এখন থেকে অফিসের কাজ বাড়িতেই করবেন একটি অসাধারণ এ্যাপ্লিকেশন Picsel Smart Office এর সাহায্যে। + PDF সহ যেকোন ফাইল 3D করে দেখার সুবিধা ! (iOS, Symbian এবং Android এর জন্য)

বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এখন সবকিছুই পোর্টেবল। কম্পিউটারের জন্য এখন বিশেষ কোন জায়গা লাগে না। হাতে একটা ল্যাপটপ থাকলেই ধুমচে সব কাজ শেরে ফেলা যায়। কিন্তু কোন কোন জায়গায় আবার ল্যাপটপ পরিবহন করাও বিরক্তিকর লাগে। তবে পকেটের মোবাইলটা কিন্তু সবখানেই নিয়ে যাওয়া যায়। আর সেই মোবাইলেই যদি অধুরা কাজ শেরে ফেলা যায় তাহলে আর চিন্তা কিসের? অফিসে কোন কাজ ছিল? কিন্তু সময়ের অভাবে করতে পারেন নি? সমস্যা নেই এখন থেকে যেখানেই থাকবেন না কেন অফিসের কাজ করতে পারবেন সবজায়গায়। আর এর জন্য আপনার প্রিয় স্মার্টফোনটিই যথেষ্ঠ।

তাই আজকে আমি আপনারদের অসাধারণ একটি এ্যাপ্লিকেশন উপহার দেব যার সাহায্যে আপনি PDF, DOC, XLS, PPT ইত্যাদি ফাইলগুলি আরামচে পড়তে পারবেন, এডিট করতে পারবেন এমনকি নতুন ফাইল তৈরীও করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপারটি হল আপনি যেকোন ডকুমেন্টগুলিকে 3D করেও দেখতে পারবেন 🙂 । আর যেকোন ডকুমেন্ট পড়ার জন্য এর ইফেক্টগুলিও কিন্তু দারুণ ! আর এর সবচেয়ে মজার ফিচারটি হলো এটি ইউনিকোড সাপোর্ট করে।

এ্যাপ্লিকেশনটির বিভিন্ন ফিচারগুলিঃ

এ্যাপ্লিকেশনটির ইন্টারফেস খুবই সুন্দর এবং সহজবোধ্য। তাই সহজেই আপনি এ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।

নিচের চার্টটি দেখলে বুঝতে পারবেন এটি কোন কোন ফাইলগুলি পড়তে সক্ষম এবং এডিট করতে সক্ষম

ষ্টাইলিশ জুমিং সুবিধা এবং অসাধারণ ইফেক্ট-

এপ্লিকেশনটি ওপেন করে কোন একটি ডকুমেন্ট বের করুন। তারপর আপনার কাঠির সাহায্যে বা হাত দিয়ে ফাইলটিতে কিছুক্ষণ হোল্ড করুন। তাহলে নিচের মত দুইট + - চিন্হ বের হবে। তখন হোল্ড অবস্থায় উপরে কাঠিটি নিয়ে গেলে জুম হবে আর নিচে নিয়ে গেলে ছোট হবে। নিচের স্কিনশর্টটি দেখুন

ধরুন আপনি অনেকগুলি পাতার একটি ইবুক পড়ছেন। ইবুকটিতে অনেকগুলি পাতা তাহলে যদি কখনো সরাসরি অন্য পেজগুলিতে তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হয় তাহলে উপরে দেখুন "Pages" নামে একটি অপশন আছে। সেখানে ক্লিক করুন।

অসাধারণ থ্রিডি ফিচারঃ

আমার কাছে সবচেয়ে বেশি যে বিষয়টি মজার মনে হয় সেটি হল এই এপ্লিকেশনটির 3D ফিচারটি। যেকোন ডকুমেন্টকে আপনি থ্রিডি মুডে দেখতে পারেন। এরজন্য কোন একটি ইমেজওয়ালা ডকুমেন্ট ওপেন করুন। এরপর থ্রিডিতে ক্লিক করুন। আর দেখুন মজা 🙂 ।

অনেকগুলি ফাইল তৈরী এবং এডিট করার সুবিধাঃ

এপ্লিকেশনটির আরও একটি দারুন সুবিধা হলো আপনি এর সাহায্যে যেকোন (সাপোর্টেট) ফাইল এডিট করতে পারবেন। এমনকি নতুন ফাইলও তৈরী করতে পারবেন। এর জন্য আপনি এপ্লিকেশনটি চালু করে "New Document" এ ক্লিক করুন। তারপর আপনার চাহিদা অনুযায়ী যেকোন একটি ফরমেটকে বেছে নিন এবং ফাইল তৈরী করা শুরু করুন।

ইউজার ম্যানুয়ালঃ

আমার টিউনটিতে আমি বিস্তারিতভাবে কোন বিষয়ই আলোচনা করিনি। আর অত বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করাও সম্ভব নয়। তাই এপ্লিকেশনটিতে একটি সুন্দর ম্যানুয়ালও পাবেন। এরজন্য উপরে "Help" এ ক্লিক করুন।

আরও বিস্তারিত এবং দারুন দারুন সব ফিচারগুলি দেখতে চাইলে নিচের ভিডিওটি অবশ্যই দেখতে হবেঃ

ডাউনলোডঃ

iOS-

সিমবিয়ান (শুধুমাত্র 5th এবং Symbian^3 এর জন্য) -

এনড্রয়েট- (শুধুমাত্র Android 1.6 এবং তার পরের ভার্সনগুলিতে কাজ করবে)

====

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

মোবাইল বিষয়ক যেকোন সমস্যায় আমাকে ফেসবুকে নক করতে পারেন- http://facebook.com/crazzzzzzyboy

====

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

oshadaron…..

