মোবাইলে বাংলা সাইট দেখুন এখন আরও সহজে বোল্ট ব্রাউজারে, ডাটা খরচ বাঁচান।

আস্সালামুআলাইকুম, আর নয় অপেরার মতো প্রচুর ডাটা খরচ। ওয়েবের বিষয়বস্তু দেখার জন্য বাংলা ফন্ট ইন্সটল করা হচ্ছে।

বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:

বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল
বোল্ট ইন্ডিক-এ ভারতীয় ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷

বোল্ট ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল: ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল-এর জন্য প্রম্পট
বিকল্প 2. ভাষা বদলান
ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷

বোল্ট বাংলা ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে
বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল
আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷

বাংলা ভাষায় বোল্ট ইন্ডিক দিয়ে টাইপ করতে খুবই ভাল লাগে এবং নিশ্চিত, সেই অভিজ্ঞতায় কোনো পরিবর্তন না হয়৷ বোল্ট ইন্ডিক-এর কীবোর্ড বাংলা ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনার ডিভাইসে বাংলা ভাষা ব্যবহারের অভিজ্ঞতা মনোগ্রাহী হয়৷
পাঠ্য কী ভাবে লিখবেন?

লেখার সময় বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কীবোর্ড বদলাতে "#" টিপুন৷ # টিপলে আপনার ইন্সটল করা বিভিন্ন ভাষার মধ্যে আপনার প্রয়োজনীয় ভাষা আপনি বেছে নিতে পারবেন৷ ভাষা বেছে নেওয়ার পর, অক্ষরগুলি লেখার জন্য কীবোর্ডের কী টিপুন৷
বোল্ট ইন্ডিক নিজে থেকেই বুঝে নেয় আপনার কোয়ার্টি কীবোর্ড না কি জেনেরিক মোবাইল কীবোর্ড এবং সেই অনুযায়ী লেখার সুবিধার জন্য অক্ষরের তালিকা প্রদর্শন করে৷ কীবোর্ডের কী টিপলে অক্ষর বাছাইয়ের তালিকা দেখতে পাওয়া যায়৷ তীর কী টিপে অথবা অক্ষরগুলির কী একাধিকবার টিপে টিপে আপনি তালিকা ব্যবহার করতে পারেন৷

হিন্দী বাছুন "#" কী 3 বার টিপে

"4" কী একবার টিপে

"9" কী চারবার টিপে

"2" কী দুবার টিপে

খোঁজার জন্য বাছুন টিপুন

খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়.

ও হ্যাঁ আ্পনি মিডিয়া ফাইলও এর মাধ্যমে চালাতে পারবেন।
ডাউনলোড করতে মোবাইল থেকে এখানে যান।
এটা আমার প্রথম পোস্ট। ভাল না লাগলেও প্লিজ কমেন্ট করবেন।

মোবাইলে বাংলা সাইট দেখুন এখন আরও সহজে বোল্ট ব্রাউজারে, ডাটা খরচ বাঁচান।

Level 0

আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভা্লবাসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম পোস্টেই তো ফাটায়ে দিলেন ভাই !! অনেক উপকারী জিনিস দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে প্রথম কমেন্ট করার জন্য।

ব্যাপক জটিল জিনিস। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই,,,

ভাইয়া লেখাটি একটু কষ্ট করে এডিট করুন ……………
আপনি বাংলা ভালো লেখতে না পারলে এখানে দেখুন http://www.somewhereinblog.net/banglawriting
ধন্যাবাদ জটিল জিনিষটি শেয়ার করার জন্য 😀

    ধন্যবাদ আইন্টাইন, কি করবো ভাই। নতুন তো তাই।
    আপনাদের দোয়া থাকলে আরো ভাল করতে পারবো।

Level 2

অনেক ধন্যবাদ। কাজে লাগল

    আসলেই কাজে লাগালেন, নাকি লাগাবেন। ধন্যবাদ আপনাকে।

অছাম… অছাম… অছাম… 😀

    অছাম কি জিনিস ভাই? এটা কি নতুন কোন সফ্টওয়ার।

চালিয়ে যান আমি আছি আপনার সাথে ।

    অন্তত এক জনকে আমার সাথে পেলাম। কিন্তূ আবার দুরে সরে যাবেন নাতো?

can't run bolt indic in my 7610…..it installs fairly, and also opens…..but after accepting the terms and conditions it hanged out on the loading status…..even after 30 minutes its still loading… 🙁

চমৎকার 🙂

আরো মজার খবর হলো যে গুগলের এড শো করে এই ব্রাউজারে

    গুগল যে কোথায় নেই, তাই বলুন। হয়তো কিছু দিন পর গুগল মানুষের জন্য ব্যাধিতে পরিণত হবে। সব চেয়ে মজার ব্যাপার হলো, এই ব্রাউজারে আপনি ওয়েব ভিডিও প্লে করতে পারবেন।

Level 0

এটা কি সিম্বিয়ান ( N Series ) মোবাইল এ কাজ করবে ???

