একতা 57.5)
(উপরের সকল চার্জে ভ্যাট অন্তভূক্ত।)
উপরের এই সকল অফার উপভোগ করতে হলে আপনাকে জি পি কাষ্টমার কেয়ার থেকে একটি (একতা) সিম কিনতে হবে এবং বিশেষ রেট উপভোগ করতে পারবেন।

বিঃদ্রঃ সিমটির নাম একতা।
ধন্যবাদ

ভাই আপনি গ্রামীন ইন্টারনেটের কোন প্যাকেজ ইউজ করেন? মডেম কি গ্রামীনেরই?

গ্রামীনফোনের ইন্টারনেট ও মডেমে আমার অভিঙ্গতা সুখনর নয়তো তাই জানতে ইচ্ছা হল 🙂

@আবু সায়েম: vai ami amar nokia mobile kei modem hisebe use kori. Ami p6 & majhe majhe p3 ba p2 use kori. Alada modem use korle to mobile a net pabo na. Akhon ami on the way easily net pete pari. Ai jemon mobile theke apnar commenter reply dilam. Sorry for english. Amar mobile a bangla lekha jay na to tai..

Level 0

GP er Sob item djuice,smile,badhon,ekota,polli,publik,b.solution. Use korsi call er jonno are neter jono ekota,smile,djuice babohar korsi. Kintu nete temon subidha paini tai bortomane polli caller jonno ar Aktel/robi modem interneter jonno. Khub mojai assi 1st 1mb total free. 2nd, 1mb kinle 1mb free. Speed 25-35 kbs. From Bagerhat,Khulna.

    @zashid: vai apnar package er nam ki?

      Level 0

      A.B.S Vie ami j package babhar kori seta holo bortomane jeta pawa jai Robi internet seitai. Khub basi valo ki na seta jani na tobe GP er tulonai amar kase valo lagse. Age jekhane GP er 1GB sara mase purate partam na ekhon sekhane mas puranor age 2GB sesh korte parsi.

vai ami Dhakai broadband use kori,grama gala robi ba banglalink use kori.Akon porjonto tamon
kono problem a prori nai.Amar alakai banglalink and robi 2tai onek valo network paoa jai.Tai
mona hoi ai jebona konodin GP use kora hoba na.Thank u vai tune korar jonno

Valo lekesen.

Level 0

নাই মামা থেকে আমার কানা মামা গ্রামীন ভাল…………………… কাছে থাকুন বেশি কলচার্জ দিয়ে……………………………. হারামির ফোন

@রোমেল বগুড়া: thanks for information. (sorry for English. Mobile theke to tai :()

আমার এখানে আগে জিপি ভালো কাজ করত আর এখন ও ভালো তবে প্রতি রাতেই জ্বর ওঠে কোন পেইজ লোড নিতে ৫ মিনিট টাইম নেয় ।

ami vai airtel r banglalink niye valoi asi.. sob friends ra airtel use kore R network’r kotha bolle bolbo je amader akhane atota problems hoy na .airtel er pasa pasi BL to asei..: 🙂

Level 0

আরাফাত বিন সুলতান ভাই,আমি ময়মনসিংহে থাকি, জিপি বাংলালিংক দুই নেট করি আমার কাছে বাংলালিংক নেটই বেস্ট, টিউনের জন্য ধন্যবাদ ।
ভাই আপনি গ্রামীননের কোন জব করেন নাকি ????

    @balobashe: keno vaia, apnar amon mone holo keno jante pari please?

      Level 0

      আরাফাত বিন সুলতান ভাই, গ্রামীননের এত প্রশংসা করতাছেন যে তাই ??????

    @balobashe: ভাই, আমি তো ছাত্র মানুষ, জব পাব কই! আম কিন্তু ঢালাও ভাবে কারো প্রশংসা করিনি, বরং আমার এখানকার বাস্তব চিত্র সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

