জাভা মোবাইলের জন্য দারুন একটি ব্রাউজার

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। জাভা মোবাইলের একটি ব্রাউজার বিষয় নিয়ে আমার প্রথম টিউন করার এই প্রচেষ্টাকে আশা করি সবাই সহযোগীতা করবেন। ভুল-ত্রুটিগুলোকে শুধরে দিয়ে নতুন নতুন প্রয়োজনীয় আরো বিষয়ে লেখার উৎসাহ যোগাবেন।

যে ব্রাউজারটির কথা বলব আসুন প্রথমে তার ফিচারগুলো জেনে নিই-
১। অবশ্যই ট্রাফিক খরচ কম।
২। বাংলা বা ইংরেজি সব ভাষাই পড়া যাবে।
৩। অত্যন্ত দ্রুত গতির।
৪। শক্তিশালী ডাউনলোড ম্যানেজার, যা দিয়ে কমপিউটারের চেয়েও দ্রুত গতিতে ডাউনলোড করা যাবে (অবশ্যই রিজউমিং সুবিধাসহ) এবং কয়েকটি ডাউনলোড একসাথে দেয়া যাবে।
৫। এক চাপেই ফেইসবুক ব্রাউজিং।
৬। ফেইসবুকে ও টুইটারে লগইন না করেই স্ট্যাটাস আপডেট ও ছবি আপলোড করা।
৭। ব্রাউজার ওপেন থাকা অবস্থাতেই কল করা বা এস এম এস করা যাবে।
৮। ব্রাইটনেস নিয়ন্ত্রনের সুবিধা থাকায় ব্রাউজিং করার সময় মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না।
৯। ব্রাউজ করার সময় বারবার ব্যাকলাইট অফ হয়ে যাবে না।
১০। নাইট মুড থাকায় রাতের বেলায় চোখের উপর চাপ সৃষ্টি না করেই আরামে ব্রাউজ করা যাবে।
১১। মাল্টি ট্যাব অপশন (যত খুশি তত ট্যাব খুলুন) এবং ইজি টগল্ করা যাবে।
১২। সফটওয়ার ডাউনলোডের অনন্য এক পদ্ধতি (নোকিয়া মোবাইলের জন্য)।
১৩। আপলোড স্পিডও সন্তোষজনক।
১৪। পেইজ স্ক্রল করা খুব ইজি। খুব সহজেই পৃষ্ঠার একেবারে ওপরে আবার খুব সহজেই একেবারে নিচে।
১৫। দারুন সব শর্টকাট কি(ইচ্ছেমত শর্টকাট কী পরিবর্তনও করা যায়)।
১৬। ফাইল ম্যানেজারও আছে।
১৭। ইমেইল করার জন্য যে কোন ফাইল এটাচ্ করতে পারবেন।
১৮। প্রতি নিয়ত আপডেট ভার্ষন।
১৯। কোন শব্দ বা কোন বাক্য অথবা কোন লিংক যা খুশি কপি-পেষ্ট করুন।
২০। ওয়েবপেজের কোন ইমেজকে জুম করেও দেখা যাবে, সেইভ করাতো যাবেই।
আরো আরো….. বলুন আর কি চাই?

ভাই, চায়নারা যে কি একখান দারুন ব্রাউজার বানিয়েছে! কিসের ওপেরা, খাওয়াই নাই!

