২৫-৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আপনারা অবশ্যই শিরোনাম পড়ে বুঝে গেছেন যে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ২৫-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলোর ব্যাপারে কথা বলবো আজকে। যাতে আপনারা এই বাজেটের মধ্যে সেরা ফোনগুলো পেতে পারেন।

১. Mi Note10

এই মোবাইলটি দেখতে যেমন সুন্দর তেমনই কাজেও অসাধারণ। ডিসপ্লে ফ্লেট না। ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল ও 4k ভিডিও করা যায় এই ক্যামেরা দিয়ে। প্রোসেসর: Snapdragon 730G (8nm)। ব্যাটারি: 5260mAh। Price: 25000-28000 (Unofficial).

২. Samsung M51

অফিসিয়ালভাবে কিনলে এই মোবাইলটির দাম হবে ৩৫০০০ টাকার মতো কিন্তু আনঅফিসিয়ালি কিনলে এর দাম পরবে ২৮০০০-৩০০০০ টাকার মতো। সুতরাং এই বাজেটে ফোন কিনতে গেলে আনঅফিসিয়ালি কিনতে হবে ১ম টার মতো। এবার আসি মূল কথায়, এই ফোনের ডিসপ্লে অসাধারণ। এটাও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এবং 4k ভিডিও করতে সক্ষম। এটার Front camera ৩২ মেগাপিক্সেল এর। ব্যাটারি: 7000mAh এই শক্তিশালী ব্যাটারি দিয়ে ২-২.৫ দিন মোবাইল এর চার্জ লাস্ট করবে। প্রোসেসর: Snapdragon 730G (8nm)।

3. Realme 7 Pro

এই ফোনটি আপনাদের অনেকের হয়তো পরিচিত। এই ফোনটি ২৫০০০-৩০০০০ টাকার মধ্যে একটি ভালো ফোন হতে পারে এবং আপনারা এই সেট টি অফিসিয়ালিও এই বাজেটের মধ্যে নিতে পারেন। এই ফোনটি দেখতে ভালো। ক্যামেরা রয়েছে ৬৪ মেগাপিক্সেল এর এবং এর দ্বারা আপনারা 4k ভিডিও করতে পারবেন। Front camera থাকছে ৩২ মেগাপিক্সেল। এর প্রোসেসর একটু দুর্বল বাকিগুলোর থেকে : Snapdragon 720G (8nm)। ব্যাটারি: 4500mAh। দাম: ২৫০০০-৩০০০০ টাকা।

৪. Poco x3

এটাও আপনারা চাইলে অফিসিয়ালি কিনতে পারেন। অফিসিয়ালি এর দাম পরবে ২৬০০০-২৮০০০ টাকা। ফোনটি একটু মোটা এবং প্লাসটিক কাভারেজ (প্লাস্টিকটা একটু দুর্বল কোয়ালিটির)। ফোনটি দেখতে নরমাল। আবার এই ফোনটির প্রোসেসর লিস্টে থাকা ৩টি ফোনগুলোর চেয়ে শক্তিশালী:Snapdragon732(8nm)। এই ফোনটিতে আবার গেমিং এর জন্য সুবিধা রয়েছে। তাই যারা গেমিং করতে পছন্দ করেন এবং ২৫০০০-৩০০০০ টাকার মধ্যে ফোন খুজছেন তারা এটি নিতে পারেন।

এর ক্যামেরাও বাকি ফোনগুলোর মতো 64 মেগাপিক্সেল এর কিন্তু এই ক্যামেরার ছবি একটু হলদেটে হতে পারে। তাই যারা ভালো মানের ক্যামেরা যুক্ত ফোন চাচ্ছেন তারা এই সেট টি না নিলে ভালো হয়। আর এর Front camera হলো 20 মেগাপিক্সেল। Front camera মোটামুটি চলে আর আমরা পেয়ে যাচ্ছি 5160mAh এর একটি ব্যাটারি। যা একেবারে খারাপ নয়। মোটামুটি ২৪-৩৬ ঘন্টা লাস্ট করে এর চার্জ।

Level 0

আমি আরাফ আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস