সিমবিয়ান জোনস :: S60v3 : [পর্ব-০১] : হ্যাকিং সিমবিয়ান


সিমবিয়ান কি?

সিমবিয়ান একটি অপারেটিং সিস্টেমের নাম যার পৃষ্ঠপোষক নকিয়া।

সিমবিয়ান OS এর কাজের সব প্রফেশনাল সফটওয়্যার নিয়ে সিরিজ আকারে টিউন করার চেষ্ঠা করবো। নবীনদের জন্য প্রথমেই সিমবিয়ান মোবাইলের হ্যাকিং নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি।

সিমবিয়ানের ‍S60, S60v2, S60v3, S60v5, Symbian^3 সিরিজ রয়েছে। বর্তমানে আমরা S60v3 হ্যাকিং নিয়ে আলোচনা করবো।

কেন হ্যাকিং করতে হবে?

সার্টিফিকেট জনিত সমস্যার সমাধানে ফোন হ্যাক করতে হবে। বেশীরভাগ সফটওয়্যার ইন্সটল করতে গেলে সিমবিয়ান ব্যবহারকারীরা একটি সমস্যায় পড়েন। Certificate Error, Expired Certificate, File Corrupt ইত্যাদি সমস্যা দেখায়। এসব ঝামেলা থেকে মুক্তি পাবার সহজ সমাধান ফোন হ্যাক করা, তাহলেই এই উটকো ঝামেলা পোহাতে হবেনা কখনো।

কোন মডেলের সেটে হ্যাকিং করতে হবে?

নকিয়া এর S60v3 ঘরানার 3 টাইপের ডিভাইস রয়েছে।

PRE-FP1 ডিভাইস যেমন নকিয়া-

  • N75
  • N77
  • E61i
  • E65
  • N93i
  • N91 8GB
  • E62
  • E50
  • 5500
  • N93
  • N73
  • N80
  • N71
  • N92
  • E70
  • E60
  • E61
  • 3250

FP1 ডিভাইস। যেমন নকিয়া-

  • Nokia 5700 XpressMusic
  • Nokia 6110 Navigator
  • Nokia 6120 classic & 6121 classic
  • Nokia 6124 classic
  • Nokia 6290
  • Nokia E51
  • Nokia E63
  • Nokia E66
  • Nokia E71
  • Nokia E90 Communicator
  • Nokia N76
  • Nokia N81 & N81 8GB
  • Nokia N82
  • Nokia N95 & N95-3 NAM
  • Nokia N95 8GB

FP2 ডিভাইস। যেমন নকিয়া-

  • Nokia 5320 XpressMusic
  • Nokia 5630 XpressMusic
  • Nokia 5730 XpressMusic
  • Nokia 6210 Navigator
  • Nokia 6220 Classic
  • Nokia 6650
  • Nokia 6700 slide
  • Nokia 6710 Navigator
  • Nokia 6720 classic
  • Nokia 6730 Classic
  • Nokia 6730 Classic [11]
  • Nokia 6760 slide
  • Nokia 6788 & Nokia 6788i
  • Nokia 6790 slide
  • Nokia 6790 Surge
  • Nokia C5-00
  • Nokia C5-01
  • Nokia E5-00
  • Nokia E52
  • Nokia E55
  • Nokia E71x (AT&T)
  • Nokia E72
  • Nokia E73 Mode
  • Nokia E75
  • Nokia E75 US+LTA variant
  • Nokia N78
  • Nokia N79
  • Nokia N85
  • Nokia N86 8MP
  • Nokia N96 & N96-3
  • Nokia X5-00
  • Nokia X5-01

প্রত্যেকের হ্যাকিং এর আলাদা আলাদা কৌশল রয়েছে। আমরা আপাতত বহুল প্রচলিত FP1 ডিভাইস ও FP2 ডিভাইসগুলোর হ্যাকিং শিখবো, দুটোর হ্যাকিং কৌশল একই।

টিউটোরিয়াল

1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে হ্যাকিং এর পুরো প্যাকেজটি নামিয়ে নিন (সাইজ 622 কিলোবাইট)

এই প্যাকেজের এক্সপ্লোরটি ব্যাকডেটেড হলে, xplore এর আপডেট ভার্সনটি পাবেন এখানে- http://www.lonelycatgames.com

এর ভেতরে 4টি ফাইল আছে-

  • 1. x-plore_s60_3rd_1_52.sisx
  • 2. HelloCarbide (new).sisx
  • 3.(a).Pre-FP1 ফোল্ডার ও এর ভিতরে installserver.exe নামের ফাইল।
  • 3.(b).FP1 ফোল্ডার ও এর ভিতরে installserver.exe নামের ফাইল।

