এয়ারটেল মিসকল এলার্টের অন্য রকম সুবিধা

আসসালামু আলাইকুম,

এটা আমার প্রথম টিউন, ভুল হলে নিজগুনে ক্ষমা করবেন।

আমদের জীবনে সেল ফোন এখন অনেক গুরুত্বপূর্ণ  । কিন্তু মাঝে মাঝে আমরা অনেক বেশী ব্যস্ত থাকি । তখন   কারও ফোন ধরার সময় হয় না বা ধরতে বিরক্ত লাগে। তাই বাধ্য হয়ে আপনি সেল ফোনটি বন্ধ করে দেন।পরে আপনার মিসকল এলার্টের সুবিধার্থে  জানতে পারেন কে কে আপনাকে কল করেছিল।কিন্তু তখন যদি আপনার  ফোনটি ওপেন রাখা জরুরী হয় তাহলে কি করবেন ?

উপায় আছে..আপনার ফোন ওপেন থাকবে..কিন্তু কেউ কল করলে জানবে বন্ধ এবং আপনি তাৎক্ষনিক এস এম এস  এর মাধ্যমে জানতে পারবেন কে কল করতেছে ।

উপায়

1. আপনার মিসকল এলার্ট সার্ভিস চালু থাকতে হবে

2. Call divert option এ গিয়ে Divert all Voice Call - Active    করুন 790 নম্বরে

এখন অন্য নম্বর দিয়ে আপনার নম্বরে কল করে চেষ্টা করুন ।

বি:দ্র: আমার এয়ারটেল দিয়ে এভাবে করেছি..আপনারা চেষ্টা করে দেখুন।

Level 0

আমি babu_fu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাই করে দেখি।

    Level 0

    hahhahahha মাঝে মাঝে কিছু পোষ্ট দেখে আমি বিস্মিত হয়। মনে হয় , তথ্য প্রযুক্তির সকল পোষ্ট বোধ হয় শেষ !! এ জন্যই এরকম পোষ্ট হচ্ছে ! ভাইরে এটা বহু পুরাতন পোষ্ট আপনি আমাকে ফোন দেন , আপনাকে সকল কোম্পানীর উল্লেখিত সুবিধাটি হতে কলমে দেখাবো । ধন্যবাদ

      Level 0

      ফোট নাম্বারটি দিতে ভুলে গিয়েছিলাম

      প্রিন্স মাহমুদ : +৮৮০১৭১১৭১৬৯২৭

    Level 0

    দু:খিত ভাই এ সম্পর্কে কোন পোষ্ট হয়েছে তা আমার জানা ছিল না । একটু পোষ্টের লিংটা দিবেন ?

    Level 0

    আমি কি বলছিএই পোষ্টটিই হয়েছে ???????? ভালো করে পরে দেখুন আমি বলছি ……….(মনে হয় , তথ্য প্রযুক্তির সকল পোষ্ট বোধ হয় শেষ !! এ জন্যই এরকম পোষ্ট (ফালতু পোষ্ট )হচ্ছে !

    আল্লাহ কি ক্যাচালে পড়লাম ……….!!আমি কইএকটা আর পোলই তো দেহে আরেকটা ……….!!

Level 0

সার্ভিস টি কি ফ্রি ?

    Level 0

    মিসকল এলার্টের টাকাটা দিতে হবে ।

১০ টাকা প্রতি মাসে

Level 0

এটা অন্য অপারেটরে কি সম্ভব?

    Level 0

    আমি অন্য অপারেটর এ চেক করি নাই। তবে তাদের মিসকল এলার্ট এস এম এস সেন্ডার নম্বর টা লাগবে।

    Level 0

    জী ভাই সম্ভর । তবে টাকা লাগবে যে আপনাকে কল দিবে তার কলের যে পালস সিস্টেম থাকবে তার উপর । যেমন ধরুন , যদি তার ফোট ১ সেকেন্ড এ পালস হয় এবং প্রতি পালস ২ পয়সা হয় তাহলে সে যে কয় পালস ফোটটি না কাটবে তার সেই কয় পালসের টাকা কাটা যাবে । আর প্রতিটি কোম্পানীর জন্য আলাদা আলাদা কোড আছে ! কোডগুলো ফোনে দেওয় সম্ভব। ধন্যবাদ।

    প্রিন্স মাহমুদ : +৮৮০১৭১১৭১৬৯২৭

    Level 0

    দুক্ষিত ভাই ফোন বানানটি অনিচ্ছকৃত টাইন মিসটেক।

      @eng.prince: আপনিতো ভাই দেখছি অনিচ্ছাকৃত শব্দটিও ঠিক মত লিখতে পারেন না …। ফোন-কে তো ফোট লিখবেনই ।

দরকারি ট্রিক !

    Level 0

    ধন্যবাদ ভাই

Level 0

জোটিল উপায় বোস শেয়ার কোরে ভালো কোরলেন thanks

    Level 0

    আপনাকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য..

