আপনার মোবাইল কে বানান পার্সনাল টিভি এবং জেনে নিন মোবাইলে ইউটিউব থেকে বিভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোডের পদ্ধতি + কিছু ওয়েবসাইট

সুপ্রিয় বন্ধুরা প্রথমেই সালাম ও শুভেচ্ছা নিবেন।আমি আজ আপনাদেরকে দেখাব যে কিভাবে আপনি আপনার মোবাইলকে বানিয়ে ফেলতে পারেন পার্সোনাল টিভি! সাথে থাকবে মোবাইলে অথবা পিসিতে ইউটিউব থেকে 3gp,mp4,Flv(low,high quality, HD) এবং mp3 (low+high quality) ফরম্যাটে ভিডিও ডাউনলোডের ওয়েবসাইট এবং পদ্ধতি সম্পর্কে ধারণা । + মুভি ডাউনলোডের একটি ওয়েবসাইট ও আরও কিছু ওয়েবসাইট।

তো চলুন শুরু করা যাক!

টিউনের শুরুতেই আমি সঙ্গীতজগতের সম্রাট আজম খান এর রুহের মাগফেরাত কামনা করছি । তার মত একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও শিল্পীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

মোবাইলে টিভি দেখা

মূল টিউনে ফিরে আসি। আমরা অনেকেই পিসি তে টিভি দেখেছি। কিন্তু মোবাইলে টিভি দেখা পাবলিক কম বা বলা যায় খুব কম সংখ্যকই এটা নিয়ে চেষ্টা করেছেন। আমার মত যাদের পিসি নাই তাদের জন্য এই জিনিসটা খুব কাজে দিবে। প্রথমেই আপনাকে এই ওয়েব সাইটে যেতে হবে। http://projukti.mywibes.com/free_live_mobile_tv/index.amp?s=31b754bcc3bd9550699e8f48379

ওয়েবসাইটে ঢুকতেই বিভিন্ন টিভির নাম দেখতে পাবেন। তারপর যেই টিভি দেখতে চান সেইটাতে ক্লিক করে শুরু করে দিন টিভি দেখা ! এই ওয়েবসাইটে sony tv,discovery channel, star one, star plus ইত্যাদি সহ আরও বেশ কয়েকটি চ্যানেল আছে।বলে রাখা ভাল সবগুলো চ্যানেলই আমার nokia 2700 classic(জাভা সেট) এ চলেছে। সিম্বিয়ানেও চলবে কোন সন্দেহ নেই।
আরেকটি ওয়েবসাইট আছে যেটাতে প্রচুর চ্যানেল আছে। http:/mukeshwap.mobile.in/tv তবে এই সাইট টার বেশিরভাগ চ্যানেল সিম্বিয়ান মোবাইলে চলবে। জাভা সেটের চ্যানেল হাতে গোনা।

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড

এইবার দেখুন মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোডের একটি সাইট। http://www.tubezen.net এই ওয়েবসাইট টি আপনি পিসি তেও ব্যবহার করতে পারবেন। সাইট টির অন্যতম সুবিধা হল যে সাইট টিতে আপনি ইচ্ছে মতো 3gp,mp4, mp4 HD, Flv ইত্যাদি ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও mp3(low and high quality) তেও ডাউনলোডের অপশন রয়েছে। একটি উদাহরণ দেই। মনে করুন fast five trailer download করবেন।

  • প্রথমে address টিতে যান তারপর দেখুন সার্চ বক্স আছে।
  • সার্চ বক্সে লিখুন fast five trailer।
  • তারপর ok করুন।
  • সার্চ result এ নিছের ছিত্রের মত অনেক result আসবে ।
  • যেকোনো একটার নিচে দেখুন সব format দেওয়া আছে।

এইবার আপনার choice মত শুরু করে দিন download ।

মোবাইলে মুভি ডাউনলোড

এইবার আসি মোবাইলে মুভি ডাউনলোডের ব্যাপারে। মোবাইলে অনেককেই দেখেছি moviesmobile, o2cinemas থেকে মুভি নামাতে। কিন্তু এই সাইট গুলোর quality একেবারেই খারাপ। তাই আমার পছন্দের ওয়েবসাইট টি হল http://www.timpug.com এই ওয়েবসাইটে আগে 3gp মুভি আপলোড দেওয়া হত। কিন্তু বর্তমানে mp4 মুভি আপলোড দেওয়া হয়। size ২০০-৩০০ এর মধ্যে। মোবাইলে দেখার জন্য চরম। পিসিতে দেখলেও নিরাশ হবেন না। মুভিগুলো বেশিরভাগই filesonic,fileserve,hotfile এ আপলোড দেওয়া। এইসব ফাইল হোস্টিং সাইট থেকে কিভাবে ঝামেলাবিহীন পদ্ধতিতে ডাউনলোড করতে হয় তা জানতে আমার এই টিউনটি দেখতে পারেন। https://www.techtunes.io/?p=69238

