সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০৩] : অটোমেটিক মিসডকল দেবার মজার সফটওয়্যার!

মিসকলে কেউবা বিরক্ত হন আবার কেউ কেউ মিসডকল না পেলে মন খারাপ করে বসে। বিশেষ করে আপনার গার্লফ্রেন্ডকে মিস করছেন বলে ১০০ টা মিস কল দিলে কেমন খুশি হবে ভেবে দেখুন তো! বলে ফেলতে পারেন ১০০ টা মিসডকল দেয়া কি চাট্টিখানি কথা নাকি বাপু? আধাঘন্টা বাটন চাপতে চাপতে তো মোবইলের অবস্থাই কেরোসিন হয়ে যাবে, হাতের কথা না হয় বাদ ই দিলাম।.. তবে দাদা, আপনার সেটটি যদি সিমবিয়ান থার্ড এডিশনের (S60v3) হয়, তবে লেগে পড়ুন স্বয়ংক্রিয়ভাবে মিসডকল দিতে! শুধূ মোবাইলে সেট করে দেবেন কতটি মিসডকল দিতে হবে.. 100, 200 বা 500 কোনো ব্যাপারই না! 100 টি মিসকল মাত্র 14 মিনিটেই দিয়ে দেবে!

বেশ মজার এই সফটওয়্যারটি নিয়ে টিউন করতে বসে গেলাম! 😀

টিউটোরিয়াল

1. প্রথমে এখান থেকে Missed Caller.zip ফাইলটা পিসিতে নামিয়ে মোবাইলে ট্রান্সফার করে দিন (সাইজ 600 কিলোবাইট মাত্র) ZIP ফাইলের ভেতরে 3টি সফটওয়্যার আছে।

2. Pythone ফোল্ডার থেকে

PythonForS60_1_4_3_3rdEd.SIS এবং PythonScriptShell_1_4_3_3rdEd.SIS ফাইল দুটো ইনস্টল করে নিন.

3. এবার Smart4n.Jeer.v1.01.sis সটফওয়্যারটি ইনস্টল করে ফেলূন ঝটপট। ব্যাস হলে গেল কাজ!

4. মোবাইলের Applications ফোল্ডার থেকে Jeer নামক সফটওয়্যারটি ওপেন করুন।

5. Option>Settings>Set Dialling Number এ প্রিয়জনের নম্বরটি বসিয়ে দিন।

6. Set Count এ কতটি মিসডকল দেবেন তার সংখ্যা বসিয়ে দিন।

7. এবার Start Dialling.. এ চাপ মারুন!!

নাকে তেল দিয়ে শুয়ে পড়ুন! আপনার মোবাইল কিন্তু আটোমেটিক মিসডকল দেয়া শুরু করে দিয়েছে.. !!

সতর্কতাঃ

1. কাউকে বিরক্ত করতে ব্যবহার করবেন না, শুধু প্রয়োজন মনে হলে ব্যবহার করুন।
2. ফোন হ্যাক করা না থাকলে সফটওয়্যারটি ইন্সটল করতে পারবেন না। Certificate error, File Corrupt বা Time Error দেখাবে
3. মিসডকল নেটওয়ার্কের উপর চাপ বাড়ায়, ব্যাপারটি মাথায় রাখবেন! 😀

ভালো থাকুন, ভালো রাখুন 😀

-- নেট মাস্টার
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

many many many many thanks for you….

Level 0

এটা S60v5 এর জন্যে নাই?

