S60v3 ঘরানার 3টি কাজের ইউটিলিটি নিয়ে হাজির হলাম।
আন হ্যাকড ফোন ও নকিয়া E Series এ এই সফটওয়্যারগুলো ব্যবহারে সমস্যার মুখোমুখি হতে পারেন। আমি মূলত S60v3 ঘরাণার টিউনার এবং N Series কেন্দ্রিক টিউন লিখি, কারণ আমার ব্যবহৃত ফোনটি এই সিরিজের। কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেই চমৎকার কিছু ইউটিলিটির সাথে!
S60v3 ঘরানার ফোনগুলোতে ওয়ালপেপার ফুলস্ক্রিণ করা যায় না। ওয়ালপেপার সিলেক্ট করলে এরকম দেখায়-
1. এ সমস্যার সমাধানের জন্য 55 কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে
2. এবার সফটওয়্যারটি চালু করুন।
3. Wallpaper এ ক্লিক করে কোন ছবিটি ওয়ালপেপার বানাবেন তা সিলেক্ট করে দিন।
4. FullScreen Wallpaper: Enable করে দিন
5. Auto Start On Boot: Enable করে দিন, তাহলে প্রতিবার মোবাইল রিস্টার্ট করার পর সফটওয়্যারটি অটোমেটিক অন হয়ে যাবে।
ব্যাস কাজ শেষ! 😀
সফটওয়্যারটি থেকে বেরিয়ে আসুন! দেখুন ফুল স্ক্রিণ হয়ে গেছে ওয়ালপেপার! 😀
মোবাইলের ক্যামেরার শাটারের সাউন্ড অনেকে পছন্দ করেন না। নকিয়া সেটে সাউন্ড বন্ধ করার অপশনও থাকেনা। এ ক্ষেত্রে মাত্র 1 কিলোবাইটেরও কম একটি প্যাচ আপনার S60v3 মোবাইলে ইন্সটল করলে শাটারের সাউন্ড চিরতরে বন্ধ হয়ে যাবে! 😀
1. মিডিয়াফায়ারের এই লিংক থেকে মাত্র 1 কিলোবাইটের প্যাচটি ডাউনলোড করে নিন।
2. মোবাইলে ইন্সটল করুন। মোবাইল রিস্টার্ট দিন!
ব্যাস বন্ধ হয়ে যাবে সাউন্ড! 😀 😀
যেহেতু এটি একটি প্যাচ তাই এর কোনো আইকন এপ্লিকেশন ফোল্ডারে থাকবে না।
আপনার মোবাইলে যদি ইনফ্রারেড থাকে তবে সহজেই মোবাইল থেকে টিভি, ডিভিটি, এসি সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে!!!
1. আপনি যদি S60v3 ইউজার হন এবং ফোন হ্যাক করা থাকে তবে মিডিয়াফায়ারের এই লিংক থেকে 686 কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করুন (হ্যাক করা ফুল ভার্সন)।
অন্যন্য মোবাইল ইউজাররা এই লিংক অনুসরণ করে ডাউনলোড করে নিন।
2. এবার সফটওয়্যারটি মোবাইলে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি রান করুন।
3. Option থেকে Add Device এ ক্লিক করুন।
4. টিভি, হোমথিয়েটার যার রিমোট চান তাতে ক্লিক করুন।
5. কোন ব্রান্ডের টিভি তা সিলেক্ট করুন।
6. এবার টিভির মডেল সিলেক্ট করুন
7. রিমোট এস যাবে! এবার ইচ্ছে মত কন্ট্রোল করুন আপনার টিভি, ডিভিডিসহ অন্যন্য যন্ত্রাংশ! 😀
ভালো থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সিম্বিয়ান সেট কিনবার মুঞ্চায় কিন তু পারি না।