জেনে নিন আপনার মোবাইল সেট এর resolution আর platform. তারপর গেম ডাউনলোড দুই মিনিট এর ব্যাপার।একবার টিউনটা দেখুন আপনার উপকার হবে।

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

***আমাদের প্রায় সবার কাছেই মোবাইল আছে।আমাদের গেম খেলতে ইচ্ছে করে।কিন্তু কোথা থেকে ডাউনলোড করব,তা সাপোর্ট করবে কিনা আমরা সেই চিন্তায় থাকি।আমি আজকে একটু চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য।

***আপনারা দেখবেন প্রায় অনেকেই লিঙ্ক দেয় নিন সব মোবাইল এর জন্য গেম ডাউনলোড করুন।size মাত্র ১০০ mb. যখন আমি এসব দেখি তখন মাথা গরম হয়ে যায়।আমি নিজেই এর ভুক্তভুগি।ডাউনলোড করলাম কোনটা সাপোর্ট করে না,কোনটা স্ক্রীন এর কিছু অংশ কেটে যায়।তারপর নেট এ যেয়ে কিছু গবেষণা করলাম।এখন এই ব্যাপারে কিছু কিছু বুঝি।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

*** ধরুন আপনার সেট nokia n73. এবার আসুন জেনে নেই এটাতে কি গেম সাপোর্ট করবে। এই সেটটা symbian supported সেট। এর resolution 240*320। এর os মানে প্লাটফর্ম হচ্ছে symbian s60v3. তাই এত সেট এ গেম সাপোর্ট করাতে চাইলে আপনাকে নেট থেকে এমন গেম ডাউনলোড করতে হবে যা উপরের শর্ত মেনে চলে। এখন আপনি যদি এমন গেম নামান যার resolution 320*240 , যার প্লাটফর্ম s40v2. তাহলে সেই গেম এই সেট এ চলবে না।

***এখন আপনারা জানতে চাইবেন কিভাবে জানব আমাদের সেট এর resolution আর platform কি?

***প্রথমে আপনি এই address এ যান।

http://www.gsmarena.com/

***তারপর আপনার সেট এর মডেল নাম্বার লিখুন।আর সার্চ বাটন এ ক্লিক করুন।

***দেখুন আপনার সেট এর বিস্তারিত চলে এসেছে।

***display অপশন এ যান। আপনার সেট এর resolution কত দেখে নিন।

***আগের address এ অনেক সময় resolution পাওয়া গেলেও,অনেক সময় platform পাওয়া যায় না।তাই আপনি এই address এ যেতে পারেন।

http://en.wikipedia.org/wiki/Main_Page

***তারপর,আপনি আপনার সেট এর মডেল নাম্বার লিখুন।আর সার্চ বাটন এ ক্লিক করুন।

***দেখুন আপনার সেট এর resolution সাথে এর platform এর বিশদ বিবরন দেওয়া আছে।ভাল করে দেখে নিন কারন এহন আমরা শিখব কিভাবে আমাদের সেট এর জন্য গেম ডাউনলোড করব।

***এবার ডাউনলোড এর পালা।ডাউনলোড এর জন্য আপনারা প্রথমে এই address এ যান।

http://peperonity.com/go/sites/mview/g4m3loft;jsessionid=9D372C474FD03056DF01FB75EA98FABF.c07

***তারপর,দেখুন আপনার সেট এর resolution এর সাথে কোনটার resolution মিলে।যেটার সাথে মিলে সেটাতে ক্লিক করুন। যেমন ধরুন আমি এখন নকিয়া ৬৩০০ এর জন্য গেম ডাউনলোড করতে চাচ্ছি।যেহেতু নকিয়া ৬৩০০ এর resolution ২৪০*৩২০ তাই আমরা nokia 240*320 এ ক্লিক করব।

***তারপর আপনি যে গেম ডাউনলোড করতে চান তার পাশে খেয়াল করুন তার প্লাটফর্ম দেওয়া আছে।যার প্লাটফর্ম এর সাথে আপনার প্লাটফর্ম মিলে যাবে তাতে ক্লিক করুন।

