Spb mobile shell এর জন্য অসাধারন ৮০ টা ওয়ালপেপার (S60v5)

 

আমরা অনেক এ আছি মোবাইল ফোন Spb mobile shell ইউস করি।কিন্তু এর বিল্ট ইন ওয়ালপেপার দেয়া আছে ৪ টা,এতে অন্য ওয়ালপেপার ব্যবহার করা ও ঝামেলা,কারন কেটে সাইজ করা দরকার হয়।তাছারা ভাল ওয়ালপেপার খুজে পাওয়া ও মুস্কিল যারা Spb mobile shell ইউস করেন তারা ওয়ালপেপার গুলো E/memory card/images/picture msgs/spb shell  এই ফোল্ডার এ পেস্ট করে দিন।তাহলে Setting এ গিয়া Spb mobile shell এর ব্যাকগ্রউন্ড চেঞ্জ করতে পারবেন এর local gallary  থেকে।২ ভাগে ৮০ টি ওয়াল পেপার দেওয়া আছে।১ ম ভাগ ৭.৫মেগা এবং ২ন্ড ভাগ ৯.৫ মেগা বাইট।

১ম ভাগ

২য়া ভাগ

 

 

 সবাই ভাল থাকবেন

Level 0

আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমিও এইটা ইউজ করি কিন্তু আমি নকিয়া অভি থেকে ট্রায়াল ভার্সন ইন্সটল করছি। ফুল ক্রাক্ড থাকলে আমাকে দিয়েন।

যাক! S60v5 হলেও আপনাকে ধন্যবাদ দিলাম, চমৎকার কালেকশান 🙂 আমার মোবাইল এ রাখবো।

Level 0

আপনাকেও ধন্যবাদ

ভাই সিম্বিয়ান থার্ড ভারসন এর জন্য এই সফটা আছে নাকি ? থাকলে লিংক দেন প্লিজ–

[email protected]