সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০৪] : ফুলস্ক্রিণ ওয়ালপেপার, ক্যামেরা সাউন্ড অফ, টিভি রিমোট কন্ট্রোলার

S60v3 ঘরানার 3টি কাজের ইউটিলিটি নিয়ে হাজির হলাম।

আন হ্যাকড ফোননকিয়া E Series এ এই সফটওয়্যারগুলো ব্যবহারে সমস্যার মুখোমুখি হতে পারেন। আমি মূলত ‍S60v3 ঘরাণার টিউনার এবং N Series কেন্দ্রিক টিউন লিখি, কারণ আমার ব্যবহৃত ফোনটি এই সিরিজের। কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দেই চমৎকার কিছু ইউটিলিটির সাথে!

ফুলস্ক্রিণ ওয়ালপেপার

S60v3 ঘরানার ফোনগুলোতে ওয়ালপেপার ফুলস্ক্রিণ করা যায় না। ওয়ালপেপার সিলেক্ট করলে এরকম দেখায়-

1. এ সমস্যার সমাধানের জন্য 55 কিলোবাইটের এই সফটওয়্যারটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে

2. এবার সফটওয়্যারটি চালু করুন।

3. Wallpaper এ ক্লিক করে কোন ছবিটি ওয়ালপেপার বানাবেন তা সিলেক্ট করে দিন।

4. FullScreen Wallpaper: Enable করে দিন

5. Auto Start On Boot: Enable করে দিন, তাহলে প্রতিবার মোবাইল রিস্টার্ট করার পর সফটওয়্যারটি অটোমেটিক অন হয়ে যাবে।

ব্যাস কাজ শেষ! 😀

সফটওয়্যারটি থেকে বেরিয়ে আসুন! দেখুন ফুল স্ক্রিণ হয়ে গেছে ওয়ালপেপার! 😀

ক্যামেরা সাউন্ড অফ!!

মোবাইলের ক্যামেরার শাটারের সাউন্ড অনেকে পছন্দ করেন না। নকিয়া সেটে সাউন্ড বন্ধ করার অপশনও থাকেনা। এ ক্ষেত্রে মাত্র 1 কিলোবাইটেরও কম একটি প্যাচ আপনার S60v3 মোবাইলে ইন্সটল করলে শাটারের সাউন্ড চিরতরে বন্ধ হয়ে যাবে! 😀

1. মিডিয়াফায়ারের এই লিংক থেকে মাত্র 1 কিলোবাইটের প্যাচটি ডাউনলোড করে নিন।

2. মোবাইলে ইন্সটল করুন। মোবাইল রিস্টার্ট দিন!

ব্যাস বন্ধ হয়ে যাবে সাউন্ড! 😀 😀

যেহেতু এটি একটি প্যাচ তাই এর কোনো আইকন এপ্লিকেশন ফোল্ডারে থাকবে না।

টিভি রিমোট কন্ট্রোলার

সাপোর্টেড ফোনঃ

Nokia 5500
Nokia 5500
Nokia 5700
Nokia 5700
Nokia 6290
Nokia 6290
Nokia E50
Nokia E50
Nokia E51
Nokia E51
Nokia E60
Nokia E60
Nokia E61
Nokia E61
Nokia E61i
Nokia E61i
Nokia E62
Nokia E62
Nokia E65
Nokia E65
Nokia E70
Nokia E70
Nokia E71
Nokia E90
Nokia E90
Nokia N71
Nokia N71
Nokia N73
Nokia N73
Nokia N75
Nokia N75
Nokia N80
Nokia N80
Nokia N92
Nokia N92
Nokia N93
Nokia N93
Nokia N93i
Nokia N93i
Nokia N95
Nokia N95
Nokia N95 8GB

আপনার মোবাইলে যদি ইনফ্রারেড থাকে তবে সহজেই মোবাইল থেকে টিভি, ডিভিটি, এসি সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে!!!

