‌আপনার মোবাইলকেই বানিয়ে ফেলুন Wifi Hotspot, আর ইচ্ছামত নেট সেয়ার করুন আপনার বন্ধুদের মোবাইলে কিংবা কম্পিউটারে।

অনেকেই মোবাইলের ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে  কম্পিউারে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন। বাসায় বা দোকানে অনেকগুলি কম্পিউটার কিন্তু সবগুলিতে নেট কানেকশন না থাকায় অন্যরা নেট ব্যবহার করা থেকে বঞ্চিত। আবার প্রতিটি কম্পিউটারে নেট কানেকশন করতে গেলে LAN (Local Area Network) নেটওয়াকিং বা  আলাদা আলাদা কানেকশনের প্রয়োজন হয়। যা অনেক ঝামেলার এবং এর জন্য অনেক এক্সট্রা ডিভাইস লাগে এবং গাদা গাদা তারের প্রয়োজন পড়ে। কিন্তু এখন তো আর LAN এর যুগ নেই। এখন সবকিছুই তারবিহীন হতে চলেছে। আবার ব্লুটুথ দিয়ে সাবার সাথে নেট কানেকশন সেয়ারও করতে পারবেন না। আর এর জন্য এখনকার নতুন প্রযুক্তি হলো WLAN (Wireless Local Area Network)। যাতে তারের কোন বালাই নেই। আর এই WLAN নেটওয়ার্কিং করার জন্য আপনাকে তৈরী করতে হবে Wifi Zone । আর এজন্য আপনাকে  কিনতে হবে একটি Wifi Hotspot। যার বর্তমান বাজার দাম ১৫ হাজারের উপরে (ভাল মানের)। যা বেশ ব্যয়সাপেক্ষ।

তাই আজকে আমি আপনাদেরকে খুবই কাজের একটি এ্যাপ্লিকেশন সেয়ার করব। যার মাধ্যমে আপনি আপনার সিমবিয়ান অপারেটিং সিস্টেম এর 3rd,  5th  এবং S^3 ভার্সনের সেটগুলোকে Wifi Hotspot হিসেবে ব্যবহার করতে পারবেন এবং  আপনার ইন্টারনেট কানেকশন সবার সাথে সেয়ার করতে পারবেন।

তবে এই নেট কানেকশন ব্যবহার করার জন্য আপনার ল্যাপটপে, মোবাইলে বা কম্পিউটারে Wifi প্রযুক্তি থাকতে হবে। আর এখনকার ল্যাপগুলোতে সাধারণত বিল্ট ইন ভাবেই Wifi Router দেওয়াই থাকে। আর পিসিতে Wifi না থাকলে বাজার থেকে ১৫০০ টাকার মধ্যেই একটি ভাল মানের Wifi Router কিনতে পারবেন। আর যাদের মোবাইলে Wifi প্রযুক্তি দেওয়াই আছে তাদের তো কোন চিন্তাই নেই। অনাআসে মোবাইল দিয়ে নেট সেয়ার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আর এই মজার এপ্লিকেশনটির নাম হলো "Joikuspot Premium" ।

কিভাবে ব্যবহার করবেন?

এ্যাপ্লিকেশনটির ইন্টারফেস খুবই সহজবোধ্য তাই সবাই সবকিছু অনায়আসে বুঝতে পারবেন।  প্রথমে আপনার নোকিয়া হ্যান্ডসেটটির মডেল অনুযায়ী নিচের লিংক থেকে এপ্লিকেশনটি ডাউনলোড কারে মোবাইলে ইন্সটল করুন। ইন্সটল সম্পন্ন হলে আপনার সেটটিকে একবার রিষ্টাট করে নিতে হবে। তারপর এপ্লিকেশনটি চালু করুন।

চালু হওয়ার সাথে সাথে এপ্লিকেশনটি আপনাকে একটি ম্যাসেজ দিবে "Allow Sharing Your Internet Connection With External Devices?" । এখন No তে ক্লিক করে, এপ্লিকেশনটির Options এ যান। এবং নেট কানেকশন সেয়ার করার জন্য কোন Access Point টি ঠিক করে দিন এবং বাকিগুলি ডিফল্ট রাখুন। নিচের স্কিনশর্টটির মত। এবং সেটিংস ঠিক করা হলে Back করুন।

এখন আপনি আপনার Wifi দিয়ে কানেকশন সেয়ার করার জন্য "Start" এ ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যেই এপ্লিকেশন আপনার নেট কানেকশটিকে একটি Wifi Zone এ রূপান্তর করবে।

এখন আপনার কম্পিউটার/ল্যাপটপ বা অন্য মোবাইলে নেট ব্যবহার করার জন্য Wifi Network সার্চ করলে একটি নেটওয়ার্ক খুজে পাবেন। এখন ওই নেটওয়ার্কটি সিলেক্ট করে দিলেই আপনি ইচ্ছামত নেট ব্যবহার করতে পারবেন।