অসাধারন পোস্ট….. simply অসাধারন…………

ধন্যবাদ সেয়ার এর জন্য । তবে টিউনটি আগে প্রকাশিত অনেক আগে নিচে পেলাম নিচের সাইটটিতে কি আপ্নিই প্রকাশ করেছেন?
http://bre-student.blogspot.com/2010/08/blog-post.htm

আরও ২ টি সাইট এ প্রকাশিত ১ বছর আগে
http://www.somewhereinblog.net/blog/drtanzil/29133179
http://www.nilanchol.com/?p=515

নিচের ২ টি সাইট থেকে আপনি হুবহু কপি পেস্ট করেছেন বিশেষ করে সামু থেকে।নাকি সামুতে আপনি প্রকাশ করেছেন ?
টিউন এর শেষে সুত্র দিন কোথা থেকে কপি করেছেন।

http://www.somewhereinblog.net/blog/drtanzil/29133179
http://www.nilanchol.com/?p=515

    আপনার পরিশ্রমের জন্য ধন্যবাদ! 😀
    আপনার কল্যাণে জানা হয়ে গেল আমার লেখাটি আর কোথায় কোথায় কপি করা হয়েছে!! 😀

    tanzil ID ta amar.. সামহয়্যারেও, টেকটিউনসেও! 🙂 …

    আমার লেখা সবসময়ই মৌলিক। এখানকার লেখা কপি হয়ে বহু ব্লগে ব্লেগ চলে যায়।
    ”সিবমিয়ান জোনস” সিরিজ আকারে লিখতে গিয়ে অতীতের লেখাগুলোকে সাজিয়ে নিচ্ছি। :

    আমার লেখাগুলো আর কোথায় কোথায় কপি হয়েছে খুজতে গিয়ে মজার একটি তথ্য নজরে আসলো!

    আমার পোষ্টঃ(১৬.১১.১০) https://www.techtunes.io/games/tune-id/39886/
    ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি (Cadillacs and Dinosaurs)
    খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি…

    আপনার পোষ্টঃ(২৮.১.২০১১) http://www.somewhereinblog.net/blog/ranar/29316030
    ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি (Cadillacs and Dinosaurs} খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি।

    কাহিনী কি???? 😀 😀

    আমি ত সামু ছাড়া টেক্টিউন্স আমারব্লগ এ ও গেমটি নিয়ে পোস্ট করেছি সবটা পোস্ট পরলে হয়তো কাহিনী বুঝতে পারবেন হুবহু আপনার মত কি না আমি একটু অন্যভাবে লিখেছি প্রথম ২ লাইন আপনার সাথে মিলে যাওয়ায় দুঃখিত। কস্টকরে দেখার জন্য ধন্যবাদ ।

জটিল তো ! ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য |

Level 0

দারুন জিনিস রে ভাই..যেখান থেকেই কপি মারেন না কেন…শেয়ার করার জন্য ধন্যবাদ।

    হুম! 😀
    নিজের পার্সোনাল ব্লগ থেকে টেকটিউনসের আলোয় নিয়ে আসলাম! 😀
    নিজের লেখা বিভিন্ন ব্লগে প্রকাশ করাটা সম্ভবত কপি-পেস্টের আন্ডারে পড়ে না 😀

      Level 2

      পড়ে।………..আপনি একই লিখা আরেকবার লিখেছেন নাকি?

Level 0

এই রকম 1টা জটিল টিউন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

vhi install korlam set a nokia e-52 but jeer open hoyna ki korbo plz advise den

    পাইথন ইন্সটল করেছেন তো? পাইথন ছাড়া কাজ করবে না!

দারুণ।

আমার c5 এ ইন্সটল করেছি। কিন্তু ওপেন হচ্ছে না। কি সমস্যা হতে পারে?

    C5 কি S60v3?
    পাইথন ইন্সটল করেছেন তো?

    Level 2

    আমারটায় system error-২ দেখিয়ে বন্ধ হয়ে যায়…….আমার ক্ষেত্রে হ্যাক করা বা সার্টিফিকেট নিয়া ঝামেলা নাই

Level New

খুব ভাল হয়েছে, প্রিয়তে রেখে দিলাম। পরে ব্যবহার করব যখন এ মডেলের মোবাইল হবে। এখন আমার কাছে এ মডেলের মোবাইল নাই, তাই ব্যবহার করতে পারলাম না। এটা কি নোকিয়া ২৬৯০ মডেল এ ব্যবহার করা যাবে।

    কমেন্টের জন্য ধন্যবাদ 😀
    2690 সিমবিয়ান ফোন নয়, কাজ করবে না।

vai apnar tune gulay ektu kasto kore s60v2 er ta ektu dia diben.