1. আপনি যদি S60v3 ইউজার হন এবং ফোন হ্যাক করা থাকে তবে মিডিয়াফায়ারের এই লিংক থেকে 686 কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করুন (হ্যাক করা ফুল ভার্সন)।

অন্যন্য মোবাইল ইউজাররা এই লিংক অনুসরণ করে ডাউনলোড করে নিন।

2. এবার সফটওয়্যারটি মোবাইলে ইন্সটল করে নিন। সফটওয়্যারটি রান করুন।

3. Option থেকে  Add Device এ ক্লিক করুন।

4. টিভি, হোমথিয়েটার যার রিমোট চান তাতে ক্লিক করুন।

5. কোন ব্রান্ডের টিভি তা সিলেক্ট করুন।

6. এবার টিভির মডেল সিলেক্ট করুন

7. রিমোট এস যাবে! এবার ইচ্ছে মত কন্ট্রোল করুন আপনার টিভি, ডিভিডিসহ অন্যন্য যন্ত্রাংশ! 😀


ভালো থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিম্বিয়ান সেট কিনবার মুঞ্চায় কিন তু পারি না।

    দুঃখজনক! 🙁
    একবারেই এনড্রয়েড বা আইফোন নিয়ে নিয়েন 😀

    @সোনার দেশ: এই দুঃখ যে কতদিন বহন করসি! গত ২ দিন আগে একটা সেট পাইলাম(৫২৩৩) কম দামে। আসলে মডেল নাম্বার যত, তত দামেই কিনলাম :)।

Level 0

মোবাইলের ক্যামেরার শাটারের সাউন্ড আবার অন করতে চাইলে কি করতে হবে?

    Applocation ম্যানেজার থেকে আনইন্সটল করে রিস্টার্ট দিলেই হবে! 😀

আপনাকে কি বলে ধন্যবাদ দিবো!!!
আমার Nokia N-73 তে জোশ্ কাজ করছে।
এরকম টিউন আরো চাই।
চালিয়ে যান………..:)

    আমার নিজের ফোনটিও N73. তাই চোখ বন্ধ করে ব্যবহার করুন, আমার টিউনে দেওয়া সফটগুলো 😀
    "সিমবিয়ান জোনস” সিরিজের আগের তিনটি টিউন পড়েছেন তো? এটা তো এই সিরিজের চতুর্থ টিউন 😀

চরম হইছে………Thanks……

খুব সুন্দর হয়েছে ভাই আপনাকে ধন্যবাদ

Level 0

ভাই nokia 5233 কি রিমোট হিসেবে use করা জাবে

অনেক কস্টে আপনাকে ধন্যবাদ দিলাম,কারন
প্রতিদিন আপনার টিউনগুলা দেখতাছি মাগার দুঃখের বিষয় এই যে আমার কাছে থাকা একটা সেট এ ও এগুলা কাজ করে না।আমদের জন্যে কি কিছু করা যায় না আমার কাছে এই ২ খানা সেট আছে N8 ও N97 32 GB আমি গরিবের জন্যে কিছু করেন পিলিজ লাগে………।

    বিশেষ কইরা রিমোট কন্ট্রুল সফট টি অনেক ভাল লাগছে।

    🙁
    আপনি তো নেট সার্চ বেশ ভালোই পারেন, ভাই! একটু খুজলেই আপনার সেটের জন্য বহু সফট পেয়ে যাবেন 😀
    আসলে সফটওয়্যার নির্মাতারা যদি এসব ফোনের জন্য সাপোর্ট না রাখে তবে আপনি আমি আর কি বা করতে পারি! 🙁

    N Series এর মধ্যে N73 এর সাপোর্ট সবচেয়ে স্ট্রং 😀 !!

Level 0

how can i solve the certificate error problem , my mobile Nokia E5-00. Plz help me…..

Level New

ফাটাইয়া দিছেন। জটিল হয়েছে কাজের টিউন টি। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। রুমে টিভি তার রিমটার ব্যাটারি শেষ হলে ও এখন থেকে আর প্রবলেম নাই।

    Level New

    ডাউনলোড ফাইল টা trile version আছে। full version এর লিংক দেন।

    আমার আপলোড করা ফোল্ডারে দুটি ফাইল পাবেন-
    PSILOC.IRREMOTE.V1.03(FUNMAZA.COM).RootSiGNED.SIS
    ও DRM.COMMON.SOLUTIONS.V3.11.CRACK(FUNMAZA.COM).RootSiGNED.SIS
    এরমধ্যে DRM.COMMON.SOLUTIONS.V3.11 ফাইলটি ইন্সটল করলেই ফুলভার্সন হয়ে যাবে! 😀

Level 0

নেট মাস্তের ভাই , আমার n73 এর জন্য একটা beepless Call rcorder দরকার।। থাকলে দিবেন plz……..

