😐 যারা স্যামসাং জাভা মোবাইল ব্যবহার করেন তারা গেম বা কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময়
অনেকে এই মেসেজ দেখেন...:(...
"Downloaded Jar is Invalid" এবং "JAR file is over max size"
স্যামসাং সাধারণ জাভা মোবাইল গুল যেমন স্যামসাং চ্যাম্প , স্যামসাং চ্যাট , কোরবি , (এমন অনেক গুলাই আছে)
জার ফাইল লিমিট কমান থাকে বলে অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে সেটা অনেক সময় ইনভেলিড দেখাই ( ইনভেলিড দেখানোর অনেক কারন আছে) এবং "JAR file is over max size" মেসেজ দেখাই।
এখন এই সমস্যার সমাধানের জন্য
১. মেইন স্ক্রীন এর কিপ্যাড থেকে *#52828378# এই কোডটি লিখি।
২. এখানে আসবে *Trace setting
*OTA Type setting
*serial Test
* Change suitecache........
* Memory Test
*OTA Test
*Memory Log Setting
3. এবার OTA Test সিলেক্ট করে change maximum jar size ৫০০ কেবি থেকে ২০০০ পর্যন্ত ইচ্ছা মত করে নেন।।
৪. সেভ করুন 🙂
এখন থেকে মোটামুটি বড় সাইজের গেম এবং অ্যাপ্লিকেশান গুলো চলবে বলে আশা করা যাই।। 🙂
আমি ফাইয়াদ ইফতিখার রাফী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 199 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার এই কোড টি মারলাম বাট আমার মোবাইল কোনো রেসপনস কোরলো না আমি samsung GT-5603 Model use kori…..
আপনার Tricks-টি কাজ করেছে…
কিন্তু Samsung Ch@t-322 এর জন্য ভালো কোনও Chatting Soft-এর খোঁজ দিতে পারবেন?
আমি ebuddy, Nimbuzz চেষ্টা করেছি, Support করছে না…