বর্তমানের মোবাইল ফোনের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম Google এর Android অপারেটিং সিস্টেম। অসাধারণ Feature সমৃদ্ধ আরও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তৈরি এই অপারেটিং সিস্টেমটি। আর সাথেতো Google এর সকল সুযোগ সুবিধা আছেই। আর Android অপারেটিং সিস্টেম এর এতো Application আছে যে কি আর বলব......।
এই Application গুলো ব্যবহারকারীর কাজকে করে তুলে আরও সহজ আর আকর্ষণীয়। আর মোবাইলকে আকর্ষণীয় করতে ও সাজিয়ে তুলতে Android Application এর তো জুরি নেই। এখানে বেশ কিছু দরকারি ও জনপ্রিয় Android Application দিলাম। যারা Android ব্যবহার করেন তারা Try করতে পারেন। আমার কাছে প্রায় ১ হাজার এর উপরে Android Application আছে। Size = 1.3 GB(প্রায়)। এতো গুলো Upload করা সম্ভব না তাই কারো যদি নির্দিষ্ট কোন কাজের জন্য কোন Application দরকার হয় তবে আমাকে mail করতে পারেন। আমার কাছে যদি থাকে আমি দিয়ে দিব।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
ভাল জিনিস। Android কি মোবাইল কেনা যায়? এ ব্যাপারে একটি টিউন করতে পারেন।