পুরো ফোল্টারটি মেমরি কার্ডে নিয়ে নিন।

2. এবার মোবাইলে 1. x-plore_s60_3rd_1_52.sisx ফাইলের উপর ক্লিক করে X-Plore নামের সফটওয়্যারটি ইন্সটল করুন।

3. Time Srttings থেকে মোবাইলের তারিখ বসান 01/6/2009 এরপর 2. HelloCarbide (new).sisx ফাইলের উপর ক্লিক করে HelloCarbide নামের সফটওয়্যারটি ইন্সটল করুন। এটির কোন আইকন থাকবে না। সফটওয়্যারটি এখনই ওপেন করবেন না, পরে ওপেন করা হবে।

4. মোবাইল রিস্টার্ট দিয়ে X-Plore সফটওয়্যারটি ওপেন করুন।

কিবোর্ডের শূণ্য (0) বাটনটি চাপুন। কনফিগারেশন মেনু আসবে। চারটি শো হিডেন ফাইল অপশনে টিক দিন।

এরপর মেনু বাটন চেপে এটি মিনিমাইজ করে রাখুন, বন্ধ করে দেবেন না যেন!

5. এবার আইকনহীন HelloCarbide সফটটি ওপেন করুন।

Option থেকে Menu1 এ ক্লিক করুন।

Yes বাটন চাপতে থাকুন। (হাত ব্যাথা হয়ে যেতে পারে)। মিনিমাম 20-25 বার Yes চাপতে হবে, ধৈর্য রাখুন!! কাজ শেষ হলে সফটওয়্যারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

6. মেনুবাটন 2 সেকেন্ড চেপে ধরে রেখে টাস্কবার আনুন। এখান থেকে মিনিমাইজ করে রাখা X-Plore আবার অন করুন।

7. এবার X-Plore দিয়ে মেমোরীকার্ডে থাকা 3.(a).Pre-FP1 বা 3.(b).FP1 ফাইলে যান। আপনার ফোনটি Pre-FP1 না FP1 তা উপরের লিস্ট থেকে দেখে নিন। আমার ফোনটি Pre-FP1 (NOKIA N73) তাই আমি Pre-FP1 ফোল্ডারে ঢুকে installserver.exe ফাইলের কাছে যাচ্ছি।

8. এবার Option> Edit> Copy করুন বা 1 বাটনটি চাপ দিন

9. এবার ফাইলটি

C:/sys/bin

ফোল্ডারে পেস্ট করুন।


10. এবার ফোনটি রিস্টার্ট দিন! হ্যাক হয়ে গেছে!! 😀

নির্বিঘ্নে ব্যবহার করুন যেকোনো সফটওয়্যার। সাইন করা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে আর কোনো সমস্যা পোহাতে হবেনা ইহ জনমে! 😀

FP2 ফোন হ্যাকিং এর কৌশলঃ

আমার FP2 ঘরানার কোন ফোন নেই, তাই  স্ক্রিণশটসহ হ্যাকিং এর কৌশল জানাতে পারছি না। তবে হ্যাকিং এর প্রক্রিয়াটি জানাতে পারি।

FP2 ফোনগুলো হ্যাক করা যায় HelloOX2 নামের সফটওয়্যারটি দিয়ে। ( http://www.helloox2.com/ )

S60v5Symbian^3 ফোনগুলোও হ্যাকিং করা যাবে, এটা দিয়ে!

বিস্তারিত টিউটোরিয়াল দেখুন নিচে-

টিউটোরয়িাল 1

টিউটোরিয়াল 2

ভালো থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।
Author: dr.tanzil.com

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

বাহ! দারুণ

ভাই আমার এন ৭৯ হবে না?

    N79 FP2 ডিভাইস। বর্তমান টিউনটি শুধুমাত্র PRE-FP1 ও FP1 ডিভাইসের জন্য করা হয়েছে। সাথেই থাকুন 😀

    পোষ্ট আপডেট করা হয়েছে। আপনার ফোন FP2 সহ S60v5 ও Symbian^3 ফোন হ্যাকের নির্দেশনা অ্যাড করা হয়েছে।

ভালই। চালিয়ে যান। 🙂

Level 0

vaijan, darun to !!!!!!!!!!!!!!!!!!!! knto nokia c5 er jonno ki korte pariiiii. akto bolben plz plz plz

Dhonobad , Vai nokia E66 apnar list a nai . Ata kon formeta janaban.

    Ami amar mobila bangla font jok korta chi , parla sahajo korban.