আরেকটি সাইট এর কথা বলব।www.onsmartphone.com এই সাইট টিতে প্রচুর মোবাইল থিম আছে। আপনি আপনার ফোন সিলেক্ট করে সেটের উপযুক্ত থিম ডাউনলোড করতে পারেন।

তো আজ আর নয়। আশা করি সবাই উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ।

পরবর্তী টিউন : কোরআন ও বিজ্ঞান (একটি পর্যালোচনা)। আপনাদের সাড়া পেলে আমি এই টপিক নিয়ে একটা সিরিজ টিউন করতে রাজি আছি। আপনাদের মতামত ব্যক্ত করতে ভুলবেন না।

Level 0

আমি আহমাদ মুসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া http://www.bdsongclub.tk এখানেও বেশকিছু টিভি দেখতে পারবেন একদম লাইভ ।তবে আর একটা মজার বিষয় হচ্ছে এখানের টিভিগুলোও আপনার মতো আমার নকিয়া 2700c দ্বার পরিক্ষা করা ।

ভালো শেয়ার। আর পরবর্তী টিউনের অপেক্ষায় থাকলাম।

Level 0

hmm

আমারটাও ২৭০০ ক্লাসিক । এবং আমিও এটা দিয়ে টিভি দেখতে পারি । কিন্তু সমস্যা হল লাইভ টিভিতে বেশী ডাটা ট্রন্সমিট হয় । ধরেন আমি মাসের বিশ দিনই টিভি দেখব তাহলে ইন্টারনেটের জন্য কোন প্যাকেজটা ভাল হবে ? আনলিমিটেডে ফেয়ার ইউসেজ পলিসির ঝামেলা এড়িয়ে টিভি দেখতাম চাই ।

    আনলিমিটেড রবি নেট আছে ? থাকলে জানান প্লিজ ।

    রবি তে পোস্টপেইড সিমে আনলিমিটেড আছে। বিস্তারিত জানতে রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। তবে প্রিপেইডে ১জিবি ,৩জিবি , ৫জিবি চালাতে পারেন

ভাইয়া আপনি যদি ২মিনিট টিভি দেখেন তাহলে প্রায় ১মেগাবাইট যাবে। এটা নির্ভর করবে আপনি কতক্ষণ দেখছেন। আপনি কত টাকা খরচ করতে চান? ROBI তে স্পিড ভাল প্লাস দামও কম। ৫২৭ টাকায় ৩জিবি। এই প্যাকেজটা টিভি দেখার জন্য enough. জিপি তে ৫জিবি নিতে হলে আপনাকে প্রায় ৯০০টাকা খরচ করতে হবে। কিন্তু রবি তে ৫জিবি ৭০০-৭৫০এর মধ্যে

জিপিতে লাইভ টিভি চলেনা ।ইউটিউব ভিডিও ও স্ট্রিমিং হয়না ।আমি রবির ১জিবি পার মান্থ প্যাকেজ ইউজ করি ।ভ্যাট সহ ৩১৬.৭০ টাকা ।

    এই মুহূর্তে আপনাকে রবি দিয়েই রিপ্লাই দিচ্ছি 🙂

ভাইয়া রবির ৫টাকায় ২০ মেগা প্যাকেজটা দেখে আনন্দে ইয়াবড় একটা লাফ দিয়েছিলাম কিন্তু আজ ওটা আর চালু হচ্ছেন ।রিকোয়েস্ট করলেঃ দিস সার্ভিস ডাজ নট ইক্সিট ।প্লিজ ট্রাই এগিন ।লেখা দেখাচ্ছে ।বুঝতে পারছিনা কিছুই ।

    ওটা শুধু শুক্র আর শনিবারে নেওয়া যাবে। ১দিন মেয়াদ। ইন্টারনেট এর হিসাব মতে আজ আর আপনার প্যাকেজটা নেওয়া সম্ভব নয়। অথবা এমনও হতে পারে যে ওরা প্যাকেজ cancel করেছে

    Vai pagol cagoler kotay kan deben na.robi r ae offer ta friday and saturnday ar jonno.meyad one week.proti sonibar pura week ar mb kene raken r pura week joshly use koen as like as me.