এবার আসুন ডাউনলোড করি-
প্রথমে আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজার দিয়ে নিচের লিংক থেকে ব্রাউজারটি ডাউনলোড করে নিন-
wap.uc.cn

এবার বাউজারটি ওপেন না করেই এর এপলিকেশন একসেস পরিবর্তন করে নিন। এর জন্য যেখানে ব্রাউজারটি ইনস্টল হয়েছে সেখানে যান (সাধারনত Games এই হয়)। তারপর Option থেকে Application Access>Communication>Network Access>Always allowed তারপর আবার
Application Access>Data access>Read user data>Always allowed তারপর আবার
Application Access>Data access>Add and edit data> Always allowed

এবার ব্রাউজারটি ওপেন করুন। কান্ট্রি চাইলে Others দিন।
এবার Menu>Settings>Preference>Page Segmentation>No segmentation
Check Zoom View (for computer like page or uncheck for mobile content)
Backlight> 5-100 এটি কমিয়ে রাখলে দীর্ঘক্ষণ চার্য থাকবে।
Check Smooth Scrolling তারপর
Menu>Save changes

Zoom View uncheck করা থাকলে Settings>Operation Mode>Normal Mode
Night Mode এর জন্য Settings>Themes>Night

হয়ে গেল সেটআপ। এবার Settings থেকে Shortcuts গুলি মুখস্ত করে ফেলুন।নয়ত কাগজে লিখে নিন, সুবিধা হবে। চাইলে এখান থেকে শর্টকাট কিছু আপনার মতো করে পরিবর্তনও করে নিতে পারেন, যেমন থিম টগল্ করার জন্য ## নির্বাচন করে নেয়া যেতে পারে।
বাকি আর কোথায় কি আছে খুঁজে নিন। চাইলে হেলপ্ থেকে অনেক কিছু জানতে পারবেন।
ও আরেকটি কথা, মেন্যু বা সাব মেন্যুর পাশের সংখ্যাটি প্রেস করেই সেটি ওপেন করতে পারবেন।

ব্রাউজ করতে থাকুন আর ধীরে ধীরে চমকগুলো আবিষ্কার করতে থাকুন।

পরের টিউনে মার্দাঙ্গা কিছু লিংক দেব আর জাভা মোবাইলের আরো কিছু দারুন সফটওয়ার দেব। যা আপনার জাভা মোবাইল ব্যাবহার করার আক্ষেপ মুছে দেবে আশা করি। যেমন-
১। মিনি এক্সেল
২। আপনার কমপিউটার বা ল্যাপটপকে আপনার মোবাইল দ্বারা নিয়ন্ত্রণ
৩। বিভিন্ন প্রকার রিডার
৪। ডাউনলোড ছাড়াই ইউটউব ও ফেইসবুকের ভিডিও দেখার উপায়।
৫। ইন্টারনেট রেডিও প্লেয়ার
৬। ফাইল বা ফোল্ডার হাইড ও এন্টিভাইরাস
৭। ডিজিটাল ডায়েরিসহ আরো অনেক কিছু

আমার আগামী টিউনে ইউ সি ব্রাউজার দিয়ে আরো কি কি করা যায় তার বিবরন থাকবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন।
যদি এ ধরনের কোন পোষ্ট আগে কেউ করে থাকেন তবে দয়া করে ক্ষমা করবেন।

সবাইকে আবারো অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আমি তায়ফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 110 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালোবাসি যুক্তি, প্রযুক্তি দুটোই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিন্তু সব মোবাইলে ব্যাবহার করা যায় না। অপেরা সব মোবাইলে ব্যাবহার করা যায়

    সব মোবাইলেই সম্ভব, জাভা, সিমবিয়ান সবই। তবে যেসব মোবাইলে বড় সফটওয়ার ইনস্টল হয় না তারা এর Lite version ইনস্টল করতে পারেন।

অনেক চেস্টা করেও বাংলা দেখতে পারি নাই

    চেষ্টা করার তো কিছু নাই, এমনিতেইতো বাংলা ওয়েব সাইট দেখা যায়, যেমন টেকটউনস।

Apni ki sure, Bangla dheka jabe?
Jodi dheka jah, tobe ki korte hobe?