    লিস্ট আপডেট করা হয়েছে। 🙂 আপনার ফোনটি FP1 ঘরানার। এই টিউন অনুসরণ করে হ্যাকিং করে ফেলতে পারবেন 😀

      শুধু বাংলা ফন্ট চান নাকি বাংলায় লিখতে চান? দুটোর সমাধান আলাদা আলাদা।

    বাংলা লেখা লেখতে চাই , পড়তে ও চাই , ধন্যবাদ।

    এই টিউনটি পড়ুন-

    অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান)
    https://www.techtunes.io/mobileo/tune-id/49192/

vaia, s60v5 kobe hack kora dakhaben ?
Style bangla chara ar kono upai aseki ? Ai front to ami chara ar kaw porte pare na

    S60v5 এর লিংক উপরে দেয়া হয়েছে। বাংলা লিখতে পারবেন আমার এই টিউন এর সফটওয়্যারটি ব্যবহার করে।
    এই বাংলা সবাই পড়তে পারবে! 😀

    অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান)
    https://www.techtunes.io/mobileo/tune-id/49192/

Level 0

বাহ! দারুণ

জটিল একটা টিউন।আপনাকে অসখ্য ধন্যবাদ ।আপনের তো ভাই মাষ্টার হওনের কাম।এত সুন্দর করে বুজানোর জন্য ধন্যবাদ ।

ভাই আমার Nokia E66 এতে ফোনটি Hack করতে পারছি না । HelloCarbide এ ঢুকার পর menu1 এ ক্লিক করলে Appliction থেকে বের হয়ে যায় । কী করবো এখন ?

Level 0

bhai step9:-C:/sys/bin….c: te jawar por sys er vitore dhuktese na…what should i do…now..HELP!!!!!!!!!!!!!!!

    C:/sys/bin এ নরমালী ঢোকা যায়না। এখানে ঠোকার জন্যই HelloCarbide সফটটি ব্যবহার করা হয়। আপনি HelloCarbide দিয়ে ঠিকমত Menu1 থেকে Yes করেছিলেন তো?

1. x-plore_s60_3rd_1_52.sisx
2. HelloCarbide (new).sisx

এ দুইটা তো ইন্সটল হয় না।
N…..E66

    X-plore এর হোম পেজ থেকে আপনার মোবাইল উপযোগী ভার্সনটি ডাউনলোড করুন।
    http://www.lonelycatgames.com/?app=xplore
    আর HelloCarbide (new).sisx ইন্সটলের জন্য মোবাইলের তারিখ 2009 বা 2010 দিন। তারপরও ইন্সটল না হলে আপনাকে HelloOX2 ব্যবহার করতে হবে। ( http://www.helloox2.com )

    Amar ta Nokia N95 8gb. amar o ak e problem. apnar link a gesilam but .sisx file passi .sis file passi na.

    হ্যাকিং জিনিষটা ফোনে ফোনে আলাদা। PRE-FP1 সেটের সবাই হয়তো হুবহু এই টিউন দেখে হ্যাকিং করতে পারবেন, কিন্তু বাকীদের মাথা খাটিয়ে কাজগুলো করতে হবে। হ্যাকিং জিনিষটাই মাথা খাটানোর জিনিষ। আপনি চেষ্টা করতে থাকুন। ধন্যবাদ 😀

Level 0

অনেক ধন্যবাদ ভাই, অতি প্রয়োজনীয় একটা বিষয় শেখানোর জন্য । আমার MOKIA 6120C তে ৯নং পর্যন্ত কাজ করে । কিন্তু C:/SYS/ এর ভিতর BIN নেই । এটা তৈরী ও করা যায় না । কি করব বলেন ।

    সবগুলো ফাইল আনহাইড করেছিলেন তো?
    HellowCarbide দিয়ে হ্যাকিং না হলে HelloOX2 টুল ব্যবহার করুন।

vai Nokia N95 8gb te to sisx support kore na. X-plore install korum kemne.