    আসলে সব সফটওয়্যার S60v2 হয় না। S60v3, S60v2, S^3 এগুলো আলাদা আলাদা প্লাটফর্ম। যেহেতু আমার ফোনটি ‍S60v3 তাই আমার কাছে এই ফোনের প্রচুর সংগ্রহ রয়েছে!

    কোন সফটওয়্যারের যদি S60v2 থাকে, সেটি আগেই জানিয়ে দেব 😀

Level 0

s60v5 ar jonno soft cai.u r waiting……..

Level 0

vhi kaj kore na plz phyton install korsi to akhon ki korbo plz bolen nokia e52

Level 0

It,s Tooooooooooo Good………..Thanks

নেট মাষ্টার ভাই, আমার মোবাইলটি NOKIA-E5,, আপনার কাছে যত সফট্ আছে , তা কি মিডিয়াফায়ারে আপালোড করে .. আমাকে লিংকটা দিতে পারেন? ‌আমার মেইল আইডি- [email protected]

    ধন্যবাদ ভাই! 😀
    শুধুমাত্র আমার প্রিয় সফটওয়্যারগুলোর ফোল্ডার My Selected SIS এর সাইজ দেখলাম 160 MB.
    যেটি আমার গ্রামীণফোন P6 দিয়ে আপলোড করার কথা ভাবাই সম্ভব নয়!!

    টিউনের মাধ্যমে ধীরে ধীরে আমি সবকিছু বিস্তারিতভাবে প্রকাশ করতে যাচ্ছি! 🙂

খুবই সুন্দর হয়েছে। অবশ্যই প্রিয়তে। Thanks…..

Level 0

ভাই, কোনো মোবাইল symbian কিনা কিভাবে বুঝবো ?

Vai amar nokia e51. Python install korchi. install er somai kono error dekhai ni. Tobo jerr ta cholse na. python ta chole. python folder er 2ta install korsi 1st a.erpor jerr instll disi.

Level 0

Vai amar nokia e63. Python install korchi. install er somai kono error dekhai ni. Tobo jerr ta cholse na. python ta chole. python folder er 2ta install korsi 1st a.erpor jerr instll disi. amar obosthao quadar bhai er moto …help us …

ভাই আমার এন ৭৩ মোবাইলে jeer open হয়না।কি কারণে হয়না জানাবেন।

Level 2

কাউকে বিরক্ত করতে ব্যবহার করবেন না, শুধু প্রয়োজন মনে হলে ব্যবহার করুন। 😀

Level 0

Vi Amr N73 Ar jonno Unlimited voice Recorder Dorkar Please! …. Jodi karo kase thake tahole Link ta dan… [email protected]

Level 0

vhi amke ki nokia e-52 ar hacking ta clear kore diben ? kew alochona kore nai sobay pf1 niya korse but pf2 niya kew kore nai? ki kore sohoze hag kora jai plz share koren

hacking e to korte parchina. amar 6120 classic e xplore install hoyna, apnar deya link theke.
ar amar kache ekta chilo, seta install kore dekhi, 0 chaple fullscreen option ashe. bujhlam na kivabe hidden file show korte parbo.
hack na korte parle mone hoy JEER open hobena…:(

vai system error (-2) BOLTESE

ph hack kora ase…. Apne jemne ja install korte bolcen temnei korsi….E63 ……but soft ta open hosse na….

Level 0

Vhai install thikmoto hoise, Kintu Jeer open korle open hoi na. Amar phone Nokia E5 (Hack kore nese). Plese help…….

Level 2

dur vai 600 kb purai loss..python mython sob install ase..phn tao hack kora..magar jeer open hoyna!!soft ta clik korle akta jhalak dia jay ga..amar phn nokia e72.othr kono system thakle janan

Thanks Khub Kajer Post. Its Works 100%…