“মোবাইল আপারেটররা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে , করছে অবৈধ ভি ও আই পি , আর আমাদেরকে দিচ্ছে নিন্মমানের সেবা”
১। “কাছে থাকুন , গ্রামীন ফোন” ঃ- ভাই জান কল রেট এতো বেশি হলে কী করে কাছে থাকবো একবার বলবেন? “আলো আসবেই” , হাঁ শুধু আলোই আসবে , নেটের স্পিড কখনো আসবে না ।
২। “রবি , জ্বলে উঠুন আপন শক্তিতে” ঃ- হাঁ আমাদেরকে আমাদের আপন শক্তিতেই জ্বলে উঠতে হবে, তোমাদের আসলে কোন শক্তিই নেই ।
৩। “এয়ারটেল , ভালোবাসার টানে কাছে আনে” ঃ- কি আর বলবো , আসলেই ভালোবাসার টানে কাছে আনে , তার পরেতে ………………………….(প্রকাশের অযোগ্য)…………….. মারে ।
৪। “যেখানেই দিন বদলের চেষ্টা , সেখানেই বাংলালিঙ্ক” ঃ- আরে বেডা আমগো দিন বদল কি করবি , তোগোর নেটের আগে দিন বদল কর , তার পর আমগো দিন বদল করিস ।
৫। “সিটিসেল , ইটস সিম্পল” ঃ- আসলেই সিম্পল , কোন কাজের না ।
### মোবাইল অপারেটরদের বেধে দেওয়া রেটে আমরা টাকা খরচ করে জরুরি প্রয়োজনে কথা বলবো ,
১। তার পরও কেন ঠিক মতো কথা শোনা যাবে না (নয়েজ হবে)?
২। কেন বার বার কল কেটে যাবে (কল ড্রপ হবে) ?
৩। কেন নেট থাকবে না (সার্ভিস লিমিটেড দেখাবে) ?
৪। কেন আমাদের সাথে বিভিন্ন রকম প্রতারনা করবে (বিভিন্ন রকম প্যাকেজ ও অফার দিবে, মনে হবে লোভোনিয় কিন্তু “ফাঁদ” , আছে অনেক রকম শর্ত , আর “শর্ত প্রজয্য” লিখবে অনেক ছোট করে যা ম্যাগ্নিফাইটিং গ্লাস ছারা দেখা মুসকিল)?
### মোবাইল অপারেটরদের বেধে দেওয়া রেটে আমরা টাকা খরচ করে ইন্টারনেটের সংযোগ নিব ,
১। তার পরও কেন ঠিক মতো নেটের স্পিড পাওয়া যাবে না?
২। কেন বার বার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ?
### আমার এই প্রশ্নগুলির উত্তর কে দেবে ? কার দায়িত্ব এই বিষয় গুলোর দিকে নজর দেওয়া ?
১। মোবাইল অপারেটররা , হাঁ তোমাদের বলছি , এখনো সময় আছে , বন্ধ করো তোমাদের চিটিং । বাংলার জনগন খেপলে এই সোনার বাংলা ছেড়ে নিজ দেশে পালাতে পথ পাবা না ।
২। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মাননিয় সরকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের “ঘুষখোর” দায়িত্ব প্রাপ্তগন , এসব বিদেশী কুত্তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদের পা চাটা বন্ধ করেন । দেশকে ভালোবাসেন । নয়তো দেশের সাধারন জনগন আপনাদের পশ্চাত দেশে সম্মানের সহিত লাত্থি মারতে দ্বিধা বোধ করবে না ।
৩। আমার সোনার বাংলাদেশ এর বীর জনগন , জেগে ওঠো , আমাদের সবাইকে হতে হবে অনেক সজাগ ও প্রতিবাদমুখর ।নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে, কেউ দিয়ে যাবে না ।
আমার এই লিখাটি পূর্বে এইখানে প্রকাশিত http://www.somewhereinblog.net/blog/sarowar_eee/29390475
আমি sarowar_eee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোবাসার টানে BABY আনে । 🙂