Level 0

vai, amar n95 e to sys e click korar por bin file ta astese na..ki krbo bro?

tune chorm hoise 😡 btw ami tune porar agei nije try kore hack korsilam…eta age porle valo hoto..screenshot soho ase…kosto kom hoto…btw thanks for sharing..next valo tunes er asay roilam brother 🙂

ভাই, এই hack এর কথা আর বইলেন না । আমি আমার Nokia 5320XM(FP2 Device) Hack করাও জন্য কত কি যে করসি তার হিসেব নাই। HelloOX2, HelloCarbide, CertHack সব method follow করসি . but কোনো কিছু তেই লাভ হয়নাই । নেট এর বেশির ভাগ হ্যাক মেথড ফোন এ apply করসি । আপনি যদি পারেন তো একটু কষ্ট করে FP2 এর জন্য কোনো উপায় খুজে পেলে আমাকে জানাবেন ।

ধন্যবাদ ।

    আপনার NOKIA 5320 Xpress Music আমি মোট দুবার হ্যাক করে দিয়েছি আমার এক বন্ধুর। প্রথমবার বহু আগে, HelloCarbide দিয়ে হ্যাক করে দেই, পরে সে সফটওয়্যার আপগ্রেড করে, এবং বর্তমান ফার্মওয়্যারটি HelloCarbide দিয়ে হ্যাক করা যায়না। ছেলে নেটে বহু খুজেও কোন সমাধান খুজে পায়নি।
    এবার যখন রংপুরে এল তখন আবার হ্যাক করে দিয়েছি HelloOX2 ও HelloRob টুল ব্যবহার করে!

    আসলে হ্যাক করার জন্য মোবাইল সম্পর্কে এবং যে সফটওয়্যারটি দিয়ে হ্যাক করা হবে তা সম্পর্কে খুব স্পস্ট ধারণা প্রয়োজন, যেটি অর্জন করবেন ফোরামে প্রচুর পড়াশোনার মাধ্যমে। 😀

    ভাই… আমি আসলে firmware upgrade করসি। এর পর helloOX2 দিয়ে কায হয়না । আমার firmware version 05.16 and RM-409 . আপনার কাছে এর কন বুদ্ধি থাকলে দয়া করে দেন । আমি বড় নিরুপায় । আর process তা দয়া করে জানান । আমি বিভিন্ন ফোরাম এ ঢুকে দেখসি। কিন্তু এখনো কোনো perfect process আমার ফোন এর জন্য পাইনাই ।

    আমার হাতের কাছে 5320 নাই, তাই প্রসেসটা লিখতে পারবো না। তবে রংপুরে থাকলে হ্যাক করে দিতে পারি! 😀
    Hello Rob টুলটা ব্যবহার করতে পারেন। আসলে হ্যাক করা যাবেনা, এমন কোন ভার্সনই নাই… ধৈর্য্য নিয়ে কাজগুলো করুন। আর ধৈর্য না থাকলে বাদ দেন! 😀

HelloOX2 – Please give me direct download link…..

Level 0

vai, amr Mobile nokia E66. . .
Hellocarbide a dokar por manu1 a
Yes dite thakle . . . .nicher Ai massege ti likha ase. . .
Ki korbo?
"Application closed:
Hellocarbide
KERN-EXEC 3"
r hello0x2 how to use?

Level 0

hello0x2 ta amar mbl a install hoy nah. . . Ki korbo. . . Plz help

C:/sys এর ভিতর bin folder nai. Create করতে চাইলাম কিন্তু হয়না। সমাধান দেন।

নেট মাস্টার ভাইয়া, আমার Nokia C5-00 ফোনটাতেও পারভেজ ভাইয়ার মতো C:/sys এর ভিতর "bin" folder টি নেই Createও হচ্ছেনা। X-plore এর সর্টকাট কী (9) চেপেও হয় না। আর installserver.exe ফাইলটি ও কিছুতেই C:/sys এ পেষ্ট হয় না। এখন উপায় টা কি?????

Level 0

My HelloOX2 signed status: Donation request

Model: 5630
IMEI: XXXXXXXXXXXXXXX
Email: [email protected]

Your IMEI has been added to our database, but it has not been marked to sign yet, please make a donation to complete the process.

Please select an amount and then click the "Donate" button below to make the donation using your credit card or bank account via PayPal:

vai ata dekay……..akon ki korbo…….donate korar to samortho nai………vai amar bari rangpur ……..help chai….contact number 8801737499550……………………….

Net master vai,ei poddotite amar 6120c a age hack hoto.kintu firmware update korar por ar hack hocce na..age firmware chilo 5.11 ekhon 7.10..please help me 7.10 firmware a kivabe hack korbo.

vai jhompesss..thankssssssssssssssssssssss

amar agului install hocchena..xpire certificate ashche

Level 2

nokia x6 hk korbo kivabe

Level 0

নেট মাষ্টার ভাই,
আমার নকিয়া E71 (410.21.010) মডেলের সেট।
সার্টিফিকেট এরর সমস্যার কারণে কোন সফট ইউস করতে পারি না।
আপনার টিউন দেখে হ্যাক করার চেষ্টা করলাম।
1. x-plore_s60_3rd_1_52.sisx (ইনস্টল হয় না) Certificate expire দেখায়।
2. HelloCarbide (new).sisx (ইনস্টল হয়েছে)
সাহায্য করেন ভাই Plz.

vai amar n95 a SYS folder ar mode bin folder ta nai……….ke korbo

ekta matter milchena. step 5 e hello carbide icon chara asar kotha, kintu amar nokia 6120c te icon show kore. asol problem holo, amar C:/sys show kore, but sys folder empty !!!
what may be the cause ?

