সিমবিয়ান হ্যাকিং [পর্ব-২] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট !

সিমবিয়ান হ্যাকিং

কি টিউনের টাইটেল দেখে নিশ্চই অবাক হচ্ছেন? প্রথম প্রথম আমিও হয়েছিলাম 😛 । এখন আর সার্টিফিকেট পাওয়া যায় না (টাকা ছাড়া)। তাই সার্টিফিকেট এর কারণে অনেকেই খুব টেনশনে আছেন। কারণ তারা কেউই তাদের ফোনে ক্রাক করা আনসাইনড এপ্লিকেশনগুলি ইন্সটল করতে পারছেন না। ফলে অনেক ভাল ভাল এপ্লিকেশগুলিও ব্যবহার করতে পারছেন না। আর আপনাদের সেটগুলি হ্যাক করা না থাকার কারণে আমার বেশিরভাগ টিউনই বিফলে যায় 🙁 । টেনশনের পালা শেষ এবার শুরু করা যাক ...

আমি সিমবিয়ান হ্যাকিং নিয়ে এটি ছাড়াও আরও বেশ কয়েকটি টিউন লিখব। তাৎমধ্যে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ এবং সহজবোধ্য।

এই পদ্ধতিটি সকল প্রকার সিমবিয়ান হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য।

অর্থাৎ S60 V3, V5, S^3, Symbian Anna, Symbian Belle সবগুলিতেই এই পদ্ধতি খাটবে 🙂 ।
শুধুমাত্র S60 V1 এবং V2 ছাড়া কারণ S60 V1, V2 কে হ্যাক করার প্রয়োজন নেই।

আপনার হ্যান্ডসেটটি সিমবিয়ান এর কোন এডিশনে চালিত তা দেখার জন্য এই টিউনটি দেখুন।

প্রয়োজনীয় ফাইল ডাউনলোডঃ

প্রথমে নিচের ফাইলগুলি ডাউনলোড করে নিন-

হ্যাকিং-

১। আপনার ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে "Mass Storage" মুডে কম্পিউটারে কানেক্ট করুন। যাদের ডেটা ক্যাবল নেই তারা মেমোরী কার্ডটি খুলে কার্ড রিডারের সাহায্যেও এটি করতে পারেন।

২। এরপর "Quarantine" ফাইলটি ডাউনলোডের পর রাইট বাটন করে Extract করুন। এবং Extract কৃত "Private" ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন।

৩। ডাউনলোডকৃত "DR. Web Antivirus 6.00 Signed" এবং "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইল দুইটিও আপনার মেমোরীকার্ডে কপি করে নিন।

৪। আপনার ফোনটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন।

৫। এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজারের সাহায্যে "DR. Web Antivirus 6.00 Signed" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন।

৬। ইন্সটল শেষে "Dr. Web" এপ্লিকেশনটি চালু করুন। "No Valid Key File Found" নামের একটি ম্যাসেজ দিবে Cancel করুন এবং Options থেকে Quarantine এ ক্লিক করুন।

৭। এখন Options এ গিয়ে Select All এ ক্লিক করুন। এরপর পূণরায় Options এ গিয়ে Restore এ ক্লিক করুন।

৮। Exit করে বের হয়ে আসুন এবং "Dr. Web" এপ্লিকেশনটি আপনার ফোন থেকে আনইন্সটল করে দিন।

৯। এরপর "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন। ইন্সটল শেষে ROMPatcher+ এপ্লিকেশনটি চালু করুন। এবং Options > All Patches থেকে Apply তে করুন। অথবা Install Server RP+ এবং Open4all RP+ প্যাচদুটিতে ট্যাপ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিন।

১০। এরপর Options এ গিয়ে Patch দুটিকে Add to Auto তে দিয়ে দিন। (যাতে ফোন অন অফ করলেও পূণরায় Patch গুলিতে টিক দিতে না হয়)