আপনার টিউন সবসময় হটকেক। ধন্যবাদ ধন্যবাদ। টিটি কে অনেক মিস করবো। সামনে পরীক্ষা। নেটের লাইন + ল্যাপ্লি সব ইস্তফা। তবে ফেইসবুকে আপনার সাথে যোগাযোগ হবে। একবার পরীক্ষা টা শেষ করে নিই। ফাটায় টিউন শুরু করবো। আলবিদা 🙁

    😉 । ঠিকআছে মাকসুদ ভাই। ভাল করে পরীক্ষা দিন।
    ভাল থাকবেন।

s60 v3 তে মনে হয় কাজ করে না। আমার এন ৮২ তে ইন্সটল হয়েছে। কিন্তু অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে না

    না মাকসুদ ভাই। এটি S60 V3 তে কাজ করবে না। এটি শুধুমাত্র S60 V5 এবং Symbian^3 তে কাজ করবে।

উরিজ্জোস… 😉

java supported mobile e kivabe unicode pdf read korano jai? help.

    জাভাতে ইউনিকোড রিড করার জন্য সফট আমার জানামতে নাই শোভন ভাই।
    আমি দুঃখিত।

saymbian^3 jinish ta ki?

    Symbian^3 নোকিয়ার সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম।
    যা বর্তমানে নোকিয়ার N8, E7, C7, X7 ইত্যাদি মডেলগুলিতে ব্যবহার করা হয়েছে।

ভাই,এটা আমি অনেক আগে আমার ৫৮০০ তে চালিয়েছি।অনেক স্লো আমারটায়।এত স্লো যে কাজ করার অনুপোযোগী।

    হতে পারে কিন্ত আমারটায় অবশ্য এইরকম কোন সমস্যা হয় না।

ভাই ল্যাপটপ এ কাজ করবে ?

    দুঃখিত শাহেদ ভাই। এটি ল্যাপটপের জন্য নয়। শুধুমাত্র মোবাইলের জন্য।

পাইরাটেড ভার্সন android এ ব্যবহার করার কোনও পার্ষপতিক্রিয়া আছে কী? sd কার্ড-এ ইনস্টল করা যাবে? আপনাকে ধন্যবাদ

    আমি Android ব্যবহার করিনা। তবুও আমার জানামতে পাইরেট ভার্সন ব্যবহার করলে কোন পাশ্বাপ্রতিক্রিয়া হবে না। আপনি নিশ্চিন্তে পাইরেট ভার্সন ব্যবহার করতে পারেন। আর অবশ্যই SD কার্ডএ ইন্সটল করতে পারবেন। কোন সমস্যা হবে না।
    ধন্যবাদ।

ভাই এটা কি nokia e66 এ চলবে plzz জানাবেন

Via valo laglo dukker bisoy ata v3 te hosse na,
fb ke apnar sate jogajog hobe vi

Level 0

AMI GOTO WEEK A NOKIA C7 KINESI. OI KHANE J OFFICE DIYE DISE OITA VUA. LOCK KORA + KINTE BOLE. AMAR OFFICE-TA ABAR JORURI , ATODIN KONO KAJ KORTE PARINAI. AMON EKTA TUNE-ER JONNO ETODIN WAIT KORECI. APNAKE ONEEK DHONNOBAD. C7-A DARON KAJ KORSE. EK KOTHAY "PURA OSTHIR"……….THANKS AGAIN

    Level 0

    R EKTA REQUEST, APNAR NOKIA C7-ER KONO HD GAMES THAKLE JANABEN………..

    আপনার কাজে লেগেছে জেনে অনেক ভাল লাগল।
    আর আমি খুব শিঘ্রই নোকিয়ার HD গেমগুলির রিভিউ লিখব। ইনশাআল্লাহ।

Level 0

kisu problem ase. bangla dekha jayna. edit korar somoy ENTER kaj korena.

    অবশ্যই বাংলা দেখা যাবে তবে সেটি ইউনিকোড ভিত্তিক হতে হবে।
    যেমন – বিজয় দিয়ে লেখা কোন ফাইলে বাংলা দেখতে পাবেন না।

Akta osadharon soft deyar jonno apnake onnek dhonnobad…

Level 0

EDIT korar somoy ENTER kaj korena……
banglar beparta r ektu bujhiye bolle valo hoto

    এডিট করার সময় এন্টার কাজ না করার কথা না। হতেও পারে তবে আমার এইরকম কোন সমস্যা হয়নি।
    আর বাংলার ব্যাপারটা হল, আপনি যদি অভ্র দিয়ে লেখা কোন পিডিএফ ফাইল পড়তে চান তাহলে সফটটি বাংলা দেখতে পারবেন। আর যদি বিজয় দিয়ে লেখেন তাহলে দেখতে পারবেন না।

আপসোস S60v2 /S60v3 এর জন্য নয়! 🙁

matha gureee

Level 2

iPhone e install korar method ti aktu bistarito janan

sadharon nokia phone e html(544 kb) file othoba excel file(744 kb) ki vbae dekhte pabo ?

thanxx……ai oshadharon softwre ar jonno..

Level 0

Facebook এ অ্যান্ড্রয়েড সেটে বাংলা দেখতে পাইনা কি করলে বাংলা দেখতে পাবো pls সাহায্য করেন।
e-mail: [email protected]