***এবার next এ ক্লিক করুন।

***দেখবেন, ডাউনলোড শুরু হয়ে গেছে। আর যদি ডাউনলোড শুরু না হয়ে এরকম পেজ আসে তাহলে download server#1 এ ক্লিক করুন।দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

***ওরকম পেজ না এসে যদি এরকম আসে তাহলে  kb বা mb লেখার পাশে যে লেখা থাকবে তাতে ক্লিক করুন।দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে।

***আগের ঠিকানা  থেকে এই ঠিকানা  এ আপনি বেশি গেম পাবেন।এই ঠিকানায় যেতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

http://peperonity.com/go/sites/mview/gameloft0/28323073

***তারপর আপনার সেট এর সাথে যেটার resolution আর  platform মিলে যাবে তাতে ক্লিক করুন।

***এবার, আপনি যে গেম ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন।

***তারপর আবার আপনার সেট resolution আর  platform এর সাথে যেটি মিলে যাবে তাতে ক্লিক করুন।

***তারপর, next এ ক্লিক করুন।

***আর একটা কথা বলি প্রতি সপ্তাহে মোবাইল এর জন্য ৮-১০ টি গেম বের হয়।আর আমরা যারা গেম পাগল তারা তো চাইবেই latest গেম ডাউনলোড করতে। latest গেম এর জন্য নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

http://peperonity.com/go/sites/mview/gameloft0/25464391

আশা করি আপনাদের একটু উপকার করতে পেরেছি।যদি আপনাদের এই টিউন উপকারে লাগে তবেই আমার টিউন করা সার্থক । সাবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার লেখা বরাবরের মতই সুন্দর।ধন্যবাদ।
আমার মোবাইল Symphony x110.Resolution 320*240.

দারুন

ভালো লাগলো টিউনটা।

Level 0

খুবই সুন্দর http://pathtoodeep.com এই সাইট টা ঘুরে দেখতে পারেন সুন্দর কিছু সফ্টওয়্যার পাবেন

ওরে আমার সাবিহা আপুরে!! প্রমান করলেন মেয়েরাও পারে!! 😛 ধন্যবাদ!

আপু তোমাকে কিভাবে ধন্যবাদ দেওয়া যায় ভাবতে পারতেছিনা।

Level 2

ato boro link er ki d0rkar…ei nin ei site er s0to link…
http://gameloft0.tk
ami ekhan theke 1year aga thekei..games namai…site ta valo h0lau anek a jana na…sh0ßaika janan0r j0nn0..apnak dh0nn0ßad

Apu apnake ki bole donno bad debo bujtisi na.

সাইট গুলো নিয়মিত ব্যবহার করি, তবু সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

accha apu gamer jonno to link pelam.kintu programe?jemon browser,chatting programe?egulu te screen e fit kore na amar mobail.kon web e jabo?

    Level 0

    Apnar Handset Er Name O Model Number Bolen ?…

    samsung s5620

    আপনি getjar.com অথবা mobango.com এ যেতে পারেন।

আমি অনেক দিন থেকেই আমার ২৭০০ এর জন্য এই সাইট থেকে গেম নামাই খুবই ভালো ১টা সাইট |
🙂

Level 0

অনেক সুন্দর হয়েছে।

Level 0

kub valo laglo just awsome!!!!

Apnar tune ta prio te raksilam but kivabe jeno delete hoe gese. Ajke abar onek kosto kore kuje ber korlam. Abar o prio te nilam. Valo takben apu. Ae rokom tune aro cai .

ভাই আপনাকে অশেষ ধন্যবাদ| E5-00 কেনার পর peperonity তে সার্চ দিয়েও গেম খুঁজে পাচ্ছিলাম না|হঠাৎ আপনার টিউন টার কথা মনে পড়ল|অনেক ধন্যবাদ ভাই|
🙂

jossssssssssssss

হে হে হে বেনানা…………! মনে হয় মিনিওন্স দের বুঝালেন… LoL