    এটা জাভা এপ্লিকেশন। আশা করি আপনার এন সেটে সাপোর্ট করবে। ধন্যবাদ

koi ta browser use korbo re vai UC n opera n Default browser ..
ato brower use korle amr symbian phone e slow hoia jabe

    সবগুলো ব্রাউজার তো আপনি এক সাথে চালাচ্ছেন না /।। তাছাড়াও বাংলা সংবাদপত্র পড়তে অপেরার বিটমেপ ব্যাবহার করলে আপনার প্রায় 5 গুন ডাটা বেশি খরচ হবে, যা এই ব্রাউজারে হচ্ছে না।/ এখন নিশ্চয়ই বাংলা পড়তে Bolt Browser বেছে নেবেন…..

tar por o to kaj hocche na! Gotokal pray dui ghontar moto dekhlam 🙁 .
Kew jodi s60v2 device e bolt indic run korte paren, tobe amake rms.db file ti diye help korte paren. Apnar device er je drive e bolt indic install korchen, sei drive er SYSTEM folder er odheen MIDLET namok folder e thaka folder gulor jetate bolt er jar fille ti ache sei folder er rms.db fileti hocche bolt er "rms database". Bolt indic er jabotiyo data eikhane saved hoy. Jehetu existing rms.db file ti apnar personal data contain kore tai ei file ti send na kore notun ekti file toiry kore amay dite paren thick eibhabe:
>>prothome existed rms.db file ti apnar subidha moto directory te move kore nin.
>>eibar bolt indic browser ti run korun. Dekhben browserti prothombarer moto kore TOS page load korche, accept kore home screen load howar por exit korun. (konovabei amar home screen dekhar shovaggo amar hocche na, er agei hang hocche. Tai apnader kache ei abdar rakha)
>>ekhon sei directoryte giye dekhben notun ekti rms.db file toiry hoiche. ei file ti-i amar proyojon. Eti apnar pochondo moto directory te move kore nin. Pore ei file ti apni amake send korben.
>>ekhon apnar age theke move kore rakha file ti jothastane firiye anun. eibar bolt indic open kore dekhun, sobkichu ager moto paben.
>>notun rms.db file ti, jeti apni pore soriye rekhechen ta amake deyar jonno songrockkon korun.

File ti uploade diye download link ti amake janiye dite paren.
Or, chaile emaileo dite paren, sei khetre ei commenter pore comment diye janale ami amar email id janiye debo.

Thanks in advance.

Level 2

জোস একটা টিউন…টিউনারের কাছ থেকে আর ও টিউন আশা করছি…শুভেচ্ছা সহ ধন্যবাদ

Level 3

আমি আমার নকিয়া 5233 তে বাংলা নিয়ে বহুত ঝামেলায় ছিলাম। ফন্ট ইনস্টল করার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে। তবে অপেরা দিয়ে বাংলা দেখতাম। তাতে ডাটা ইউজেস ও সময় বেশী ব্যয় হত। বর্তমানে এই ঝামেলা হতে মুক্ত।

    আপনি উপকৃত হয়েছেন জেনে ভাল লাগলো। আসলেই এটা বাংলা মোবাইলের জগতে একটি টপ ব্রাউজার। কিন্তু যথার্থ বাংলা ফন্ট সেট করার সাফল্য যে কবে আসবে কে জানে। টপ টিউনাররা যদি এ ব্যাপারে কাজ করতেন, তাহলে সবাই উপকৃত হতো।

অসম্ভব সুন্দর একটি পোষ্ট থ্যাংস ব্রাদার!!!

Level New

uc browser a bangla dekha jabe ? ? ? ami nokia C5-03 use kori . plzzz help korun

uc brawser a bangla dhekar jonno amio khub try kortesi. Kintu parsi na. Apni parle amake janaben. Apni Bolt indic use korte paren.

Level New

thnx a lot boss

কি ভাই কোথায় হারিয়ে গেলেন ? সেই কবে আপনার টিউনটা দেখেছি এর পরে আর খবর নাই । আর টিউন করবেন না নাকি ?