হ্যাক করুন আপনার NOKIA S60v5 ফোনকে আর install করুন সব কিছুই

আমি এই ব্লগের একজন রেগুলার ভিজিটর। কিন্তু আজকে Register করলাম, সালাম সবাইকে। এটা আমার প্রথম টিউন। তাই কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন।

Nokia mobile –এ একধরনের সমস্যা হয়। এর security system এত high যে অনেক জিনিস ইন্সটল হতে চায় না। একে হ্যাক করা গেলে কিন্তু এই সমস্যাটা থাকে না, তাই আমি আপনাদেরকে NOKIA S60 v5.0 ফোনকে হ্যাক করার নিয়ম বলব।

  • ১। প্রথমে *#06# প্রেস করে আপনার মোবাইলের IMEI নাম্বার জেনে নিন।
  • ২। *#0000# প্রেস করে আপনার মোবাইলের Firmware version জেনে নিন।
  • ৩। এরপর http://www.opda.net.cn/ এই লিঙ্কে ক্লিক করুন। কারন এখান থেকে আপনি আপনার মোবাইলের জন্য cer এবং key ফাইল পাবেন। তবে এখানে রেজিস্টার করার পর ওরা ২৪ ঘন্টা সময় নেয়। আর এই ওয়েবসাইটটি চাইনিজ ভাষায়। নিচের instruction অনুসারে করুন আশা করি কোনো সমস্যা হবে না।

এর জন্য আপনার নিচের জিনিস গুলো প্রয়োজন হবে

ডাউনলোড করে নিন।

প্রথমে নিচের ছবির নিয়ম মত রেজিস্টেশন করে নিন।

এখন Singer.exe ফাইল খুলুন এবং নিচের নিয়ম অনুযায়ী পূরন করুন।

এতে HelloOX.sis ফাইলটি আপনার মোবাইলের জন্য signed হয়ে যাবে। ফাইলটিকে আপনার মোবাইলের memory card মানে E:\ drive রাখুন। ফাইলটিকে install করা শুরু করুন আর যে অপশন আসুক না কেন আপনি শুধু ইয়েস চেপে জাবেন। যা করার ও নিজেই করে নেবে। এখুন দেখুন আপনার application –এ ROMPacher নামে একটি application হয়েছে আর memory carde “paches” নামে একটি folder হয়েছে।

এখন আপনার Firmware version অনুযায়ী installserver.rmp ফাইলটিকে paches folder –এ রাখুন। ROMpacher application টি চালু করুন। সেখানে প্রত্যেকটি অপশনকে সিলেক্ট করে option – patch – Enable করুন কিন্তু Disable show করলে কিছু করার দরকার নেই এবং আবার প্রত্যেকটি অপশনকে সিলেক্ট করে option – patch –Add to auto করুন।

ব্যস হয়ে গেল। এখন যেকোনো Usigned application install করতে পারবেন, কোনো certificate error ছারাই।

বিঃদ্রঃ মন্তব্য করবেন দয়া করে।

Level 0

আমি আরাহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কোনো সমস্যা হলে জানাবেন। আর দয়া করে বাংলা লিখতে কোনো ভুল হলে ক্ষমা করবেন।

Level New

হুম। ভাল টিউন। সাগতম আপনাকে। এই র`কম জটিল টিউন করতে থাকুন

অনেক ধন্যবাদ।

গুগল ট্রান্সলেট সার্ভিস ব্যাবহার করে সাইটি আরো সহজে ভিজিট করা যেতো।

Developer Platform S60 3rd Edition, Feature Pack 2
Operating System Symbian OS v9.3
হ্যাক করার কোন উপায় আছে। থাকলে প্লিজ বলবেন।
আর এই লিংকটা দেখুন : https://www.techtunes.io/mobileo/tune-id/5061/ (একই হয়ে গেল না)

Level 0

http://www.tech-bd.blogspot.com ভাইজান যদি জিনিসটা একই হত তাহলে ত আপনি ওই লিঙ্ক হতে OS v9.3 তাকে হ্যাক করতে পারতেন। আপনি এটা দিয়ে নিজের ফোনের জন্য cer and key file পাচ্ছেন যা দিয়ে অন্য কোণো software certified korte parben. আর এইটা OS v 9.4 এর জন্য। আর এতা দিয়ে I hope u can hack ur phone also s60 v3.

arahan brother অনেক কষ্ঠে সবকিছু করার পর যখন hello ox ফাইলটিকে signed করতে গেলাম তখন commend-এ error-runtime
দেখাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল কি করবো এখন? cer এবং key file ঠিকমতো বসিয়েছি। সম্যসাটা কোথায় জানাবেন দয়া করে।
আর এটা মারাক্তক জটিল টিউন হয়েছে।

Level 0

অনেক কষ্ট করতেছি মোবাইল হ্যাক করার জন্য। সফল হলে আপনাকে জানাবো। আমার মোবাইল নকিয়া এন৭৩। দোয়া করবেন ভাইজান।

এতো জটিল না করলেও হতো। সার্টিফিকেট আরো অনেক সহজে পাওয়া যায়। কারো লাগলে বলবেন।

ভাই আমি মোবাইল বিভাগের যত গুলা নিয়ম সব চেস্টা করছি, কিন্ত একটাও কাজ করেনাই।আর কোন নিয়ম থাকলে আমাকে বলেন দয়া করে। আমার মোবাইল নকিয়া ৬১২০ . [email protected]

Level 0

ami amar nokiaN72 S60 v.2 হ্যাক korte chai kindly sof.link soho help korben.thank’s