অফলাইনে বা মার্কেটপ্লেস ছাড়া ইন্সটল করুন এনড্রয়েড অ্যাপলিকেশন- এনড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি আবশ্যক পোস্ট!

গুগল এর এনড্রয়েড মার্কেট প্লেস এর সিস্টেম টা নিশ্চয় সবাই জানেন। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাপলিকেশ্ন গুলো ইন্সটল করতে হয়। যার জন্য ফোন এ সবসময় ইন্টারনেট কানেকশন থাকা লাগে। ব্যাপারটা সবার জন্য সুবিধার না। আর এতে টাইমও বেশি লাগে। সবচেয়ে ভাল হয় যদি অফলাইন এ অ্যাপলিকেশন গুলো ইন্সটল করা যায়। তার জন্যই আমার এই পোস্ট। এখানে দেখাব খুব সহজে কি করে অফলাইন এ অ্যাপস্‌ ইন্সটল করা যায়। চলুন দেখি......লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগ লাইকেনবিডি তে।  এনড্রয়েড সম্পর্কে আরো জানতে নিয়মিত চোখ রাখুন আমার ব্লগে।

১) Apk বা এনড্রয়েড প্যাকেজ ফাইলটি বা ফাইলগুলো মেমোরি কার্ডে ট্রান্সফার করতে হবে। কার্ডটি ফোন এ প্রবেশ করান। এই এ.পি.কে অ্যাপলিকেশন গুলো পাবেন নেট থেকে।
টরেণ্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারেন। গুগল সার্চ ব্যবহার করুন। এখানে আমি কয়েকটি টরেন্ট এর লিঙ্ক দিয়ে দিলাম।

অন্যান্য জায়গা থেকেও ডাউনলোড করতে পারে। গুগল সার্চ ইউজ করুন।

২) এনড্রয়েড মার্কেট থেকে আপনাকে অবশ্য একটি অ্যাপলিকেশন ডাউনলোড করতে হবে। ভাল একটি ইন্সটলার। আমার পছন্দ Easy Installer

৩) অ্যাপলিকেশন টি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন যে আপনার মেমোরি কার্ড এ যেসব অ্যাপলিকেশন আছে সেগুলো দেখাচ্ছে।

৪) পছন্দের অ্যাপস্‌ সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করুন। বাস্‌! ইন্সটল হয়ে গেল অ্যাপকেশনটি।

এখন অ্যাপকেশনটি ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরী। উপভোগ করুন এনড্রয়েড এর মজা! যেকোন সমস্যা বা প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানান, আমি সমাধানের চেষ্টা করব।

Level 0

আমি লাইকেনবিডি.কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই=>আমার আপু সনি এরিকসন এক্সপেরিয়া u20i ব্যবহার করে।আমি জিমেইল দিয়ে কোনভাবেই ভেরিফাই করতে পারসি না,করতে গেলেই লিখা উঠে temporary unavailable। এই সমস্যার সমাধান কিভাবে করবো তা বললে খুবই উপকার হই???

    এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারব না। তবে এই ফোনের এনড্রয়েড ভার্সন 1.6, যা অনেক আগের। এ কারনেই হয়তো কোন প্রবলেম হচ্ছে। এটি এনড্রয়েড 2.1 পর্যন্ত আপডেট করা যায়। আপডেট করে দেখুন, আমার মনে হয় আর কোন সমস্যা থাকবে না।

Thaks
for your Nice Tune

ANDROID ফোনে বাংলা লেখার কোন ব্যবস্থা আছে?

    মায়াবী কি-বোর্ড নামের একটি আ্যপ্লিকেশন ব্যবহার করে বাংলা লেখার চেষ্টা করা যায় কিন্তু খুব একটা লাভ হয়না।
    আমার জানামতে এনড্রয়েডে বাংলা ফন্ট রেন্ডারিং ঠিকমত হয়না….আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমাদের।

      আমি তো ভাই মায়াবী দিয়া ফাটায়া বাংলা লিখতেছি। পুরা অভ্র’র মত। কিন্তু বেচারা ডেভেলপার অনেক বেশি ফাংশান দিতে গিয়ে “কী”গুলো একটু ছোট করে ফেলেছে। তয়, তারপরেও ভালো চলে।

      আমার স্যামসাং গ্যালাক্সী ওয়াই।

ধন্যবাদ খুবই গুরুত্বপুর্ন তথ্য দেবার জন্য।
আচ্ছা, এই পদ্ধতির জন্য কি ‘রুট’ (Root) করতে হবে না, মোবাইল ফোনটি ? যদি রুটের প্রয়োজন না হয় তাহলে কি কারন বুঝিয়ে বলবেন কি ? আর আমার এমন একটি এ্যাপস প্রয়োজন যা দিয়ে আমি আমার এনড্রয়েড মোবাইলের সব কিছু ব্যাকআপ করে রাখতে পারবো। যেমন : Contact, Message, Installed Apps সব কিছু। ইনস্টল করা এ্যাপসগুলিও যেন ব্যাকআপ হয়, আবার সেগুলি যেন রিস্টোর করতে পারি এমন একটি এ্যাপস কি আপনার সন্ধানে আছে ? না থাকলেও নামটা যদি থাকে তাও বলুন।
ও হ্যা, আমার মোবাইল ফোনটির মডেল হচ্ছে :
‘Samsung Galaxy Y S5360’

mediafire ar link dile valo hoto na??

Level 0

ধন্যবাদ এই পোস্ট টি প্রকাশ করার জন্য. আচ্ছা আপনি কি এমন কোনো way জানেনে যার মাধ্যমে আমি phone memory তে use করা app memory card এ নিতে পারবো. আমি অনেক app use করছি সেসব app কিছু সরাতে পারে সব না. দয়া করে যদি জানেন তাহলে কষ্ট করে এ নিয়ে একটি পোস্ট লিখেন.

U20i e google varify howar jonno providor (Robi, GP BLink etc) er kas theke just Internet setting ta setup koren. Not “wap” setting. For more 01815232852

Level 0

vaia kamon asen.ami gta 3 ta donload korc .open hossa but play d la rstart nessa.phone model galaxy s 9003