ব্যাস এখন আপনার ফোনটি সফলভাবে হ্যাক হয়ে গিয়েছে। 😀 এখন আপনি আপনার ফোনে ইচ্ছামত যেকোন সাইন/আনসাইন/ক্রাক/রিপ্যাক সকল প্রকার এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।

সফল হলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন

----------------------------------------

নোটঃ যদি কারো টিক চিহ্ন না হয়ে ক্রস চিহ্ন আসে তাহলে সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] টিউনটি দেখুন।-

--------------------

ধন্যবাদ- "সাইফ খান সোহান" "DreamStrikes.com" এবং "Symbian-Coderus"কে।

---------

বিশেষ দ্রষ্টব্যঃ আগের পদ্ধতিটি শুধুমাত্র কয়েকটি ফোন ছাড়া অনেকের ফোনেই কাজ করেনি। সবাই মন্তব্যের মাধ্যমে জানানোর পরেও আমার ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় অনলাইনে আসতে পারিনি এবং টিউনটি আপডেট করতে পারিনি। এজন্য আমি অত্যন্ত দুঃখিত।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

restore korte gele bole j file already exist.
Restore hocche na :'(
Ki korbo?

bai amar n70 ta monay hoy kaj korba na. 2ti soft ai .sisx format ar.

সাইফুল ভাই, কোন কোন প্লাটফর্মে কাজ করবে তা একটু ডিটেইলস জানান।

আর আরেকটি ব্যাপারঃ স্টীভ জবস এর মৃত্যুতে টিটিতে তার সম্বন্ধে কোন ষ্টিকি পোষ্ট না দেখে খুব অবাক হচ্ছি। আপনি মডারেটর বলে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ

    @মাকসুদ: টিউনটি আপডেট করা হয়েছে। পূরণায় পড়ুন। 🙂

    আর স্টীভ জবসকে নিয়ে টিউন স্টিকি + নির্বাচিত করা হয়েছে। ধন্যবাদ।

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটির জন্য।আমার অনেক কাজে লেগেছে এইটা।অনেক দিন থেকেই নকিয়া এন ৮৬ ভারসন ৩০ হ্যাক করার চেস্টা করছিলাম।কিন্তু পারিনি।আপনার পদ্ধতিতে কাজ হয়েছে ।আবারও ধন্যবাদ।

Level 0

ata ki symbian os j kono mob ar jonno???

vaiya restor kora jaina r RomPatcherPlus_3.1 soft ta unsigned soft kaj hocche na

Level 0

restore korte gele bole j file already exist.
Restore hocche na :’(
Ki korbo

Level 0

আমার টা nokia e75 তাই কি হবে না .যদি না হয় তাহলে টাকা দিয়ে certificate পাওয়া যাবে এমন একটি web address kindly দেবেন

    @shila: Apnar set e ekdm shohoje hack hobe. Apnar Umu mobile security, rom patcher plus 3.1 and installserver934.exe gula lagbo. E nia Ekta tune korle bujhte parten.

🙂 বেশ হচ্ছে…

red cross কি করব বলেন

Level 0

নোকিয়া N85 ( firmware version 31.002 ) এ নরটন সিম্বিয়ান হ্যাক এই সফটওয়্যার টি ইন্সটল হয় । কিন্তু restore all অপশন এ ঢুকলে Restore failed : File all ready exists এই ধরনের এরর মেসেজ দেখায় । আর রম প্যাঁচার এই সফটওয়্যর টি ইন্সটল হচ্ছে না । cetificate error এই মাসেজ টি শো করছে 🙁

bhai eto tuku korle to hobe na. Aaro kichu kaj baki ase.

