সুপ্রিয় বন্ধুরা প্রথমেই সালাম ও শুভেচ্ছা নিবেন।আমি আজ আপনাদেরকে দেখাব যে কিভাবে আপনি আপনার মোবাইলকে বানিয়ে ফেলতে পারেন পার্সোনাল টিভি! সাথে থাকবে মোবাইলে অথবা পিসিতে ইউটিউব থেকে 3gp,mp4,Flv(low,high quality, HD) এবং mp3 (low+high quality) ফরম্যাটে ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট এবং পদ্ধতি সম্পর্কে ধারণা । + মুভি ডাউনলোডের একটি ওয়েবসাইট ও আরও কিছু ওয়েবসাইট।
তো চলুন শুরু করা যাক!
টিউনের শুরুতেই আমি সঙ্গীতজগতের সম্রাট আজম খান এর রুহের মাগফেরাত কামনা করছি । তার মত একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও শিল্পীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
মূল টিউনে ফিরে আসি। আমরা অনেকেই পিসি তে টিভি দেখেছি। কিন্তু মোবাইলে টিভি দেখা পাবলিক কম বা বলা যায় খুব কম সংখ্যকই এটা নিয়ে চেষ্টা করেছেন। আমার মত যাদের পিসি নাই তাদের জন্য এই জিনিসটা খুব কাজে দিবে। প্রথমেই আপনাকে এই ওয়েব সাইটে যেতে হবে। http://projukti.mywibes.com/free_live_mobile_tv/index.amp?s=31b754bcc3bd9550699e8f48379
ওয়েবসাইটে ঢুকতেই বিভিন্ন টিভির নাম দেখতে পাবেন। তারপর যেই টিভি দেখতে চান সেইটাতে ক্লিক করে শুরু করে দিন টিভি দেখা ! এই ওয়েবসাইটে sony tv,discovery channel, star one, star plus ইত্যাদি সহ আরও বেশ কয়েকটি চ্যানেল আছে।বলে রাখা ভাল সবগুলো চ্যানেলই আমার nokia 2700 classic(জাভা সেট) এ চলেছে। সিম্বিয়ানেও চলবে কোন সন্দেহ নেই।
আরেকটি ওয়েবসাইট আছে যেটাতে প্রচুর চ্যানেল আছে। http:/mukeshwap.mobile.in/tv তবে এই সাইট টার বেশিরভাগ চ্যানেল সিম্বিয়ান মোবাইলে চলবে। জাভা সেটের চ্যানেল হাতে গোনা।
এইবার দেখুন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডের একটি সাইট। http://www.tubezen.net এই ওয়েবসাইট টি আপনি পিসি তেও ব্যবহার করতে পারবেন। সাইট টির অন্যতম সুবিধা হল যে সাইট টিতে আপনি ইচ্ছে মতো 3gp,mp4, mp4 HD, Flv ইত্যাদি ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও mp3(low and high quality) তেও ডাউনলোডের অপশন রয়েছে। একটি উদাহরণ দেই। মনে করুন fast five trailer download করবেন।
এইবার আপনার choice মত শুরু করে দিন download ।
এইবার আসি মোবাইলে মুভি ডাউনলোডের ব্যাপারে। মোবাইলে অনেককেই দেখেছি moviesmobile, o2cinemas থেকে মুভি নামাতে। কিন্তু এই সাইট গুলোর quality একেবারেই খারাপ। তাই আমার পছন্দের ওয়েবসাইট টি হল http://www.timpug.com এই ওয়েবসাইটে আগে 3gp মুভি আপলোড দেওয়া হত। কিন্তু বর্তমানে mp4 মুভি আপলোড দেওয়া হয়। size ২০০-৩০০ এর মধ্যে। মোবাইলে দেখার জন্য চরম। পিসিতে দেখলেও নিরাশ হবেন না। মুভিগুলো বেশিরভাগই filesonic,fileserve,hotfile এ আপলোড দেওয়া। এইসব ফাইল হোস্টিং সাইট থেকে কিভাবে ঝামেলাবিহীন পদ্ধতিতে ডাউনলোড করতে হয় তা জানতে আমার এই টিউনটি দেখতে পারেন। https://www.techtunes.io/?p=69238
আরেকটি সাইট এর কথা বলব।www.onsmartphone.com এই সাইট টিতে প্রচুর মোবাইল থিম আছে। আপনি আপনার ফোন সিলেক্ট করে সেটের উপযুক্ত থিম ডাউনলোড করতে পারেন।
তো আজ আর নয়। আশা করি সবাই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।
পরবর্তী টিউন : কোরআন ও বিজ্ঞান (একটি পর্যালোচনা)। আপনাদের সাড়া পেলে আমি এই টপিক নিয়ে একটা সিরিজ টিউন করতে রাজি আছি। আপনাদের মতামত ব্যক্ত করতে ভুলবেন না।
আমি আহমাদ মুসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া http://www.bdsongclub.tk এখানেও বেশকিছু টিভি দেখতে পারবেন একদম লাইভ ।তবে আর একটা মজার বিষয় হচ্ছে এখানের টিভিগুলোও আপনার মতো আমার নকিয়া 2700c দ্বার পরিক্ষা করা ।