WLAN দিয়ে Nokia s60v5 মোবাইলে ব্রাউজ করা যায়। তবে এর জন্য আপনার একটা WLAN card লাগবে আর Nokia s60v5 এর মোবাইলে Wi-Fi সাপোরট করে। বিস্তারিত বলার জন্য আমি আমার Nokia 5800 Express Music বেছে নিয়েছি।
১। প্রথমে Control Panel – Network Connections
Right Click on Local Area Connection – Propertie
Click on Advanced Tab and Select both options
আমি ধরে নিলাম যে এই ল্যানে আপনার নেট আছে।
২। আবার Control Panel – Network Connections
Right Click on Wireless Network Connection – Properties
Click on Wireless Network – Advance – Select 3rd option – Close
এবার Add option click করুন আর নিচের ছবি মত কাজ করুন
Network name আর network key আপনার ইচ্ছামত তবে network key টা পাচ সংখ্যায় হতে হবে।
Computerer কাজ শেষ।
এবার আপনার মোবাইলের Menu - Settings - Connectvity - Destinations - Access point ক্লিক করুন
"Automatically Check for available access point?" সিলেক্ট করুন YES
"Avalilabe access points" সিলেক্ট করুন Wireless LAN
এবার আপনি একটু আগে WIRELESS নামে একটি Network কম্পিউটারে তৈরী করেছিলেন সেটা দেখাচ্ছে
সিলেক্ট করুন আর আপনি যে Network Key দিয়েছিলেন সেটা লিখুন এবং Enter চাপুন
"Silect Destination" এখাকার অপশোন গুলো থেকে internet সিলেক্ট করুন
ব্যাস হয়ে গেলো আর ব্রাউজ করতে শুরু করুন মোবাইল থেকে।
মোবাইলের ScreenShot নিতে পারি না তাই মোবাইলের ছবি দিতে পারলাম না। কোনো প্রবলেম হলে জানাবে। ইনশাল্লাহ হেল্প করতে পারব।
বিঃদ্রঃ ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আরাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডেয়ার arahan,
আপনি কি মন্তব্যে WLAN এবং WLAN CARD সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দিতে পারেন?
Nokia 5800 কেমন সার্ভিস দিচ্ছে? আমি শুনেছিলাম এর সাউন্ড সিস্টেমে সমস্যা করে। সমস্যা করে 3G সিস্টেমেও।
Nokia 3110C সম্পর্কে আপনার কাছ থেকে কোন পরামর্শ পেতে পারি কি? মোবাইল সফ্টওয়্যারকে ব্যবহারের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার কি কোন সুযোগ আছে? থাকলে কিভাবে তা জানালে খুব উপকৃত হতাম।
ধন্যবাদ