ভাই সাইফুল ইসলাম অনেক কমেন্ট পেলেন । অনেক সমস্যা শুনলেন কিন্তু উত্তর দিলেন না। এইটা খুব কষ্ট দায়ক। আমিও চেষ্টা করেছি, কিন্তু Restore fail. file already exists দেখায়। যদি পারেন সমস্যার সমাধান করে দেন। ভাল থাকবেন। আর টিউন করার জন্য ধন্যবাদ।

    @গাজী মোঃ ইয়াছিন: অমি অত্যান্ত দুঃখিত ভাই। আমার ব্যক্তিগত কিছু কাজের চাপের কারণে নেটে আসতে পারিনি। এখন টিউনটি আপডেট করা হয়েছে। পূরণায় চেষ্টা করে দেখুন। 🙂

Level 2

djsalman69 ভাইয়ের মতো আমারও একই সমস্যা। আমার Nokia C 5-00। সমাধানের অপেক্ষায় রইলাম

ধন্যবাদ ভাই। আমার ৫৩২০ হ্যাক হয়েছে। অনেক methoঅ্যাপ্লাই করার পর এই method কাজ করল !

vi dr web anti virus expired..Ki karbo..?

“DR. Web Antivirus 6.00 Signed” ফাইলটি মেমোরী কার্ডে ইন্সটল করার পর সিরিয়াল চায়। সিরিয়াল কী না দিলে কাজ করছে না।

Level 0

সেট হ্যাক করলে কি nokia এর warranty পাওয়া যাবে?

Level 0

Nokia C5-03 এর কাস্টম ফার্মওয়্যার টিউনটির জন্য অপেক্ষা করছি।

    @nucleus: এটির কাষ্টম ফার্মওয়ার নাও পেতে পারেন। তবে পরবর্তী টিউনগুলিতে আমি কার্ষ্টম ফার্মওয়্যার কিভাবে তৈরী করতে হয় তা শেখাব। 🙂

Level 0

x লেখা আসে ।

Level 2

x লিখা আসে পরের টিউনের আশায় আছি।

যে যাই বলুক ভাই
মোবাইলের রোগ-ব্যারামে আমি
সাইফুল মিয়ারেই চাই………..
সাইফুল দ্যা গ্রেট…………….

Level 2

সাইফুল ভাই Nokia 6300/3110 এর কাস্টম ফার্মওয়্যার পাওয়া যায়? গেলে Please শেয়ার করবেন।
ধন্যবাদ ।

vai, amar E66.
Rompacher open korle “sys/bin/pacher* LDD Not found! Show kore.
R. Option 2T tik deoa jayna. Cross dekhay.

saiful vai@ aawaj den.

    @ফয়েজুল ইসলাম: কমিপউটারে আপনার মেমোরী কার্ডটি লাগিয়ে পূণরায় “Quarantine” ফাইলটি এক্সট্রাক্ট করে “Private” ফোল্ডারটি কপি করুন। তারপর পূণরায় ৬নম্বর ধাপটি সম্পন্ন করুন। আশা করি কাজ হবে।

saiful vai c5-00.2 er jonno cfw den vai onek upokar hobe. Ei porjonto hacking niya joto tune hoise kono tai amar mobile e kaj kore nai

    @rishad12345: এটির কাষ্টম ফার্মওয়ার নাও পেতে পারেন। তবে পরবর্তী টিউনগুলিতে আমি কার্ষ্টম ফার্মওয়্যার কিভাবে তৈরী করতে হয় তা শেখাব। তখন নিজেই কাষ্টম ফার্মওয়্যার তৈরী করতে পারবেন 🙂

Level 0

amar taw c5-00 ami o kaj korte parlam na. joto bar kori toto bar option a gie quarantine select korle bole no data ki korbo?