Level 0

পুরান জিনিশ।

Level 0

কেন যে টিউনার পূর্নাগ্য টিউন করে না !!!!! এটি আমার টিউনারের নিকট প্রশ্ন ??????????

    Level 0

    সহজ টিউনকে বেশী বড় করার জন্য শুধু শুধু পেচাইয়া লাভ কি ?

Level 0

ভাই, আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম ! শুধুমাত্র এয়ারটেলে ১০টাকা আর অন্য অপারেটর এ সম্পূর্ন ফ্রীতে । Call divert option এ গিয়ে Divert all Voice Call – Active করুন কোম্পনীর আলাদা আলাদা কোডগুলো বসিয়ে দিন । কোডগুলো ফোনে দেওয় সম্ভব। সবাইকে ধন্যবাদ।

প্রিন্স মাহমুদ : +৮৮০১৭১১৭১৬৯২৭

    Level 0

    কোন কোম্পানীর মিস কলার্ট এলার্ট ফ্রী..আমার জানলে একটু সুবিধা হত।আামিও চালু করে রাখতাম।

    Level 0

    ভাই আপনি ভুল বুঝেছেন !! আমি মিসকল ফ্রী আছে সেটা বলছি?? আমি বলেছি একিই সাভিস অন্য অপারেটরে ফ্রীতে করা যাবে শুধুমাত্র এয়ারটেল এ শর্ত হলো মিসকল চালু করে নিতে হবে । ধন্যবাদ

    Level 0

    ভাই, আমি তো জিপিতে চেষ্টা করলাম, ডাইভার্ট হয়, কিন্তু এস এম এস তো আসেনা।

ভাই এটাতো মিসড কল এলার্ট হল না । এটাকে ভয়েস মেইল সার্ভিস বলে । আপনি যে নিয়মে ডাইভার্ট করেছেন তার চেয়ে আমারটাই ভাল নিয়ম **002*790# এয়ারটেল এর জন্য । বাংলালিংক এর জন্য **002*770# গ্রামীণফোনের জন্য **002*1266# সকল কোম্পানির মিসড কল এলার্টের মধ্যে বাংলালিংক এর টা সবচেয়ে ভাল । এ নিয়ে আমি একদিন বিস্তারিত টিউন করব ।

    Level 0

    ভাই আমি মিস কল এলার্ট এজন্য বলছি কারন এই সার্ভিস চালু না থাকলে কেউ কল করলে আপনার নম্বরে এসএমএস আসবে না। আর আপনার নিয়ম টা আসলেই অনেক ভাল।আমি সাধারন নিয়মটা ব্যবহার করেছি ।

    Level 0

    ভাই আপনার সাথে একমত "ভাই এটাতো মিসড কল এলার্ট হল না" আর রবির জন্য **২১*৮১২১# এবং টেলিটকের জন্য *২১*১২৩৪# আর আপনার সাথে কিন্চিত মত পার্থক্য হলো আপনার দেয়া ৩টি কোডই সঠিক তবে **০০২ ব্যবহার করে সেট চালু অবস্থায় sms আসবে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত না তবে **২১ কোড ব্যবহার করে সবগুলো কাজ করে এ ব্যপারে আমি নিশ্চিত। ধন্যবাদ

    Level 0

    @ Prince Vai..এটাতো ভয়েস মেইল সার্ভিস না।অন্যরা কল করলে টাকা কাটবে না।এটা মিসকল এলার্ট এর ভিন্ন ব্যবহার।আপনি ভুল বুঝেই লিথতে শুরু করলেন ?

    Level 0

    ভায়ের কথা শুনে মাথ-মুথা সব আওলায়ে গেলগা । আপনি আপনার চোখ জোরা একটু উপরের দিকে দিয়ে কষ্ট করে ভালো করে দেখেনতো কথাটি কার ছিল আমার না "আব্দল মালেক ভায়ের "???? আর তার কথাও ঠিক আছে আপনি দেখার সময় আপনার চোখে বোধহয় বালি পরছিলো তাছাড়া ভদ্রলোক বলছে বাংলা লিংকের কথাআর আপনি গ্রামীণে চেষ্টা করে মাতব্বরী করতেছেন? শনেন বলছি আপনার যাদি পল্লি ফোন অথবা পাবলিক ফোন না হয় । তাহলে আর আমার দেওয়া পদ্ধতি যদি কাজ না করে, তাহলে আমি ১০০০টাকা জরিমানা দিব। আমার সাথে যোগাযোগ করুন ।
    ডায়াল করুন **২১*১২৬৬# তারপর সেন্ড বাটন । ধন্যবাদ
    +৮৮০১৭১১৭১৬৯২৭ প্রিন্স মাহমুদ

    আর কোন মন্তব্য করলে REPLY বাটর বন্ধ করবেন না । ধন্যবাদ

    Level 0

    আমার সেটা ভুল ছিল। সে কমেন্ট আমি মুছে ফেলেছি। কিন্তু আপনার এই নিয়ম অনুযায়ী আমাকে কেউ যদি কল করে তাহলে তো তার টাকা কাটবে । এটা ঠিক কিনা ?