ভাই জিপি সিম এবং মডেম ইউজ করি।
জিপি মডেম নিয়া কি আর কমু খুবই বিপদে আছি।
1ম বার আমার সাদের জিপি মডেম নষ্ট হলে জিপি কাষ্টমার কেয়ারে গেলাম। তারা আমার মডেমটা জমা নিল আর 7দিন পর আসতে বলল। যথারিতি আমিতাই গেলাম। যাওয়ার পর আমাকে তারা বলল যে আপনার মডেম আর ঠিক হবেনা তাই আপনাকে একটা নতুন মডেম দেওয়া হল। আমি তো মহা খুশি পুরান মডেম দিয়া নতুন মডেম পাইলাম (জিপি কে বাশ দিলাম)এই ভেব। 2 দিন যাইতেই বাধল বিপত্তি আমার মডেম টা 10/15 মিনিট পর পর অটোমেটিক সিম ইনসাট হয় তাই নেট ডিসকানেক্ট হয়ে যায়। পরলাম বিপদে। ভাবলাম জিপিতো আমাকে নতুন মডেম দিসে। তাই ভাবলাম আমার কম্পউটারের প্রবলেম (ভাইরাচ) আছে। তাই কম্পউটারে উইন্ডোস দিলাম এবং মডেম সহ আমার পুরা কম্পিইটার স্কান করলাম কিন্তু আমার ডিসকানেক্ট প্রবলেম গেলনা। তাই আবার উইন্ডোস দিলাম। কিন্তু না প্রবলেম গেলনা। পরে আমার এক বন্ধুর কম্পিউটারে আমার মডেম লাগাল দেখলাম ভালিই চলছে। কিন্তু বিন্ধুর কম্পউটারে 1 ঘন্টা ভাল চলার পর 10/15 মিনিট পর পর সেম ডিসকানেক্ট প্রবলেম শুরু হল। ততোক্ষণে আমি বুঝে গেলাম আমি জিপিরেক বাশঁ দেইনাই জিপি আমাকে বাশ দিছে। পরে কাষ্টমার কেয়ারে গেলাম আমার মডেম 5 মিনিট চেক করে বলল যে মডেম ঠিক আছে। মডেমের কোন সুরাহা হলোনা। এখন এই ডিসকানেক্ট প্রব্লেম নিয়াই নেট ব্যবহার করি। এখন আমি কি করতে পারি আপনারাই বলেন
ভাবছি এইবার আর জিপি না সিটিছেল জুম আলট্রা কিনবো দেখি তারা আমাকে কেমন বাশ দিতে পারে।

    @রোমেল বগুড়া: vai ki ar bolbo, apnar durvaggo. 🙁 ami alada modem use kori na, mobile kei bluetooth modem hisebe use kori. A karone pc charao on the way net chalate pari. Ata amar kace valo mone hoy. jemon ai muhurte ami bus er modhe bose aponar commenter reply dilam. Alada modem thakle to amake ai subidha pete double net package nite hoto! Jai hok, apnar commenter jonno thanks. 🙂 (mobile theke)

      @আরাফাত বিন সুলতান: আপনার পক্ষে মোবাইলে থাকা সম্ভব হলেও আমার পক্ষে সম্ভব হয়না কারণ আমি গড়ে প্রায় 12 ঘন্টা প্রতি দিন নেটে থাকি। আর নেটে কাজ পাইলে তো আনলিমিটেড। মোবাইল দিয়ে নেট ইউজ করে এই পর্যন্ত 2টা মোবাইল নষ্ট করেছি একটা নোকিয়া এন72 এবং সনিএরিকসন w200i।আর মোবাইল নষ্ট করতে চাইনা। তাই মডেম ছারা কোন গতি নাই্।
      আপনাকে ধন্যবাদ মোবাইল থেকে এত কষ্ট করে কমেন্ট করার জন্য।

আমি গ্রামিনের 3জিবি মাঝে মাঝে নেট এ কাজ পাইলে পি2 ব্যবহার করি।

খাঁটি কথা…

Level 0

আচছা কেহ কি জানেন অল্প টাকায় মানে মোবাইল ব্যাকআপ system 3 দিন internet ব্যবহার করে কি ভাবে। আর ওই system এখন করা জায় কি না?

    @zashid: মোবাইল ব্যাকআপ system টা এখনো আছে কিন্তু 3 দিন internet এর অফারটা আছে কিনা জানা নাই। জানতে পারলে আপনাকে জানাব।

সবার সাথে একমত না। আমার বাসায় জিপির স্পিড .২ কেবিপিএস। একটা পেইজ লোড করতে ৫ মিনিট লাগায় দেয়।

      @রোমেল বগুড়া: ভাই, আপনার বাসায় রবি, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল এর স্পীড কেমন প্লিজ বলেন। যদি জিপির থেকে ভাল হয়, তবে আপনাকে অভিনন্দন! এবং একই সাথে আমদের দুর্ভাগ্য যে আমরা ওই কোম্পানিগুলোর উল্লেখ করার মত ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। 🙁

    @হিমায়িত দিহান: ভাই, আপনার বাসায় রবি, টেলিটক, বাংলালিংক, এয়ারটেল এর স্পীড কেমন প্লিজ বলেন। যদি জিপির থেকে ভাল হয়, তবে আপনাকে অভিনন্দন! এবং একই সাথে আমদের দুর্ভাগ্য যে আমরা ওই কোম্পানিগুলোর উল্লেখ করার মত ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত।

      @আরাফাত বিন সুলতান: আমার বাসায় বাংলালিংক এর সিম মডেম এ নেটওয়ার্ক পায় না। টেলিটক এর নেট স্প্রিট জিপির তুলনায় 50 গুন স্লো। তবে রবির নেট জিপি থেকে ভালো তবে নেটওয়ার্ক মাঝে মাঝে কমে যায়। তাই জিপি ছারা কোনো গতি নাই। কিন্তু সিটিসেল জিপির তুলনায় অনেক ভালো এবং রেট ও অনেক কম। তাই ভাবছি এই মাসে সিটিসেল কিনবো।