@zakir1511 vai fast e apni koren apnar c5 diye hoile tarpor janan.er por ami korbo.hat betha korte se 1 e kaj korte korte

x লেখা আসে

vai next tune ta aktu tara tari koren.amr o red cross ase.

mashalla

Thnx To Dear beloved Saiful Vai 🙂 Keep good Tunning always……..R HAaa CFW r next Tune r jnno to still wait krtec vai…Best of luck 🙂

vaia apni eibar o amar n82 rm-313 er jonno CFW koi pabp ta bollen naa…rag korbo kintu,,,,

    @fazal mahmud hassan: এটির কাষ্টম ফার্মওয়ার নাও পেতে পারেন। তবে পরবর্তী টিউনগুলিতে আমি কার্ষ্টম ফার্মওয়্যার কিভাবে তৈরী করতে হয় তা শেখাব। তখন নিজেই কাষ্টম ফার্মওয়্যার তৈরী করতে পারবেন

Level 0

ভাই,আপনার টিউনটি ভাল লাগল
।আসলে আমার নোকিয়া এন ৮ এ ফন্ট চেঞ্জ করার flipfront সফটওয়্যার টি সাপোর্ট করছে না। যদি কোনো উপায় জানাতে পারেন তাহলে খুশি হব। অনেক দিন ধরে চেষ্টা করছি। Flipfront doesn’t support in your mobile
শো করে।

Level 0

এই প্রথম আমার e75 set hack করতে পারলাম আপনার পদ্ধতি প্রয়োগ করে many many thanks

ভাই আমার নোকিয়া ৬১২০ , এখানে কাজ করছে না।

কাজের টিউন আর সবচেয়ে বড় কথা তোমার টিউন গুলু এতই সাবলিল হয় যে বুঝতে বা করতে খুব একটা অসুবিধায হয় না।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটি উপহার দেয়ার জন্য।
**আমার x6 এর জন্য ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফট দরকার ছিল সংগ্রহে থাকলে আশা করছি শেয়ার করবা।

    বি,দ্রঃ-আমার c7 nokia মোবাইলের f-secure/anti-theft সফটের পাসওয়ার্ড ভুলে গেছি এখন মোবাই রি-ইষ্টার্ট করার পর আর খুলতে পারছিনা,পাসওয়ার্ড চায় এখন আমি কিভাবে ইহা খুলতে পারি।

      @আতাউর রহমান: যদি আপনার সিকিউরিটি কোডটি জানা না থাকে বা সিকিউরিটি কোড ভুলে যান তাহলে এই পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

      (ক) প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন।
      (খ) এরপর আপনার ফোনের Red বাটন Green বাটন এবং Camra বাটন একসাথে চেপে ধরুন।
      (গ) বাটনগুলি ছেড়ে না দিয়েই আপনার ফোনের পাওয়ার অন করুন।
      (ঘ) নোকিয়ার হ্যান্ডসেক এনিমেশন সো করা পর্যন্ত বাটন তিনটি ছেড়ে দেবেন না।
      (ঙ) হ্যান্ডসেক এনিশেনটি সো করলে বাটনগুলি ছেড়ে দিন

    @আতাউর রহমান: আমি সহজে বুঝানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। 🙂

      Level 0

      @সাইফুল ইসলাম: siful vai apnar onno ekti post e ami im too dvd converter er serial gulo keno kaj korche na jante chaichilam, asha korbo ager moto abar sohayota korben. ei tune ti khub valo amar ek friend er kaje legeche.

Level 0

সাইফুল ভাই , রম পেঁচার তো ইন্সটল হয় না । certificate error 🙁

    @djsalman69: পূণরায় প্রথম থেকে চেষ্টা করুন ভাই। যদি না হয় তাহলে পরের টিউনগুলির জন্য অপেক্ষা করতে হবে 🙁

KOEK BAAR CHESTA KORLAM, but KAAZ HOLO NA…..
ROMPatcher D A patch KORLEY “Install Server RP+” A LAAL cross ASHEY. 🙁
KI KORBO?
model : E63

quarantine a kichu show kore na and kono option ase na,
amar nokia e71 phone, firmware updated.
ata ki hack kora possible.
jodi possible hoi janaben
thx

    @mostak ahmed: প্রথমে Dr. web Anti Virus টা ইন্সটল করেন তারপর কম্পিউটারে আপনার মেমোরী কার্ডটি লাগিয়ে ” Quarantine ” ফোল্ডারটি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করুন এবং ” Private ” ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন। কম্পিউটার থেকে মোবাইল ডিসকানেক্ট করে তারপর Anti-virus থেকে রিষ্টোর করার চেষ্টা করুন। আশা করি আর No Data দেখাবে না।

