আস্সালামুআলাইকুম, আর নয় অপেরার মতো প্রচুর ডাটা খরচ। ওয়েবের বিষয়বস্তু দেখার জন্য বাংলা ফন্ট ইন্সটল করা হচ্ছে।
বাংলা ভাষায় লেখা পাঠ্য পড়ার জন্য বা পাঠ্য লেখার জন্য প্রথমবার ডিভাইসে ফন্ট ইন্সটল করতে হয়৷ তিনটি সহজ ধাপে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়৷ ফন্ট তিন ভাবে ইন্সটল করা যায়৷ বোল্ট ইন্ডিক দিয়ে আপনার মোবাইলে ভাষা ইন্সটল করার ধাপগুলি নিচে দেওয়া রয়েছে:
বিকল্প 1. ফন্ট স্ব-ইন্সটল
বোল্ট ইন্ডিক-এ ভারতীয় ভাষা ব্যবহারকারী কোনো ওয়েবসাইট যখন প্রথম খোলা হয়, সেটি মোবাইল ব্যবহারকারীকে প্রয়োজনীয় বাংলা ফন্ট ইন্সটল করতে বলে দেয়৷
বোল্ট ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল: ইন্ডিক ফন্ট স্বয়ং-ইন্সটল-এর জন্য প্রম্পট
বিকল্প 2. ভাষা বদলান
ব্যবহারকারী যখন বোল্ট ইন্ডিক-এর ডিফল্ট ভাষা বদলান তখন সংশ্লিষ্ট বাংলা ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়ে যায়৷
বোল্ট বাংলা ভাষায় ব্যবহারকারী ইন্টারফেস প্রদর্শন করে
বিকল্প 3. ম্যানুয়াল ইন্সটল
আপনার ডিভাইসে বোল্ট ইন্ডিক খুলুন এবং মেনু>পছন্দসই-তে যান৷ পছন্দসই-তে স্ক্রোল করে নিচে ফন্ট ইন্সটল করুন-এ যান এবং সেটিকে বাছুন৷ ফন্ট ইন্সটল করুন স্ক্রীনে আপনি যে ফন্টটি ইন্সটল করতে চান, সেটিকে বাছুন৷
বাংলা ভাষায় বোল্ট ইন্ডিক দিয়ে টাইপ করতে খুবই ভাল লাগে এবং নিশ্চিত, সেই অভিজ্ঞতায় কোনো পরিবর্তন না হয়৷ বোল্ট ইন্ডিক-এর কীবোর্ড বাংলা ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আপনার ডিভাইসে বাংলা ভাষা ব্যবহারের অভিজ্ঞতা মনোগ্রাহী হয়৷
পাঠ্য কী ভাবে লিখবেন?
লেখার সময় বাংলা ফন্ট ব্যবহার করার জন্য কীবোর্ড বদলাতে "#" টিপুন৷ # টিপলে আপনার ইন্সটল করা বিভিন্ন ভাষার মধ্যে আপনার প্রয়োজনীয় ভাষা আপনি বেছে নিতে পারবেন৷ ভাষা বেছে নেওয়ার পর, অক্ষরগুলি লেখার জন্য কীবোর্ডের কী টিপুন৷
বোল্ট ইন্ডিক নিজে থেকেই বুঝে নেয় আপনার কোয়ার্টি কীবোর্ড না কি জেনেরিক মোবাইল কীবোর্ড এবং সেই অনুযায়ী লেখার সুবিধার জন্য অক্ষরের তালিকা প্রদর্শন করে৷ কীবোর্ডের কী টিপলে অক্ষর বাছাইয়ের তালিকা দেখতে পাওয়া যায়৷ তীর কী টিপে অথবা অক্ষরগুলির কী একাধিকবার টিপে টিপে আপনি তালিকা ব্যবহার করতে পারেন৷
হিন্দী বাছুন "#" কী 3 বার টিপে
"4" কী একবার টিপে
"9" কী চারবার টিপে
"2" কী দুবার টিপে
খোঁজার জন্য বাছুন টিপুন
খোঁজার ফলাফল প্রদর্শিত হয়েছে বাংলায়.
ও হ্যাঁ আ্পনি মিডিয়া ফাইলও এর মাধ্যমে চালাতে পারবেন।
ডাউনলোড করতে মোবাইল থেকে এখানে যান।
এটা আমার প্রথম পোস্ট। ভাল না লাগলেও প্লিজ কমেন্ট করবেন।
মোবাইলে বাংলা সাইট দেখুন এখন আরও সহজে বোল্ট ব্রাউজারে, ডাটা খরচ বাঁচান।
আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভা্লবাসি
কি ভাই কোথায় হারিয়ে গেলেন ? সেই কবে আপনার টিউনটা দেখেছি এর পরে আর খবর নাই । আর টিউন করবেন না নাকি ?
প্রথম পোস্টেই তো ফাটায়ে দিলেন ভাই !! অনেক উপকারী জিনিস দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।