অনেকেই মোবাইলের ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউারে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন। বাসায় বা দোকানে অনেকগুলি কম্পিউটার কিন্তু সবগুলিতে নেট কানেকশন না থাকায় অন্যরা নেট ব্যবহার করা থেকে বঞ্চিত। আবার প্রতিটি কম্পিউটারে নেট কানেকশন করতে গেলে LAN (Local Area Network) নেটওয়াকিং বা আলাদা আলাদা কানেকশনের প্রয়োজন হয়। যা অনেক ঝামেলার এবং এর জন্য অনেক এক্সট্রা ডিভাইস লাগে এবং গাদা গাদা তারের প্রয়োজন পড়ে। কিন্তু এখন তো আর LAN এর যুগ নেই। এখন সবকিছুই তারবিহীন হতে চলেছে। আবার ব্লুটুথ দিয়ে সাবার সাথে নেট কানেকশন সেয়ারও করতে পারবেন না। আর এর জন্য এখনকার নতুন প্রযুক্তি হলো WLAN (Wireless Local Area Network)। যাতে তারের কোন বালাই নেই। আর এই WLAN নেটওয়ার্কিং করার জন্য আপনাকে তৈরী করতে হবে Wifi Zone । আর এজন্য আপনাকে কিনতে হবে একটি Wifi Hotspot। যার বর্তমান বাজার দাম ১৫ হাজারের উপরে (ভাল মানের)। যা বেশ ব্যয়সাপেক্ষ।
তাই আজকে আমি আপনাদেরকে খুবই কাজের একটি এ্যাপ্লিকেশন সেয়ার করব। যার মাধ্যমে আপনি আপনার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর 3rd, 5th এবং S^3 ভার্সনের সেটগুলোকে Wifi Hotspot হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার ইন্টারনেট কানেকশন সবার সাথে সেয়ার করতে পারবেন।
তবে এই নেট কানেকশন ব্যবহার করার জন্য আপনার ল্যাপটপে, মোবাইলে বা কম্পিউটারে Wifi প্রযুক্তি থাকতে হবে। আর এখনকার ল্যাপগুলোতে সাধারণত বিল্ট ইন ভাবেই Wifi Router দেওয়াই থাকে। আর পিসিতে Wifi না থাকলে বাজার থেকে ১৫০০ টাকার মধ্যেই একটি ভাল মানের Wifi Router কিনতে পারবেন। আর যাদের মোবাইলে Wifi প্রযুক্তি দেওয়াই আছে তাদের তো কোন চিন্তাই নেই। অনাআসে মোবাইল দিয়ে নেট সেয়ার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আর এই মজার এপ্লিকেশনটির নাম হলো "Joikuspot Premium" ।
এ্যাপ্লিকেশনটির ইন্টারফেস খুবই সহজবোধ্য তাই সবাই সবকিছু অনায়আসে বুঝতে পারবেন। প্রথমে আপনার নোকিয়া হ্যান্ডসেটটির মডেল অনুযায়ী নিচের লিংক থেকে এপ্লিকেশনটি ডাউনলোড কারে মোবাইলে ইন্সটল করুন। ইন্সটল সম্পন্ন হলে আপনার সেটটিকে একবার রিষ্টাট করে নিতে হবে। তারপর এপ্লিকেশনটি চালু করুন।
চালু হওয়ার সাথে সাথে এপ্লিকেশনটি আপনাকে একটি ম্যাসেজ দিবে "Allow Sharing Your Internet Connection With External Devices?" । এখন No তে ক্লিক করে, এপ্লিকেশনটির Options এ যান। এবং নেট কানেকশন সেয়ার করার জন্য কোন Access Point টি ঠিক করে দিন এবং বাকিগুলি ডিফল্ট রাখুন। নিচের স্কিনশর্টটির মত। এবং সেটিংস ঠিক করা হলে Back করুন।
এখন আপনি আপনার Wifi দিয়ে কানেকশন সেয়ার করার জন্য "Start" এ ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যেই এপ্লিকেশন আপনার নেট কানেকশটিকে একটি Wifi Zone এ রূপান্তর করবে।
এখন আপনার কম্পিউটার/ল্যাপটপ বা অন্য মোবাইলে নেট ব্যবহার করার জন্য Wifi Network সার্চ করলে একটি নেটওয়ার্ক খুজে পাবেন। এখন ওই নেটওয়ার্কটি সিলেক্ট করে দিলেই আপনি ইচ্ছামত নেট ব্যবহার করতে পারবেন।
বর্তমানে মোট কতজন আপনার নেট কানেশনটি ব্যবহার করছে তার লিষ্ট দেখার জন্য উপরে "ল্যাপটপ" এর আইকোনটিতে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি দেখতে পারবেন মোট কতটুকু সময় ধরে আপনার সেয়ারিং কানেকশন চালু আছে কত মেগাবাইট খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি।
আর যদি সেয়ারিং বন্ধ করতে চান তাহলে চান তাহলে "Stop" এ ক্লিক করুন। ব্যাস ! তাহলেই আপনার নেট সেয়ারিং বন্ধ হয়ে যাবে।
আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।
আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
vai, amar 5800xm e connection dile invalid server lekha othe. Ki korbo ?