LOLZZZZZZ…..kaj hoise Saiful vai….apne ja kortasen….protidin e akta kore tune dile khub e valo hoy…amar ak vai er N96 e upore formula use korsi…2min ei kella fote!!!….hats off to you…

    @Ahmed_ronok: জেনে ভাল লাগল যে করতে পেরেছেন। আর হ্যা আমি কিন্তু নিয়মিতই টিউন করার চেষ্টা করি কিন্তু লেখাপড়ার জন্য করতে পারি না 🙁

Level 0

আমার Noika C5 এ কাজ হয়েছে । সাইফুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ

rom patcher ar install server a cross ashe. plssssssss poroborti tune ta early dila valo hoi

Level 0

ভাই আমার E71 rom pather এর উপরের টা cross আসে

Level 2

Saiful bhai, apnar chain tune gulo onek sundor hoy. iPhone niye j chain tune suru korsilen seta bondho hoye gese. apnar iPhoner tune gulo SUPERB…plz, iPhone niye abar tune kora suru koren . onek kisu jante parbo….valo thakben bye

    @Shuvro333: ধন্যবাদ ভাই। আমার নিজস্ব কোন আইফোন নেই। তাই আইফোন নিয়ে ইচ্ছা থাকলেও বেশি কিছু লিখতে পারি না। তবে আইফোন কিনলে অবশ্যই আবার শুরু করে দিব 🙂

Level 0

yes dirgho din kaj sese ami amar phn ti c5-00 sofol vabe hack korte parlam. tnx saiful vai tnx…………………………………………………………………………………

ধন্যবাদ সাইফুল ভাই আপনার রিপ্লাই এর জন্য। আপনার পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম। আরেকটা কথা ডাঃ ওয়েব এবং রম প্যাচার + কাজ শেষে কি আনইনষ্টল করা যাবে ? আমি নেটকুইন ‍এন্টি-ভাইরাস ব্যবহার করতে চাই। আপনার পরীক্ষা কেমন হলো ?

    @ইমতিয়াজ উদ্দিন পারভেজ: কাজ শেষে আপনাকে শুধুমাত্র ডাঃ ওয়েব এন্টিভাইরাসটি আনইন্সটল করে দিতে হবে। “রম প্যাচার” কখনোই আনইন্সটল করবেন না। র‍্যাম পাচ্যার থাকা মানেই সেটটা হ্যাক করা আছে। না থাকলে আনহ্যাক হয়ে যাবে। আর আপনি হ্যাকের আগে হোক পরে হোক যেকোন এন্টিভাইরাস ইন্সটল করতে পারবেন।
    পরীক্ষা বেশ ভালই হয়েছে 🙂

vaire koto try korlam amr set tai hack holona r sobar ta hoy.jokhon shuni karo ta hack hoy mon tai kharap hoye jay.tk diye ki akta set kinlam ja hack e holona.vai next tune er wait khaiteci.jodi tateo na hoy r try korbona hack er.bar bar hack er system dekhe khushi hoye pore mon kharap kore thakte r valo lagena.amr ta 6120c set. Version 6.51.

@https://www.techtunes.io/tuner/saifulmd_0/
আপনার পরীক্ষা আর টিউনাররা অপেক্ষা করছে বিধায় দিলাম নাইলে দিতাম না।

    @ইমতিয়াজ উদ্দিন পারভেজ: আপনি এত সংকোচবোধ করছেন কেন? আপনি লিংকটি দিয়ে উনার উপকার করেছেন এতে আমি খুশিই হয়েছি।

    আমি স্বার্থ নিয়ে টিউন করিনা। আমি চাই সবাই উপকৃত হোক।
    আশা করি বুঝতে পেরেছেন।
    ভাল থাকুন। ধন্যবাদ। 🙂

Level 0

Nokia C5 00 DR Web antivirus setup dile certificate problem dakay .