অ ..অ …অ ।আচ্ছা বাংলা লিংকে টিভি চলে ?

ভাইয়া আমিত টিভি দেখতে পারলাম না। No respons আসে।একটু বিস্তারিত বলন প্লিজ। আমি Nokia 2700c ব্যাবহার করি।

    এটি আপনার মোবাইল নেট এর কম ব্যান্ডউইডথ এর কারনে অথবা সাময়িকভাবে সার্ভার ব্যাস্ত থাকার কারনে No Rerpns লিখা আসছে।

    আমার রবি ইন্টারনেটে দিব্যি চলছে ।

ভাইয়া আমিত স্টার জলসা দেখতে পারলাম না আর অন্যগুলো ট্রাই করিনি । শুধু No respons আসে।একটু বিস্তারিত বলন প্লিজ। আমি Nokia 2700c ব্যাবহার করি।

দারুন আমি টিভি দেখেই মন্তব্য করছি। আমি নকিয়া ২৭০০সি তে টিভি দেখলাম। কিন্তু দুঃখের বিষয় হল কোন খেলার চ্যানেল নাই। খেলার কোন চ্যানেল আছে ভাই? আর টিউনটি প্রিয়তে রাখলাম।

    অনেক খুঁজেছি ভাই। পাইনি। সিম্বিয়ান সেটের জন্য আছে। জাভা তে নাই 🙁

    মুসা ভাই=>টিউন টা খুব সুন্দর হইসে।সিম্বিয়ান সেট এর জন্য কোন সাইট থেকে খেলা দেখব?

    http://mukeshwap.mobie.in/
    এইটা ট্রাই করতে পারেন।

Level 0

ভাই আমি আমার ২৭০০ ক্লাসিক থেকে টিভি দেখতে পারছি না। NO REASPONCE দেখায়। আর আমি জিপি সিম ব্যবহার করি। জিপি সিমের চেয়ে কি রবির স্পিড বেশী। বছর খানেক আগে রবি নেট ব্যবহার করতাম নেট এত স্লো যে কল্পনাই করা যায় না

    ভাই দিন বদলাইছে না! আমি তো জিপির চেয়ে বেশী স্পিড পাই। আপনি একবার রবি নিয়া টেস্ট করেন

    Puran pagole vat pay na abar notun pagoler amdani.gp sim dia ar ak year use koren tarpor fokir hoe rastay namben.ami robi sim use kori abong ata gp r teke o super fast.

n7o sete ke tv cholbena?

অবশ্যই চলবে।:)

আমি ২৭০০ কে মডেম হিসেবে ইউস করি| আইডিএম দিয়ে জিপির সর্বচ্চো ডাউনলোড স্পিড ২৯ কেবি পাইছি আর রবি দিয়ে ৩৯ কেবি |আমিও আগে রবি দিয়ে নেট চালাতাম |তখন স্পিড খুব স্লো ছিলো| এখন স্পিড অনেক ভালো |
🙂

Level 0

ওয়াও!!! জটিল হয়েছে।সুন্দর সুন্দর link দেওয়ার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

আমি নকিয়া ৫১৩০ ইউজ করি আমি টিভি দেখতে গিয়েছিলাম চ্যানেলে ক্লিক করার পর লেখা আসে সাইস্ক্রাইব প্যেকেট ডাটা ফার্স্ট । উল্লেখ্য আমি জিপির P6 ইউজ করছি । সমাধান কি ?

    আপনার সমস্যা configuration এ। go to menu, select 'settings'. Then select configuration settings. Make 'GP INTERNET' default setting.
    আর হ্যাঁ জিপি তে মে বি দেখা যাবে না। রবি ইউজ করেন

যারা জিপি নিয়ে ঝামেলায় আছেন তাদেরকে বলি ।জিপিতে ভিডিও স্ট্রিমিং হয়না ।আমিও আগে জিপি ব্যাবহার করতাম ।জিপির ডালোর স্পিড যদি ২০কেবি পিএস থাকে তবু টিভি কিংবা ভিডিও স্ট্রিমিং কাজ করেনা ।অন্যদিকে রবির স্পিড ৬ কেবি পিএস থাকলেও রবিতে চলে ।

আজ সন্ধা থেকে টিভি আসছে আবার ২০থেকে ৪০সেকেন্ড চলার পর বন্ধ হয়ে যাচ্ছে ।আর কারও কি এই সমস্যাটা হচ্ছে ?আর এর সমাধান কি ?

