আগের লিখাটায় রুটিং কি এবং কেন রুটিং করতে হয়, সে সম্পর্কে লিখেছিলাম। আজ লিখব, কীভাবে রুটিং করবেন। মনে রাখবেন, রুট করলে আপনার ওয়ারেন্টি অচল হয়ে যেতে পারে (আবার নাও হতে পারে)।
আমি এখানে রুটিং এর উদাহরণ হিসাবে কীভাবে আমার গ্যালাক্সী ট্যাব রুট করলাম, তা শেয়ার করব। এ পদ্ধতিটি এনড্রয়েড ২.২ (ফ্রয়ো) এর জন্য প্রযোজ্য ছিল।
অন্যান্য ডিভাইসের জন্য রুট করা কিছুটা ভিন্ন হতে পারে, তাই আপনার ডিভাইসের জন্য কোন পদ্ধতি সবচেয়ে ভাল এটা জানার জন্য এখানে ঘুরে আসতে পারেন। এই ফোরামটা এনড্রয়েড এর জন্য সবচেয়ে শক্তিশালী ফোরাম হিসাবে বিবেচিত। এখানে বাঘা বাঘা এনড্রয়েড স্পেসালিষ্ট আছেন।
সবচেয়ে সহজ পদ্ধতি হল z4root নামের একটা এপ্লিকেশন (সফটওয়্যার) ব্যবহার করা। এই সফটওয়্যারে Temporary ও Parmanent দুই ধরনের রুট করা যায়।
Parmanent রুট নিম্নোক্ত ডিভাইসের সাথে কম্প্যাটিবলঃ
Samsung Galaxy S (All variants), Samsung Acclaim, Galaxy Tab, Galaxy I5700, Galaxy 3 I5800, Motorola Defy, Motorola Flipside, Motorola Milestone 2, Motorola Cliq, Backflip, Droid 1, Droid 2, Droid X, Sony X10, Xperia Mini, X10 Mini Pro, LG Ally, Optimus T, Cricket Huawei Ascend, Huawei 8120, HTC Hero, T-Mobile G1, Garmin Asus A50, Dell streak, Smartq v7 android 2.1
Parmanent রুট নিম্নোক্ত ডিভাইসের সাথে কম্প্যাটিবল নয়ঃ
HTC Desire, HTC Desire HD, HTC Magic, HTC Evo, T-Mobile G2, Archos 70, T-Mobile myTouch 3G, HTC Wildfire, Motorola Droid Incredible
Z4root এই কয়েকদিন আগেও এনড্রয়েড মার্কেটে ছিল। কিন্তু এখন পাচ্ছিনা। তাই অন্য ডাউনলোড লিংক দিলাম (কপি করবেন ডিভাইসে তারপর ফাইল ম্যানেজারে গিয়ে রান করবেন)
- প্রথমে আপনার ডিভাইসের ইউ এস বি ডিবাগিং মোড অন করুন। এটা সেটিংস > ডেভেলপমেন্ট (গ্যালাক্সী ট্যাব) বা এই রকমের কোথাও থাকে।
- আপনার ডিভাইসে চালু প্রোগ্রামগুলো বন্ধ করুন।
- এবার z4root প্রোগ্রামটি চালু করুন।
- বেছে নিন temporary অথবা permanent রুট
ব্যাস, আপনার ডিভাইস রুট করা হয়ে গেল।
- প্রথমে আপনার ডিভাইসের পিসি সফটওয়্যার (যেমন স্যামসাং কাইস) ইন্সটল করুন। এটা দিয়ে অন্ততঃ একবার ডিভাইসটিকে পিসিতে সংযুক্ত করুন (যেন কম্পিউটার ডিভাইসের ড্রাইভারগুলোকে চিনতে পারে)। স্যামসাং কাইস ডাউনলোড করুন এখান থেকে।
- সুপারওয়ানক্লিক নামের সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল করুন।
- রুট করার সময়ে ডিভাইসের এসডি কার্ড মাউন্ট করার অপশন নির্বাচন করবেন না।
- ইউএসবি ডিবাগিং মোড অফ অবস্থায় একবার কম্পিউটারের নির্দিষ্ট সফটওয়্যারের সাথে ডিভাইসটিকে সংযুক্ত/সিনক্রনাইজ করুন।
- এবার ডিভাইসকে বিচ্ছিন্ন করে ইউএসবি ডিবাগিং মোড অন করুন।
- এবার ডিভাইসকে আবার পিসিতে সংযুক্ত করুন।
- এবার সুপারওয়ানক্লিক রান করুন।
- রুট এ ক্লিক করুন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন।
ব্যাস হয়ে গেল আপনার ডিভাইসের রুটিং। শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সী ট্যাবের সম্পর্কে আরও জানতে এখানে যেতে পারেন।
সুপারওয়ানক্লিক নিয়মে কম্প্যাটিবল ডিভাইসের তালিকাঃ
Acer Liquid Metal, Dell Streak, HTC Magic (Sapphire) 32B, HTC Bee, LG Ally, Motorola Atrix4G, Motorola Charm, Motorola Cliq, Motorola Droid, Motorola Flipside, Motorola Flipout, Motorola Milestone, Nexus One, Samsung Captivate, Samsung Galaxy 551 (GT-I5510), Samsung Galaxy Portal/Spica I5700, Samsung Galaxy S 4G, Samsung Galaxy S I9000, Samsung Galaxy S SCH-I500, Samsung Galaxy Tab, Samsung Transform M920, Samsung Vibrant, Sony Ericsson Xperia E51i X8, Sony Ericsson Xperia X10, Sprint Hero, Telus Fascinate, Toshiba Folio 100
আজ এই পর্যন্তই। এনড্রয়েড ২.৩ জিনজারব্রেড এর রুট করার পদ্ধতি আলাদা। ওটা নিয়ে পরে লিখব।
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঃসবার আগে মন্তব্য 😀