সিমবিয়ান একটি অপারেটিং সিস্টেমের নাম যার পৃষ্ঠপোষক নকিয়া।
সিমবিয়ান OS এর কাজের সব প্রফেশনাল সফটওয়্যার নিয়ে সিরিজ আকারে টিউন করার চেষ্ঠা করবো। নবীনদের জন্য প্রথমেই সিমবিয়ান মোবাইলের হ্যাকিং নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি।
সিমবিয়ানের S60, S60v2, S60v3, S60v5, Symbian^3 সিরিজ রয়েছে। বর্তমানে আমরা S60v3 হ্যাকিং নিয়ে আলোচনা করবো।
সার্টিফিকেট জনিত সমস্যার সমাধানে ফোন হ্যাক করতে হবে। বেশীরভাগ সফটওয়্যার ইন্সটল করতে গেলে সিমবিয়ান ব্যবহারকারীরা একটি সমস্যায় পড়েন। Certificate Error, Expired Certificate, File Corrupt ইত্যাদি সমস্যা দেখায়। এসব ঝামেলা থেকে মুক্তি পাবার সহজ সমাধান ফোন হ্যাক করা, তাহলেই এই উটকো ঝামেলা পোহাতে হবেনা কখনো।
নকিয়া এর S60v3 ঘরানার 3 টাইপের ডিভাইস রয়েছে।
PRE-FP1 ডিভাইস যেমন নকিয়া-
FP1 ডিভাইস। যেমন নকিয়া-
FP2 ডিভাইস। যেমন নকিয়া-
প্রত্যেকের হ্যাকিং এর আলাদা আলাদা কৌশল রয়েছে। আমরা আপাতত বহুল প্রচলিত FP1 ডিভাইস ও FP2 ডিভাইসগুলোর হ্যাকিং শিখবো, দুটোর হ্যাকিং কৌশল একই।
1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে হ্যাকিং এর পুরো প্যাকেজটি নামিয়ে নিন (সাইজ 622 কিলোবাইট)
এই প্যাকেজের এক্সপ্লোরটি ব্যাকডেটেড হলে, xplore এর আপডেট ভার্সনটি পাবেন এখানে- http://www.lonelycatgames.com
এর ভেতরে 4টি ফাইল আছে-
পুরো ফোল্টারটি মেমরি কার্ডে নিয়ে নিন।
2. এবার মোবাইলে 1. x-plore_s60_3rd_1_52.sisx ফাইলের উপর ক্লিক করে X-Plore নামের সফটওয়্যারটি ইন্সটল করুন।
3. Time Srttings থেকে মোবাইলের তারিখ বসান 01/6/2009 এরপর 2. HelloCarbide (new).sisx ফাইলের উপর ক্লিক করে HelloCarbide নামের সফটওয়্যারটি ইন্সটল করুন। এটির কোন আইকন থাকবে না। সফটওয়্যারটি এখনই ওপেন করবেন না, পরে ওপেন করা হবে।
4. মোবাইল রিস্টার্ট দিয়ে X-Plore সফটওয়্যারটি ওপেন করুন।
কিবোর্ডের শূণ্য (0) বাটনটি চাপুন। কনফিগারেশন মেনু আসবে। চারটি শো হিডেন ফাইল অপশনে টিক দিন।
এরপর মেনু বাটন চেপে এটি মিনিমাইজ করে রাখুন, বন্ধ করে দেবেন না যেন!
5. এবার আইকনহীন HelloCarbide সফটটি ওপেন করুন।
Option থেকে Menu1 এ ক্লিক করুন।
Yes বাটন চাপতে থাকুন। (হাত ব্যাথা হয়ে যেতে পারে)। মিনিমাম 20-25 বার Yes চাপতে হবে, ধৈর্য রাখুন!! কাজ শেষ হলে সফটওয়্যারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
6. মেনুবাটন 2 সেকেন্ড চেপে ধরে রেখে টাস্কবার আনুন। এখান থেকে মিনিমাইজ করে রাখা X-Plore আবার অন করুন।
7. এবার X-Plore দিয়ে মেমোরীকার্ডে থাকা 3.(a).Pre-FP1 বা 3.(b).FP1 ফাইলে যান। আপনার ফোনটি Pre-FP1 না FP1 তা উপরের লিস্ট থেকে দেখে নিন। আমার ফোনটি Pre-FP1 (NOKIA N73) তাই আমি Pre-FP1 ফোল্ডারে ঢুকে installserver.exe ফাইলের কাছে যাচ্ছি।
8. এবার Option> Edit> Copy করুন বা 1 বাটনটি চাপ দিন
9. এবার ফাইলটি
ফোল্ডারে পেস্ট করুন।
10. এবার ফোনটি রিস্টার্ট দিন! হ্যাক হয়ে গেছে!! 😀
নির্বিঘ্নে ব্যবহার করুন যেকোনো সফটওয়্যার। সাইন করা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে আর কোনো সমস্যা পোহাতে হবেনা ইহ জনমে! 😀
আমার FP2 ঘরানার কোন ফোন নেই, তাই স্ক্রিণশটসহ হ্যাকিং এর কৌশল জানাতে পারছি না। তবে হ্যাকিং এর প্রক্রিয়াটি জানাতে পারি।
FP2 ফোনগুলো হ্যাক করা যায় HelloOX2 নামের সফটওয়্যারটি দিয়ে। ( http://www.helloox2.com/ )
S60v5 ও Symbian^3 ফোনগুলোও হ্যাকিং করা যাবে, এটা দিয়ে!
বিস্তারিত টিউটোরিয়াল দেখুন নিচে-
ভালো থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার।
Author: dr.tanzil.com
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