    @Sam: Application manager থেকে Installation sett. থেকে Software installation থেকে All নির্বাচন করুন। এরপর চেষ্টা করে দেখুন। আশা করি সফল হবেন।

Level 0

red cross!!! 🙁

আমি সফল ভাবে হ্যাক করতে পারলাম। 😀 😀

Level 0

shaiful vai amar sony ericsson u1..ati 5 edition ar..hack korte onek chesta korlam but parlam na.Dr.web antivirour ta install hoi na kintto rompatcher ota install hoi..akhon ami ki korte pari..pls.help me help me.

    @julhass: সরাসরি Rompatcher ইন্সটল হলে তো আরও ভাল। আপনি এপ্লিকেশনটি চালু করে প্যাচ দুটি এপ্লাই করুন এবং অপশন থেকে অটো তে নিন।

    আর ইচ্ছামত সফট ইন্সটল করুন।

Level 0

কাজ হয়েছে। 🙂

ভাই আপনার প্রতি কৃতগ্যাতা প্রকাশ করছি, আমার ৫২৩৩ তে হয়েছে, এখন application setup এর বাধ ভাঙ্গা স্বাধিনতা ।

Level 0

atateo kaj hoy na ;(

Level 0

@saiful……akhane agei comment kore rakhsi …ata die kaj hocche na 😐

vai e63 ta ki ei system kaj korbe???

ldd not found??????

    @ধোঁয়াটে বরফ: কম্পিউটারে মেমোরীকার্ডটি লাগিয়ে পূণরায় Private ফোল্ডারটি কপি করুন। তারপর Rompatcher চালু করুন। আশা করি সফল হবেন।

Nokia E5 মোবাইলে drweb > option > Quarantine নির্বাচন করার পর patcher,*****,****** ফাইলগুলো Show করে না। এখন উপায়?

Level 0

dhonnobaad……..:-)

সাইফুল ভাই অনেক ধন্যবাদ …আট মাসে কত চেষ্টা করলাম ……শেষ পর্যন্ত আপনার এই টিউনে কাজ হল……রিয়েলি আপনি জিনিয়াস…
LCG Photobook key এর কোন ব্যাবস্থা আছে??? অথবা crack ???

আচ্ছা ভাই সাইফুল nokia x6 এ youtube থেকে ভিডিও ডাউনলোড করার কোন সফটকি সংগ্রহে আছে আমার যে ভাই বড়ই দরকার।

Level 0

vaia Sony Ericsson vivaz ai DR. Web Antivirus 6.00 Signed” software instal hoia show kartacha

na saiful vaia…..akta solution den vaia…….

    @Amit114: নোকিয়ার সিমবিয়ানগুলাতে তো ঠিকই ইন্সটল হয়।
    আপনি দয়া করে techtunes.io/mobileo/tune-id/73776/ টিউনটির পদ্ধতিটি অনুসরণ করে হ্যাক করার চেষ্টা করুন। আশা করি সফল হবেন।

OK good 1000% working by by

bai amr Nokia 5233 ta Dr.Web install korar por option galay quarantine a click korla no data leka utca………..ki korbo bolen……

    @Srabon_Islam: ফাইলগুলি ঠিকমত কপি করতে পারেননি মনেহয়।
    পূণরায় ভাল ভাবে চেষ্টা করে দেখুন।
    আশা করি সফল হবেন।

ভাই, আমি একটা ঝামেলায় পড়েছি। আইফোন সম্পর্কে আমার ধারণা একেবারেই সীমিত। আপনার কাছ থেকে সহযোগীতা চাচ্ছি। সমস্যায় পড়েছি আমার চাইনিজ আইফোনটি নিয়ে। এটায় সব ধরণের অডিও ভিডিও ফাইল চালাতে পারি না। অপেরা মিনি ইনস্টল কিভাবে করতে হয় জানি না। সেই সাথে অন্যান্য সফটওয়্যার যেমন- গেম ইত্যাদি কীভাবে ইনস্টল করতে হয় জানালে উপকৃত হব।

