কি টিউনের টাইটেল দেখে নিশ্চই অবাক হচ্ছেন? প্রথম প্রথম আমিও হয়েছিলাম 😛 । এখন আর সার্টিফিকেট পাওয়া যায় না (টাকা ছাড়া)। তাই সার্টিফিকেট এর কারণে অনেকেই খুব টেনশনে আছেন। কারণ তারা কেউই তাদের ফোনে ক্রাক করা আনসাইনড এপ্লিকেশনগুলি ইন্সটল করতে পারছেন না। ফলে অনেক ভাল ভাল এপ্লিকেশগুলিও ব্যবহার করতে পারছেন না। আর আপনাদের সেটগুলি হ্যাক করা না থাকার কারণে আমার বেশিরভাগ টিউনই বিফলে যায় 🙁 । টেনশনের পালা শেষ এবার শুরু করা যাক ...
আমি সিমবিয়ান হ্যাকিং নিয়ে এটি ছাড়াও আরও বেশ কয়েকটি টিউন লিখব। তাৎমধ্যে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ এবং সহজবোধ্য।
অর্থাৎ S60 V3, V5, S^3, Symbian Anna, Symbian Belle সবগুলিতেই এই পদ্ধতি খাটবে 🙂 ।
শুধুমাত্র S60 V1 এবং V2 ছাড়া কারণ S60 V1, V2 কে হ্যাক করার প্রয়োজন নেই।
আপনার হ্যান্ডসেটটি সিমবিয়ান এর কোন এডিশনে চালিত তা দেখার জন্য এই টিউনটি দেখুন।
প্রথমে নিচের ফাইলগুলি ডাউনলোড করে নিন-
১। আপনার ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে "Mass Storage" মুডে কম্পিউটারে কানেক্ট করুন। যাদের ডেটা ক্যাবল নেই তারা মেমোরী কার্ডটি খুলে কার্ড রিডারের সাহায্যেও এটি করতে পারেন।
২। এরপর "Quarantine" ফাইলটি ডাউনলোডের পর রাইট বাটন করে Extract করুন। এবং Extract কৃত "Private" ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন।
৩। ডাউনলোডকৃত "DR. Web Antivirus 6.00 Signed" এবং "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইল দুইটিও আপনার মেমোরীকার্ডে কপি করে নিন।
৪। আপনার ফোনটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন।
৫। এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজারের সাহায্যে "DR. Web Antivirus 6.00 Signed" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন।
৬। ইন্সটল শেষে "Dr. Web" এপ্লিকেশনটি চালু করুন। "No Valid Key File Found" নামের একটি ম্যাসেজ দিবে Cancel করুন এবং Options থেকে Quarantine এ ক্লিক করুন।
৭। এখন Options এ গিয়ে Select All এ ক্লিক করুন। এরপর পূণরায় Options এ গিয়ে Restore এ ক্লিক করুন।
৮। Exit করে বের হয়ে আসুন এবং "Dr. Web" এপ্লিকেশনটি আপনার ফোন থেকে আনইন্সটল করে দিন।
৯। এরপর "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন। ইন্সটল শেষে ROMPatcher+ এপ্লিকেশনটি চালু করুন। এবং Options > All Patches থেকে Apply তে করুন। অথবা Install Server RP+ এবং Open4all RP+ প্যাচদুটিতে ট্যাপ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিন।
১০। এরপর Options এ গিয়ে Patch দুটিকে Add to Auto তে দিয়ে দিন। (যাতে ফোন অন অফ করলেও পূণরায় Patch গুলিতে টিক দিতে না হয়)
ব্যাস এখন আপনার ফোনটি সফলভাবে হ্যাক হয়ে গিয়েছে। 😀 এখন আপনি আপনার ফোনে ইচ্ছামত যেকোন সাইন/আনসাইন/ক্রাক/রিপ্যাক সকল প্রকার এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।
----------------------------------------
নোটঃ যদি কারো টিক চিহ্ন না হয়ে ক্রস চিহ্ন আসে তাহলে সিমবিয়ান হ্যাকিং [পর্ব-৩] টিউনটি দেখুন।-
--------------------
ধন্যবাদ- "সাইফ খান সোহান" "DreamStrikes.com" এবং "Symbian-Coderus"কে।
বিশেষ দ্রষ্টব্যঃ আগের পদ্ধতিটি শুধুমাত্র কয়েকটি ফোন ছাড়া অনেকের ফোনেই কাজ করেনি। সবাই মন্তব্যের মাধ্যমে জানানোর পরেও আমার ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় অনলাইনে আসতে পারিনি এবং টিউনটি আপডেট করতে পারিনি। এজন্য আমি অত্যন্ত দুঃখিত।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
restore korte gele bole j file already exist.
Restore hocche na :'(
Ki korbo?