“মোবাইল আপারেটররা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে , করছে অবৈধ ভি ও আই পি , আর আমাদেরকে দিচ্ছে নিন্মমানের সেবা”

“মোবাইল আপারেটররা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে , করছে অবৈধ ভি ও আই পি , আর আমাদেরকে দিচ্ছে নিন্মমানের সেবা”

১। “কাছে থাকুন , গ্রামীন ফোন” ঃ- ভাই জান কল রেট এতো বেশি হলে কী করে কাছে থাকবো একবার বলবেন?  “আলো আসবেই” , হাঁ শুধু আলোই আসবে , নেটের স্পিড কখনো আসবে না ।

২। “রবি , জ্বলে উঠুন আপন শক্তিতে” ঃ- হাঁ আমাদেরকে আমাদের আপন শক্তিতেই জ্বলে উঠতে হবে, তোমাদের আসলে কোন শক্তিই  নেই ।

৩। “এয়ারটেল , ভালোবাসার টানে কাছে আনে” ঃ- কি আর বলবো , আসলেই ভালোবাসার টানে কাছে আনে , তার পরেতে ………………………….(প্রকাশের অযোগ্য)…………….. মারে ।

৪। “যেখানেই দিন বদলের চেষ্টা , সেখানেই বাংলালিঙ্ক” ঃ- আরে বেডা আমগো দিন বদল কি করবি , তোগোর নেটের আগে দিন বদল কর , তার পর আমগো দিন বদল করিস ।

৫। “সিটিসেল , ইটস সিম্পল” ঃ- আসলেই সিম্পল , কোন কাজের না ।

### মোবাইল অপারেটরদের বেধে দেওয়া রেটে আমরা টাকা খরচ করে জরুরি প্রয়োজনে কথা বলবো ,

১। তার পরও কেন ঠিক মতো কথা শোনা যাবে না (নয়েজ হবে)?

২। কেন বার বার কল কেটে যাবে (কল ড্রপ হবে) ?

৩। কেন নেট থাকবে না (সার্ভিস লিমিটেড দেখাবে) ?

৪। কেন আমাদের সাথে বিভিন্ন রকম প্রতারনা করবে (বিভিন্ন রকম প্যাকেজ ও অফার দিবে, মনে হবে লোভোনিয় কিন্তু “ফাঁদ” , আছে অনেক রকম শর্ত , আর “শর্ত প্রজয্য” লিখবে অনেক ছোট করে যা ম্যাগ্নিফাইটিং গ্লাস ছারা দেখা মুসকিল)?

### মোবাইল অপারেটরদের বেধে দেওয়া রেটে আমরা টাকা খরচ করে ইন্টারনেটের সংযোগ নিব ,

১। তার পরও কেন ঠিক মতো নেটের স্পিড পাওয়া যাবে না?

২। কেন বার বার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ?

### আমার এই প্রশ্নগুলির উত্তর কে দেবে ? কার দায়িত্ব এই বিষয় গুলোর দিকে নজর দেওয়া ?

১। মোবাইল অপারেটররা , হাঁ তোমাদের বলছি , এখনো সময় আছে , বন্ধ করো তোমাদের চিটিং । বাংলার জনগন খেপলে এই সোনার বাংলা ছেড়ে নিজ দেশে পালাতে পথ পাবা না ।

২। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মাননিয় সরকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের “ঘুষখোর” দায়িত্ব প্রাপ্তগন , এসব বিদেশী কুত্তাদের কাছ থেকে ঘুষ খেয়ে তাদের পা চাটা বন্ধ করেন । দেশকে ভালোবাসেন । নয়তো দেশের সাধারন জনগন আপনাদের পশ্চাত দেশে সম্মানের সহিত লাত্থি মারতে দ্বিধা বোধ করবে না ।

৩। আমার সোনার বাংলাদেশ এর বীর জনগন , জেগে ওঠো , আমাদের সবাইকে হতে হবে অনেক সজাগ ও প্রতিবাদমুখর ।নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে, কেউ দিয়ে যাবে না ।

আমার এই লিখাটি পূর্বে এইখানে প্রকাশিত http://www.somewhereinblog.net/blog/sarowar_eee/29390475

Level 0

আমি sarowar_eee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালোবাসার টানে BABY আনে । 🙂

    ঠিক ই বলছেন ।ধন্যবাদ

Level 0

good news thanks

    আমাদেরকে অনেক সচেতন হতে হবে।

সুন্দর টিউন। ধন্যবাদ ভাই

    ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভাই আপ নাকে কি বলে যে দন্নবাদ দিব ভাবে পাইনা আইত সুন্দর আমি আছী আপনার সাতে।