    রাতে নেট একটু busy থাকে । তাই এইরকম হয়। একটু পর চেষ্টা করুন। ঠিক হয়ে যাবে সকালে অটোমেটিক।

ভাই আমিও আগে মোবাইল দিয়া নেট উশে করতাম । আমি বুঝতেসি আপ্নে কি কসত করে টিউন তা লিখসেন। আপ্নে কে লাল সালাম । আরও টিউন আপনের কাস থেকে আসা করি

মুসা ভাই আমার ওয়েব নিয়া টিউন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আরও একটি বাংলা চ্যানেল যোগ হয়েছে etv bangla

    *

    স্প্যামিং এর কারণে আপনার লিঙ্ক মুছে দেয়া হলো – মডারেটর

Air sports চ্যানেল টা আগেই দেখেছি। অতটা হিট চ্যানেল না।

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ওয়েবসাইট create করার জন্য।

এইখানে কেউ কেউ বলছেন জিপি দিয়া লাইভ দেখা যায় না আসলে মোবাইল ইন্টারনেট স্পিড হল এলাকা ভিত্তিক তাই কোন কোন এলাকায় যদি জিপির স্পিড বেশি থাকে তাহলে দেখতে পারবেন কারন আমার এক ফ্রেন্ড এর মোবাইলে জিপি ইন্টারনেট দিয়া সুন্দর ভাবে টিভি দেখতেছে আর আমি রবি ও বাংলালিঙ্ক দিয়া লাইভ টিভি দেখতেছি কোন সমস্যা হচ্ছে না।আর যদি কারো কোন সমস্যা হয় এইখানে বলবেন সমাধান দেয়ার চেস্টা করবো

আমার কাল রাত থেকে লাইভ টিভি দেখতে সমস্যা হচ্ছে ।এক মিনিট কিংবা কম বেশি চলার পর আটকে যাচ্ছে ।তারপর নো রেসপন্স উঠে বন্ধ হয়ে যাচ্ছে ।এর কারণ কি ?

    এইটা স্লো নেটের জন্য হতে পারে তারপরেও আপনি আপনার মোবাইল রিস্টাট দিয়া দেখেন

Level 0

Vi amar nok2730c diya to tv dhaka jassana.no responce try again lakha uttasa.ami gp net use kori

    আপনি আপনার মোবাইলের প্লেয়ার অপশন যাইয়া সেটিং করে দেখতে পারেন
    ¤ Nokia S40 Users :
    GoTo » Setting » Configuration » Personal config. settings » Add New » Streaming
    [1] Account name : Live Tv
    [2] UDP port range : 06970-32000
    [3] Use preferred zccess pt.: no
    [4] Go access point setting
    [5] Proxy : disabled
    [6] Data bearer : packet data
    [7] Go to bearer settings
    [8] Now In Access Point/APN Setting Enter your working access point/APN address.
    grameenphone-gpinternet

এবার চেষ্টায় আছি টিভি বানাবার ।দেখুন প্রভাতী টিভি নামে একখান বানাইছি ।পাবেনঃ http://www.bdsongclub.tk তে ।

হ্যা ভাই ইউটিউবে আপলোড করে র্যান্ডম সেটিংস দিয়েছি ।মানে একটা দেখার পর পেজটা রিলোড দিলে অন্য একটি অনুষ্ঠান আসবে ।এটা অনেক ঐ ক্যাবল অপারেটরদের সিডি চ্যানেলও বলতে পারেন ।আর আপনার কম্পু থাকলে আমাকে http://www.worldtv.com থেকে একটা ফ্রী চ্যানেল তৈরী করে দেন ।

আমি নোকিয়া ন৭৩ তে ব্যাবহার করতেছি। খুব ভাল কাজ করে তবে কেও কি আমাকে ভাল কিছু বাংলা চ্যানেল এর লিঙ্ক দিতে পারেন??????????

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টিউনের জন্য।

Level 0

wifi java সেটেও চলে না।