Level 0

এ সব ফাউল টিউন না করা অনেক অনেক ভাল । আমাদের সকলের টেকটিউন, সেখানে কেন কনো প্রাইভেট কম্পানির অ্যাঁড থাকবে? আপনারা যারা এ সব ফাউল টিউন করেন তাদের বলছি আর এ সব ফাউল টিউন করবেন না । মানুষ আস্তে আস্তে টেকটিউন থেকে কেন বিদায় নিচ্ছে বলতে পারেন? শুধু আপনাদের জন্য। আর বেশি কিছু বলা লাগবে না আশা করি ।

    Level 0

    একদম খাটি/হক কথা । আমি আপনার কথার সাথে সম্পূর্ন একমত ।

Level 0

না বুঝে লিখেন কেন ? এখানে কিভাবে কোম্পানীর এ্যাড দেয়া হল। এটা কোন কোম্পানী সাপোর্টেড সার্ভিস না । ব্যবহারটা ভিন্ন করে লিখছি । যারা না বুঝে তারাই শুধু এ ধরনের কমেন্ট করে ।

    Level 0

    hahaha ভাই কয় কি??? ভাই দেহি সব একাই বুঝে ? অহনতো মনে হইতেছে TT ছাইরা -ছুইরা পালাই । যত্তসব!!

    Level 0

    এটাতো ভয়েস মেইল সার্ভিস না।অন্যরা কল করে টাকা কাটবে না।এটা মিসকল এলার্ট এর ভিন্ন ব্যবহার।আপনি ভুল বুঝেই লিথতে শুরু করলেন ?

আমি যতটা না অবাক হয়েছি টিউনটি দেখে, তার চেয়েও বেশি অবাক হয়েছি কমেন্টস গুলো দেখে। তবুও যদি টিউনটি পূর্ণাংগ থাকতো… …

eng.prince ভাই, **০০২* কাঙ্খিতো কোড # এবং **২১*কাঙ্খিতো কোড # দুটো একই জিনিস। আপনার যদি সন্দেহ থেকে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। দুটি পদ্ধতিতেই মোবাইল চালু থাকলে S.M.S আসবে।

কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

ধন্যবাদ ভাই প্রতিউত্তর করার জন্য । আমি তো বলেছি,( আপনার দেয়া ৩টি কোডই সঠিক তবে **০০২ ব্যবহার করে সেট চালু অবস্থায় sms আসবে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত না তবে **২১ কোড ব্যবহার করে সবগুলো কাজ করে এ ব্যপারে আমি নিশ্চিত)

আপনার টা কিন্তু আমি ভুল বলিনি । আজ শুধু শুধু ঝামেলা হয়ে গেল , যেটা আমি একদম পছন্দ করি না । আপনাকে অসংখ্য ধন্যবাদ

    @eng.prince, আপনার সাথে কি babu_fu এর কোন বিষয় নিয়ে বিবাদ আছে? শুধুশুধু পিছনে লাগেন কেন?

    Level 0

    আমিও অবাক ভাই । আমি লিখছি মিস কল এলার্ট নিয়ে, সে ভয়েস মেইল নিয়ে আমার সাথে তর্ক করছে।আমার প্রথম টিউনেই এত তর্ক হয়ে গেল ..তাতে আমার খুব খারাপই লাগছে।

Level 0

moderator ra dristi den, erokom jalanor public thakle notun tuner ra tune kora r utshaho harie felbe

প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি সবার প্রিয় সাইট টেকটিউনসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যাপারটা সবার সাথে শেয়ার করার জন্য। টিটিতে অনেক পাকনা দেখবেন যে উনারা সব জান্তা শমসের। অসলে এমন টা হওয়া উচিৎ না। তারা ভাবে না যে এখানে অনেক লোক আছে যারা এই বিষয় টা জানে না বাঁ নাও জানতে পারে। কিন্তু সবার কথা মাথায় রাখতে হবে। একজন নতুন টিউনার টিউন করেছে তাকে উৎসাহ না দিয়ে লেগে যায় নিজেকে জাহির করতে।

” সবার উদ্দেশ্যে বলছি নতুন টিউনার দের উৎসাহ দিন, একবার ভেবে নিন আপনার প্রথম দিনের প্রথম টিউনের কথা ”

টিউনার ভাই চালিয়ে যান। নিন্দুকের কথায় থেমে যাবেন না। আর একটা কথা মাথায় রাখবেন গঠনমূলক কিছু লিখার চেষ্টা করবেন যাতে টিটি আপনাকে সারা জীবন মনে রাখে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা।

eng.prince ভাই আপনি মনে হয় একটু বেশিই জানেন।
তো জা জানেন তা বিস্তারিত টিউন করলেই পারেন।
শুধুশুধু মোবাইল নাম্বার দিয়া লাভ কী……

ধন্যবাদ