    ঊর্ধ গগনে বাজে মাদল , নিম্নে উতলা ধরণী তল , অরুন প্রাতের তরুণ দল , চলরে চলরে চল । আপ্নাকেও অনেক ধন্যবাদ ।

সাবাস ভাই। আমি আপনার সাথে একমত। চালিয়ে যান… আমরা আছি আপনার সাথে।

    আমরা বাঙ্গালিরা আমাদের প্রেরণা । আমরা তরুন । আমরাই পারব ।

Level 0

marattok

    আমাদেরকে marattok ভাবে সচেতন হতে হবে ।নিজেদের অধিকার নিজেদেরকে আদাই করতে হবে ।

কিচ্ছু করার নেই রে ভাই।বাংলাদেশকে বিজিটাল করতে পেপাল কিংবা 3G প্রযুক্তির দরকারই নেই।3G আসবে ২০১২ কিংবা ২০১৩ তে।তাও আবার প্রথমদিকে অন্য কোন অপারেটরকে লাইসেন্স দিবে না।শুধু Teletalk (টাসকীটক) এই সেবা নিয়ে আসবে তাহলে বুঝেন ঠেলা।এমনি তেই বাংলাদেশ বিজিটাল হবো।আজকাল যা জিনিসপত্রের দাম বাড়ছে না

    ভাই , গ্রামীন ফোন ইতোমধ্যে ঢাকায় ৩জি এর কাজ শুরু করে দিয়েছে । কিন্তু কোন কাজের না । পরিস্তিতি বরং আগের চেয়ে অনেক খারাপ ।এখন "এরিক্সান" এর "২ দশমিক ৫ জি" প্রডাক্ট বাদ দিয়ে "হুয়ায়ি" এর "৩ জি" ইন্সটল করছে । হাঁ "২ দশমিক ৫ জি" এর চাইতে "৩ জি" অনেক ভাল । কিন্তু "এরিক্সান" এর প্রডাক্ট এর কাছে "হুয়ায়ি" এর প্রডাক্ট অনেক খারাপ । যার কারনে বার বার কল ড্রপ হচ্ছে । কয়েকটি ইনফমেশ এই বুসতে পারবেন এখন কী অবস্থা ঃ-

    ১। "এরিক্সান" এর "২ দশমিক ৫ জি" প্রডাক্ট এ ক্যাবিনেট বক্স ছিল ৩ টি । ১ টি ১৮০০ এর জন্য , ১ টি ৯০০ এর জন্য আর একটি এক্সট্রা ।.। আর "হুয়ায়ি" এর "৩ জি" প্রডাক্ট এ এখন ক্যাবিনেট বক্স মাত্র ১ টা , ১টার মধ্যেই ১৮০০ ও ৯০০, তাও আবার ১৮০০ এ একটা এক্সট্রা জি এস এম এন্টেনার ব্যবস্থা আছে ।

    ২। "এরিক্সান" এর "২ দশমিক ৫ জি" প্রডাক্ট এ ক্যাবিনেট বক্স এর দাম দেড় কোটি টাকা প্রায় । আর "হুয়ায়ি" এর "৩ জি" এর ক্যাবিনেট বক্স এর দাম মাত্র সত্তুর লাখ টাকা প্রায় ।

    এসব কম দামের ইন্সট্রুমেন্ট রিপ্লেসের কারনে টেলিকম সেবার মান দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে ।

    Level 0

    ভাই sarowar শুদু জিপি কে আরো ওনেক মানে airtel. bangla link. এরা তো ওনেক আগে ই শুরু কোরে দিএসে । ভাই আমি এই দুটোর কথা বললাম কারোন আমি dhaka naraion gonj এ সকালে ওনেক সমএ মোবাইল এ ৩জি লেখা সিগনাল পেএছি ।আর মুল কথা তারা যত আগেই কাজ শেষ কোরেন না কেনো সরকারি লাইন যখোন পযনত ৩জি না হবে তারা কখন অনুমতি পাবেনা ।

      Level 0

      আর হা আপনার লেখা গুলু পরে ওনেক মজা পেএছি।সুনদর হএছে

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আমাদের সকলকে সজাগ হতে হবে ।

    আমাদের সকলকে সজাগ হতে হবে + রুখে দারাতে হবে + দেশীয় অপারেটর টেলিটক এর মান উন্নয়ন করতে হবে + টেলিটক এ দূর্নীতি বন্ধ করতে হবে ।

গ্রামীণ ফোন- কাছে থাকুন= হারামীর ফোন দুরে থাকুন। ওয়ারিদ: ভালবাসার টানে বেবী আনে, সিটিসেল = চিটিনং সেল, রবি (একটেল)= ফকটেল>ফাউল, বাংলা লিংক- ফালতু থিংক। ভাই চালিয়ে যান। আপনাকে ধন্যবাদ।