    কিছুই করতে হবে না, শুধু ওয়েব পেজ খুলুন আর ব্রাউজ করুন।

UC browser এ বাংলা দেখা যায়না। তবে খুব ভালো browser

    আপনার ধারনা ঠিক না, আমি নিজেই গত দেড় বছর ধরে ব্যাবহার করছি।

Apnai jodi sure hon j bangla dekha jai,tobe kivabe dekha jai ta taratari bolen

যেসব ওয়েব সাইট বাংলা ইউনিকোডে লেখা সেসব ওয়েব সাইট অবশ্যই দেখা যাবে। আমি নোকিয়া ২৭০০ ব্যবহার করি, এটাতে কোন সমস্যা নেই। এমনকি যেসব মোবাইল সেটে বাংলা দেয়া নেই সেসব সেটেও দেখা যায়, যেমন এন ৭০। টেকটউনস, প্রথম আলো, কালের কণ্ঠ এসবই বাংলা ইউনিকোডে লেখা। আমি নিজে যেখানে ব্যাবহার করছি সেখানে তো কোন সন্দেহ থাকার কথা না। আমি চায়না মোবাইলেও ট্রাই করে দেখেছি, কাজ হয়।

try korbo …

যারা মন্তব্য করেছেন, যারা টিউনটিকে প্রিয়তে নিয়েছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশেষতঃ Farhan Abid কে, যিনি প্রথম মন্তব্য করেছেন। এরপর আপনারা আর কি কি মোবাইলের মাধ্যমে করতে চান জানান, খি আপনাদের জন্য কিছু করতে পারি কি না…..

    Level 0

    bhai bangla to dekha jaena…. Shob lekha charkona dekhae…akhn ki korbo??? Ami nokia E63 use korsi..

ভাই, আমি ইউ কে সিম্বিয়ান ব্রাউচার sisx অনেক আগ থেকে use করি। আপনার কথা মতো জাভা ফাইল সেট করলাম কিন্তু বাংলা দেখার কোন সমাধান পেলাম না। আপনার সেটে হয়তো বাংলা ফন্ট দেওয়া আছে। কিন্তু আপনি ছাড়া আর কেউতো বাংলা দেখতে পারলো না । তার চেয়ে বোল্ট ভাল, দেখুন https://www.techtunes.io/mobileo/tune-id/79007/

    ইউসি ব্র্বাউজারের তো সিমবিয়ান ফরম্যাটের ভারশনও আছে। নোকিয়া এন ৭০ তে বাংলা নাই। কিন্তু তারপরও বাংলা ওয়েব পেইজ দেখা যায়। আমি আমার বস্-এর মোবাইলে এই ব্রাউজার থেকে প্রথম আলো পত্রিকার ওয়েব পেজ খুলে দেখেছি। কোন সমস্যা নেই।

যারা বাংলা দেখতে পারেননি তারা কি ব্রাউজারটির ইংলিশ ভারশন ইনস্টল করেছেন না কি চায়না ভারশন? ইংলিশ ভারশন ইনস্টল করুন। ইনস্টল করার সময় country তে others অথবা India দিয়ে দেখুন তো, কাজ হয় কি না? কেউ বাংলা দেখতে পারলে দয়া করে জানাবেন।

    bangla jukto barno dekha jay na. barno gulo alada alada dekhay keno? please help me…

Apnar uc browser tar version koto?ami 7.8 use kori ata te bangla dekha jai na….apni ek kaj koren apni apnar software ta jekhan theke download korcen oi link ta den…

স্যামসাং E2510 হ্যান্ডসেটেও ইনস্টল দিলাম। বাংলা পড়া গেল। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। মনে হচ্ছে ‘ডাল মে কুছ কালা হ্যায়’। কোন একটা রহস্যময় কারণে একটা গন্ডগোল হচ্ছে, রহস্যটা আগে উদঘাটন করতে হবে।

Level 0

আমিও একই সমস্যায় আছি

amar symphony X121. jukto borno thikvabe asena.

kitu brother,

“Untrusted AP”
The application wants to sent information (HTTP). This will require the use of airtime which may cost you money. is this ok ?

Brother If ok it charge tk from my sim. how can i avoid it.