    হুম আছে! 😀
    তবে আপনার ফোনটি আগে হ্যাক করে নিতে হবে। এরজন্য সিমবিয়ান জোনস এর 1 নং টিউন পড়ুন। তারপর ডাউনলোড করে নিন আর নিশ্চিন্তে রেকর্ড করুন, বিপলেসভাবে আনলিমিটেড টাইমের! 😀

    ডাউনলোড লিংক-
    http://www.mediafire.com/?px43sm4r0xjpigd

টিভি রিমোট এপলিকেশনটি তে যদি আমার টিভির মডেল বা কোম্পানি যদি না থাকে তাহলে?

    সরাসরি আমার টিভির মডেল ও দেয়া ছিল না, কিন্তু সনির একটা মডেল আমার টিভিতে কাজ করেছে! 😀
    নতুন রিমোট নেট থেকে ডাউনলোডরে সুবিধা রয়েছে সফটটিতে। 😀

Level 0

ভাইয়া,আপনার এন73 এর software version কত জানালে খুশি হব।দয়া করে জানাবেন।

    ফার্মওয়্যার আপডেট করে নিয়েছি।
    আমার ভার্সনটি 4.0839.42.2.1
    (27.09.2008)

Level 0

নেট মাষ্টার ভাই আপনি ধারুন লিখেন…..চালিয়ে যান…………………………

ভাই ফাইল ডাউনলোড করছি কিন্তু File Corrupted দেখায়।

    ভাই ফাইল ডাউনলোড করছি কিন্তু File Corrupted দেখায়।…

    ফোন হ্যাক করা না থাকলে File Corrupted দেখায়।

অনেক সুন্দর ও কাজের টিউন।
অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।

    ধন্যবাদ শ্রদ্ধেয় আতাউর ভাই।
    অনেকদিন পর আপনাকে দেখলাম 😀

Level 0

vai, amr sony Tv'r model khuje pai nah. Ki korbo. . ?

    @cowboy:
    তাহলে সনির বিভিন্ন রিমোট ট্রাই করে দেখুন কোনটায় কাজ হয়। এই পদ্ধতিতে আমি নিজেও সফল হয়েছি 😀

sundor hoyeche. Tobe n73 warning tone bondho rakhle sutter sound hobe na. Amar mote er jonno software use korar dorkar nai. Baki soft gulo osadharon.

পোষ্প টি অনেক সুন্দর ও অর্থবোহ হয়েছে।।
আমার n95(8gb) তে ট্রায় করে দেখব।।।

Level 2

bai remote mone hoy bua system. apne ki use korser success hoycen

    @Miazi:
    হুম! 😀
    আমার সনি টিভিতে চালাই! 😀
    তবে ফোন টিভির কাছে নিয়ে যেতে হয়, খুব বেশী দুরে নিয়ে গেলে কাজ করেনা।

Level 2

amar n73 version apnar sathe same but philips dvd te model milleo kaj hoyna . r kono instrument dorkar ace naki

    @Miazi:
    হতে পারে। মডেল মেলার পরও কেন কাজ করেনা সেটা কেবল এর ডেভলোপাররাই বলতে পারে।

apnar post sobgulai boss. ekhono sob pore sesh korini. sob pore try kore ekta ekta kore comment korbo.
apatoto, amar set Nokia 6120 classic. tai request korchi, amar led flash take torch hisebe use korte chai. plz ekta software manage kore den na…

apni plz ektu s60v3 er jonnoi e software ta ache kina, dekhben ?

Level 0

amar c5-00 te software ta install korte parlam na certificate err dakan kichu help ki ace?

vai ami bujte parlam je , dokkher bisoy, amar n73 infread kaj kore na. Aro koyekta n73 dekhlam infread kaj kore na. Naki bishes system ace? Ki karon kibabe korte pari kindly janaben , opekkhay aci.

ami External TV Card babohar kori ami kon kompanir kon model select korbo?

net muster vai amar mobile (e 75) r canara sound bondo hocche na .apnar software deower pore o?

Level 0

vai amar N73 phone khub slow please ektu help korben ei bepare amar ফার্মওয়্যার version is V 4.0736.3.2.1
04-09-2007 please vai ekta solution diben best ar vai er jnno ki farmware update dite hobe jodi dorkar pore emon ekta tutorial diben please……