Level 0

vai .. ami samsung i8510 innov8 use kori.. eta symbian s60v3.. but ami hack korte partesi na .. kivabe korbo kindly ektu details janan….

ভাইয়া Nokia E5-00 এর CER & KEY প্রয়োজন| প্লিজ সাহায্য করেন|
IMEI : 357413049684529

Level 0

Nokia 6630 Symbian s60 2nd edition… Konta follow korbo bujhte parchina… Hope u will find out solution 🙂

Level 0

আপনাকে ভাই অনেক ধন্যবাদ। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম অবশেষে আপনার টিউনের মাধ্যমে সফল হয়েছি।

Level 0

it is not working with my nokia E5-00…
Please help me out…please also tell me how can i write bangla in any site with my mobile.
O vai…please suggest how can i download youtube video on my device….i will be greatful.
Thank u

Level 0

vaia c5-00 ar jnne jdi skin shot diten taile bodhoi aj 3 din ar je khata khatni korci ta sofol hoto. matha kharap kore fellam Leftup certificate sing kmne korbo…………………..

Level 0

amar mob E65….hello cubide e install he na

Vie,amar0 bari Rangpur a.apnar kas theke amar nokia E71 hack kore nibo…apnar mobile number ta deben pls

Level 0

vai, phone hack korar por call recording beep off korar tune tar link ta den. Plz….

vaia midiafr er page ta blnk ase keno ?

Level 0

thanks vaia, amar nokia e66 apnar kotha moto hack korlam. onek thanks

Level 0

ভাই আমার Nokia E63 মোবাইলে সব কিছু করার পর শেষে এবং Hellocarbide দিয়ে Menu1 এ Yes দেওয়ার পর শেষে Bin Folder Show করেনা ! এটার কী সমাধান হতে পারে ? দয়া করে একটু জানান ।

Level 0

আমিও Nokia E63 মোবাইল ব্যবহার করি। কিন্তু C drive এর SYS folder টি open হচ্ছে না তাই bin folder a যেতে পাচ্ছি না।

ভাই প্রথম এ মোবাইল থেকে tools এ click করে তারপর seetings তারপর applications তারপর app.manager তারপর software installation এ all slect করলে তো সব ফাইল এ install করা যাই ……………

Level 0

vi,amar t o nokia 6630,aita ki vabe hak korbo????????????

Level 0

আমার নোকিয়া E51 এ c:/sys/ এর ভিতর bin ফোলডার টা নাই কি করব ?
Please help me…

Level 0

vai amar n72 eta ki hack hobe ami onek try korsi but hoy na amar mobile uporer ekta file oo install hoy na ki korbo plz help me

Level 0

assalamualikum. ami prthom akhane likchi.amar ph NOKIA C5-06 .akhane apnar Hellocarbide soft ti instal hocchena.ki korbo?

Level 0

vai amar nokia n72 kivhabe hack korbo ek2 help korben keu pllz …… my facebook id=www.facebook.com/hacked

    Level 0

    vai amar nokia n72 kivhabe hack korbo ek2 help korben keu pllz …… my facebook id=www.facebook.com/sobarabba

ভাই আমার (Nokia n73) হ্যাক করবো বাট আমি আপনার লেখা দেখে কিছু কিছু জাইগায় বুঝতে পারছি না।তাই দয়া করে আপনি আপনার ফেসবুক আইডি লিংকটা দিন।।।না হলে এটুকু সাহায্য করুন আমার ফোম না:০১৭৩১-৪৭২১২৬

ভাই আসাকরি কমেন্টের রিপলেটা আপনি দিবেন

খুব সহায়ক। ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি https://ring320kbps.com এ আরও আবিষ্কার করেছি

খুব ভাল নিবন্ধ। এবং আপনি যদি 2020-এ সর্বাধিক অনন্য এবং আকর্ষণীয় রিংটোনগুলি ডাউনলোড করতে চান তবে তাড়াতাড়ি ওয়েবসাইট ভিজিট করুন এবং দেখুন: https://kostenloseklingeltone.mobi/bayerische-klingeltone-11640/