    ওহে নবিন , তরুণ প্রান , গাহি আজি তোমারি জয়গান , তুমি পারবে তাদের বক্ষে ভেদিতে বীষ বান ।

তবুও প্রয়োজনের তাগিদে আমরা এদের কোন না কোনটা ব্যবহার করতে বাধ্য হই 🙁

    আপনি ঠিক বলছেন । একটাই উপায় , আমাদের সকলকে সজাগ হতে হবে + রুখে দারাতে হবে + দেশীয় অপারেটর টেলিটক এর মান উন্নয়ন করতে হবে + টেলিটক এ দূর্নীতি বন্ধ করতে হবে । তাইলেই জনগন টেলিটক এ আস্থা ফিরে পাবে । দেশের টাকা দেশেই থাকবে ।

Level 0

airtel service sobse baje………………………………..etake porihar korun…..

    এক কথায় খুব বাজে । সারা দিন রাত শুধু ভারতের নায়ক নায়িকাদের অশ্লীল ছবি দেখার জন্য লিঙ্ক সহ মেসেজ পাঠায় ।

Level 0

আমাদের একজোট হয়ে এসবের প্রতিবাদ করা উচিত । দেশটাকে আমরা মগের মুল্লুক হতে দিতে পারি না ।

    এইতো এইতো আন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দানা বাঁধতে শুরু করেছে । "অরে-অই সাদা বিড়ালের দল (বিদেশী মোবাইল অপারেটর), তোরা এই দেশ ছাড়বি কবে বল , থাকতে হলে উন্নত সেবা দিবি বল "

Key korban Shob Mobile Operator ghulo moughar moullok peacha tie thadar thaka shabdhan thakat hoba ……..ha………ha……ha……..ha////////// ha………ha…….haaaaaaaaaa,,,,,,//////// ha ……………….?

    ব্রিটিশ বিরোধি অন্দোলোনেও অনেক কিছু ঘটেছিল , সময়_ই সব দেখিয়ে দিবে ।

Key korban Shob Mobile Operator ghulo moughar moullok peacha tie thadar thaka shabdhan thakat hoba .

    একটাই উপায় , আমাদের সকলকে সজাগ হতে হবে + রুখে দারাতে হবে + দেশীয় অপারেটর টেলিটক এর মান উন্নয়ন করতে হবে + টেলিটক এ দূর্নীতি বন্ধ করতে হবে । তাইলেই জনগন টেলিটক এ আস্থা ফিরে পাবে । দেশের টাকা দেশেই থাকবে ।
    কিছু বুঝলেন ?
    বিদেশী বিড়াল গুলোর কিছু চামচা তাদের মতই হয়ে গেছে । সময় মতো তারাও রক্ষা পাবে না ।

Level 2

সবাইকে সজাগ ও জেগে তোলার জন্য আপনাদের মত পথপ্রদর্শককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদ। চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

    আপনাদের উৎসাহ , প্রেরনা , সচেতনতা এবং সুচিন্তিত মতামতই পারে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিতে । আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

sarowar ভাই , আমার দেখা গত কয়েক দিনের মধ্যে এটিই শ্রেষ্ট টিউন । আর টিউটির পুরো বিষয় এবং সকলের মন্তব্যগুলো আমার ভীষন ভালো লেগেছে । তাই মোডারেটর ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই এই টিউনটি কিষ্টিতে রাখা হোক । সবাইকে অসংখ্য ধন্যবাদ।

    ভাই ,আপনার কথা আমার খুব ভাল লাগল , শুধু আমার নয় আমাদের সবার উতসাহ আরো লক্ষ কোটি গুন বেড়ে গেল । হাঁ আমরা , আমরাই পারব এই বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলাদেশ হিসাবে গোড়ে তুলতে ।

চমৎকার এই লেখাটা পড়ে সত্যিই চমকিত হলাম।আপনার এই লেখাটা গ্রামীনফোন,ককটেল,ভাংগালিংক আর সিটিংসেল এর কাষ্টমার কেয়ার ই-মেইল এ সেন্ড করে দিব।আশা রাখি তাদের উত্তর পেলে আপনাকে অবহিত করতে পারবো।সেই পযন্ত কাছে থাকুন।

    হাঁ ভাই , আমরাই সেই সৈনিক , সেই আকুতোভয় সৈনিক , গড়বো প্রতিরোধ , আনবো বিজয়। আপনাদের সবার সহযোগিতা দরকার । আপনাকে অনেক ধন্যবাদ ।