    @Pantho Shrabon: অরিজিনাল আইফোন আর চায়নিজ আইফোনের মধ্যে আকাশ জমিন পার্থক্য।

    চায়না আইফোনগুলি এরকমই।

ফোন রিস্টার্ট করলে আবার আগের মত হয়ে যায় এবং আনসাইন্ড app গুলা উধাও হয়ে যায়। 🙂

    @শোভন: Rompatcher থেকে প্যাচগুলি এপ্লাই করার পর অপশন থেকে Auto তে নিয়ে নিন। তাহলে এই সমস্যা হবে না।

Level 0

As salamu alikum.Saiful bai balo asan.Bai ami pagol hoya galam.amar nokia n82 (05.01)(v35.0.002) RM-313.bai ami 2mash jabot shara rat tri korsi nokia n82 ta parsi na.””DR. Web Antivirus 6.00 Signed” ৬। ইন্সটল শেষে “Dr. Web” এপ্লিকেশনটি চালু করুন। “No Valid Key File Found” নামের একটি ম্যাসেজ দিবে Cancel করুন এবং Options থেকে Quarantine এ ক্লিক করুন।

৭। এখন Options এ গিয়ে Select All এ ক্লিক করুন। এরপর পূণরায় Options এ গিয়ে Restore এ ক্লিক করুন।

akhon bai install koarasi open korar por 6 and 7 agolo kono keso nai amar phonea. Tarpor “RomPatcherPlus_3.1_LiteVersion” install korasi open korla bola /sis/bin/patcher..LDD Not Found..Ar red crose ar jonno apnar সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] :: ১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট ! (Red Cross সমস্যার সমাধান)ata kora ci shakhana installserver.exe file te apni c/sis/bin a cpy korta bolasan kento shakhana c/sis/ asa (bin) nai.ke korbo pls pls bolan .bai ami pagol hoyta si.atar jonno maja maja mona hoi amarphone ar na hola amar matha fatai.bai akta shomadan dian pls pls.bai ata jodi na paran ta hola apnar home adress dan phone number dan ami apnar akhana jabo pls pls HELP ME.My yahoo adpls pls.ami apnar jonno wait korta si dorkar hola pora lekha Off kora dia shara din rat Computer nia bosha thakbo Apnar jonno.PLS PLS

Level 0

Ami apnar jonno akhon thaka WAIT kora shoro korlam

Level 0

Bai ababa jodi Help na korta paran ta hola apnar home adress dan /phone number dan ami apnar akhana jabo pls pls HELP ME.My yahoo Add ([email protected])PLS PLS keso akta kora dan bai.bai Mind korban na pls pls

Level 0

AS salamu alikum.bai (https://www.techtunes.io/mobileo/tune-id/91018/) ai Id dia amar NOKIA N82 ta kaj hoisa Ami hack korta parci.bai apnadar ke bola ja thanks dibo.Tarpora apnar jonno 1000000000000000000000000 Rasg Golapar shubachs.THAK U THANK U.Amr janan ke mona hocca apnaka amar kada tola Naci.

bhai amar nokia c5-03 dr. web hoy kintu rom pather no data ashe

Level New

আরাফাত ভাই আপনি NortonSymbianHackLDD এটা ডাউনলোড করে হ্যাক করেন । এক সুযোগেই হ্যাক হয়ে যাবে । আমারও নোকিয়া সি৫-০৩ আছে আপনার মত সমস্যা হচ্ছিল আমি নরটন দিয়া হ্যাক করসি । dr. ওয়েব দিয়ে হই নাই ।

Level 0

vai! amr e65 ki dosh korlo? pray 4-5 ghonta chesta koreo parlam na! dr.web e quarantine e kichu ase na,,,,

🙁 🙁

hack korte parsi bt kno signed software to open hoy na .