ভাই গ্রামীণ কি সত্যিই ৩জি নেটওয়ার্ক এর কাজ শুরু করে দিয়েছে। বা কত দিনের মধ্যে বাংলাদেশে ৩জি নেটওয়ার্ক চালু হবে।

    হাঁ ভাই ,ঢাকায় ৩ জি ইন্সট্রুমেন্টের রিপ্লেসের কাজ শুরু করে দিয়েছে । কিন্তু প্রডাক্ট আগের প্রডাক্টের চেয়ে খারাপ । খেয়াল করলে দেখবেন ঢাকার যেখানে যেখানে রিপ্লেসের কাজ শেষ হইছে সেসব জায়গায় কল ড্রপের পরিমান অনেক বেড়ে গিয়েছে ।

সচেতনতার জন্য ফেসবুকে নোট আকারে কপিপেস্ট করে ছড়িয়ে দিলাম।কিছু মনে করলেন না তো?তাহলে সরি!!!

    আরিফ ভাই, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে । আপনি ঠিক কাজটিই করছেন । আমি বরং আনন্দিত । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

আমার FB তে ৭৫০০+ ফ্রেন্ড আপনি চাইলে কাজটি আমি ও করতে পারি। সবাইকে ধন্যবাদ

    প্রিন্স ভাই , খুবই ভালো হয় । আমাদেরকে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে ।একা একা তো কিছু করা যায় না । আপনাকে ধন্যবাদ ।

আরে ভাই কি যে বলেন না।গ্রামিন ফোনের আলো নিযে আমি যে কত সুখে আছি,তা তো আর ওই হারামখোর রা জানে না।
জানি শুধু আমি আর আমার কম্পিউটার।ধন্যবাদ একটি চোখ খুলে দেয়ার মত টিউন করার জন্য।
শিঘ্রই আসছে সম্পূর্ন বাংলায় নতুন প্রযুক্তি বিষয়ক ব্লগ
http://panpiedtunes.com.bd

    অসংখ্য ধন্যবাদ ।

আরে ভাই কি যে বলেন না।গ্রামিন ফোনের আলো নিযে আমি যে কত সুখে আছি,তা তো আর ওই হারামখোর রা জানে না।
জানি শুধু আমি আর আমার কম্পিউটার।ধন্যবাদ একটি চোখ খুলে দেয়ার মত টিউন করার জন্য।
শিঘ্রই আসছে সম্পূর্ন বাংলায় নতুন প্রযুক্তি বিষয়ক ব্লগ
http://panpiedtunes.com.bd

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

চলুন আমরা এক হয়।

    আমাদেরকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে । আর "টেকটিউন্স" আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে । ধন্যবাদ "টেকটিউন্স" ধন্যবাদ সবাইকে ।

Level 0

ভাল টিউন.. মজা পাইলাম

    ভাই , শুধু মজা পাইলেই তো হবে না ,আমাদের যতটুকু সাধ্য চালিয়ে যেতে হবে , হতাস হলে চলবে না । আর কোন কিছুই সহজে আসেনা , সফলতার জন্য চাই অনেক ধৈর্য আর কঠর পরিশ্রম । তবেই একদিন আসবে সফলতা , যা আমাদের একান্ত কাম্য ।
    আর আমাদের দেশের অপারেটর টেলিটক ব্যবহার করতে হবে ।এটি আমাদের দেশের , আমাদের । হাঁ ভাই , মানছি টেলিটকে আছে অনেক অ-ব্যবস্থাপনা এবং দুর্নীতি । তাই বলে তো থেমে থাকলে হবে না । আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে টেলিটকে সঠিক ব্যবস্থাপনা হয় এবং দুর্নীতি নিমূল হয়।
    দেশীয় পন্য ব্যবহার করুন , দেশের টাকা দেশেই রাখুন । এই শ্লোগানকে সামনে রেখে আমাদের যা যা করনীয় করতে হবে । জনগনকে করতে হবে সচেতন ।
    আপনাকে অনেক ধন্যবাদ।

আমার মনের কথা গুলু বলছেন ধন্যবাদ

    ভাই আপনাকে আসংখ্য ধন্যবাদ । এটি শুধু আপনার মনের কথা নয় , পুরো বাঙ্গালী জাতির মনের কথা । পুরো বাঙ্গালী জাতিকে আজ জেগে উঠতে হবে , হতে হবে সচেতন ।তবেই আসবে আমাদের সফলতা ।

আমি ও আপনার সাথে একমত।

    ধন্যবাদ । তবে সুধু একমত হলে চলবে না । আমাদেরকে সেই আনুযায়ি ব্যাবস্থাও নিতে হবে ।

ধন্যবাদ আপনাকে

    অসংখ্য ধন্যবাদ । সচেতন হতে হবে ।