Level 0

nokia n95 8gb (V 35.0.001 RM – 320) hack hoy na apnar ei system korci sob tik moto hoise but jokhon ttpod install korar por system error dekhai akn ki korbo?? PLZ help me bro…plz

Vai amarta nokia belle shob thik ase but Dr. web install korte gele bole “unable to install component is built-in” please please please Help me.

Vai amarta nokia belle shob thik ase but Dr. web install korte gele bole “unable to install component is built-in” please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please please Help me.

Level 0

quarantine file ta download hocsena.

Level 0

এইবার সান্তি পাইলাম হেক কইরা। মিস্টি দিলাম আবার। কোথায় যেন QT সহকারে হ্যাক একটা পোস্ট দেখেছিলাম। জানা থাকলে দিয়েন তো ।

Dr. Web Antivirus থেকে যখন Quarantine যাই তখন আপনার ৬নং অপশনের ১ম ছবির ডান পাশের C:/sys/bin/patcher লেখাগুলির মত কোন অপশন আসেনা। তাই আমি আর সামনে এগুতে পারিনা। এখন কি করতে পারি।

Level 0

Bhai salam ni ban. Koi ak din age ami amar mobile safol babe hack kari. Kintu hack korar koi ak din por ami amar mobile formed di(*#7370#). Ar por take certificket error problem ta abar hosse. Takon ami mone korlam abar hack korte hobe tai ami ager niome kaj chalalam kintu kaj hosse na. Quarantine a file 3ti ase na, no data lika ute. Please help korun.

AMR QUARANTINE SELECT KORAR POR R KISU ASEE NA(NO DATA). NOW WHAT CAN I DO?

ভাই আমি কিছুতেই সেট হ্যাক করতে পারছি না
আমার ফোনের ডিটেইলস হচ্ছে—
Nokia N86 8MP
SW Version– 30.009
T y p e – – Rm-484
প্লিজ কিছু করেন।
কেউ যদি Chittagong এ থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করেন।

tnx vi

Level 0

VAI Please help me …… Ami Nokia N73 use kori amar sat hack korta partasina (Quarantine এ ক্লিক করুন।) ai ta click korla amaka dakhay “”””no data”” Please healp me…… plz… plzz… plzzz

Level 0

Vai Amar Nokia N73 mobile a bin file ta nai kano bujhtasina Help me please,,,,,…. Ammi amar sat ta restore oo disi… kintu kaj hoy na…..

Level 0

(“””Options থেকে Quarantine এ ক্লিক করুন।””” আমি এটা Click করার পর আমাক দাখাস্সা ” No Data” এখন কি করব ভাই তারাতারি বলুন আমি খুব বিপদ আছি .

Level 0

অবসেসা করতা পারলাম.. কিন্তি এখন তো আর Sisx ফাইল Install হয়না আর … আমি Nokia N73 use করি ateta কিভাবে Skype, Or Fring use korbo? পারতাসিনা অনেক চেষ্টা করসি এই tune তার help o নিসি কাজ হয়না… আমকা একটা সমাধান দেন প্ল্জ্জজ্জ্জ্জ https://www.techtunes.io/download/tune-id/47270#comment-324724

vai ami nokia 5233 use kori but ami hack korte partesi na , plz amake help koren .

Level 0

vai. amar phone FP2. ai trick a kaj korbe. model C5-00.2?

Level 0

Tahole ke amar set N72 hack korte hobe na..?
soft kevabe instl korbo..?

Level 0

amar cp nai.ami kivabe korbo?

Level 0

Dear Saiful Vai,

i didnt find any man,real tuner like you……tar proman holo ettogulo reply……oneke tune koren kintu tader linkgulo ekta shomoy kaj korena….tara shegulo dekhen o na…oneke reply 0 deina……apnar kache request ekmatro karjokor tune chara tt te vua tune gulo remove/tunerblock system…..