বর্তমানে মোট কতজন আপনার নেট কানেশনটি ব্যবহার করছে তার লিষ্ট দেখার জন্য উপরে "ল্যাপটপ" এর আইকোনটিতে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি দেখতে পারবেন মোট কতটুকু সময় ধরে আপনার সেয়ারিং কানেকশন চালু আছে কত মেগাবাইট খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি।

আর যদি সেয়ারিং বন্ধ করতে চান তাহলে চান তাহলে "Stop" এ ক্লিক করুন। ব্যাস ! তাহলেই আপনার নেট সেয়ারিং বন্ধ হয়ে যাবে।

এপ্লিকেশনটি যে যে মডেলগুলিতে কাজ করবে-

Nokia S60 (3rd এবং 5th)-

  • E51
  • E52
  • E55
  • E60
  • E61
  • E61i
  • E63
  • E65
  • E66
  • E71
  • E72
  • E73
  • E75
  • E90
  • N78
  • N79
  • N80
  • N81
  • N81 8GB
  • N82
  • N85
  • N86
  • N91
  • N93
  • N93i
  • N95
  • N95 8GB
  • N95 Americas
  • N95 8GB Americas
  • N96
  • N97
  • N97 Mini
  • 5530 XpressMusic
  • 5630 XpressMusic
  • 5730 XpressMusic
  • 5800 XpressMusic
  • C5-03
  • C6
  • E5
  • X5
  • X6
  • 6710 Navigator
  • 8800 Erdos

Nokia Symbian^3

  • N8
  • E7
  • C6-01
  • C7
  • E6
  • X7

Nokia Maemo

  • N900

Sony Ericsson S60 (3rd এবং 5th)-

  • Satio (Idou)
  • Vivaz
  • Vivaz Pro

ডাউনলোড

=====================

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

===================

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

vai, amar 5800xm e connection dile invalid server lekha othe. Ki korbo ?

    এই এ্যাপ্লিকেশনটি দিয়ে নেট কানেকশন সেয়ার করলে, ব্যাবহারকারীকে কোনো ইরোর দেখাবে না।
    আর আপনি যদি কম্পিউটার থেকে মোবাইলে নেট কানেকশন সেয়ার করেন তাহলে এই ম্যাসেজ দেয়।
    এটি সমস্যাটি আমারও হয়। আমি সমাধান পেলে এটি নিয়ে বিস্তারিত লিখব।

মাশাআল্লাহ …………………

Level 2

vai j0til

Level 0

বাহ বাহ সুন্দর!

অনেক কাজের টিউন।

আরেকটি ফাটাফাটি টিউনের জন্য ধন্যবাদ।

    পাগলু পাগলু…….
    থোড়াছা কারলে রোম্যান্স ! 😆

    ধন্যবাদ পাগলু ভাইয়া।

Level New

পাক্কা কাজের জিনিস

আহহারে! আমার সিম্বিয়ান মোবাইল নাই! +++

    আয় হায় ! বড়ই দুঃখের কথা। (দোয়া করি যেন তাড়াতাড়ি কিনতে পারেন)
    তবে যখন কিনবেন তখন কাজে দিবে 🙂 ।

ভাইয়া, জেনুইন আর পাইরেটেড ফুল ভার্সন এর মধ্যে পার্থক্য কী?পাইরেটেড/ক্র্যাক ফুল ভার্সন ও কী জেনুইনের মতো কাজ করবে?

    পাইরেটেট মানে "অবৈধ/চোরাই"
    আর জিনুইন মানে হল "টাকা দিয়ে কিনে নেওয়া"

    ক্রাক করা ফুল ভার্সন অবশ্যই জিনুইনের মত কাজ করবে কিন্তু সেটি অবৈধ মানে তৈরীকারক কে ঠকানো।
    তাই টাকা থাকলে জিনুইন কিনে ব্যবহার করাই শ্রেয়।

জটিল এক সফটওয়ার।তবে হাইস্পিড ইন্টারনেট কানেকশান না থাকলে বেশী লাভবান হওয়া যাবে না মনে হয়…

    হুম অবশ্যই জটিল।
    আর ঠিকই বলেছেন কিন্তু হাইস্পিড তো কোন না কোন একদিন আমরা পাবই।
    এখন না হয় দুধের স্বাদ ঘোলেই মিটাই 😛 ।

ভাইজান এই ব্যাপারটা ল্যাপটপে করা যায় না। মানে আমি তো মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি না। বাংলালায়ন এর মাধ্যমে ল্যাপটপে ব্যবহার করি। তবে আমার মোবাইলে wifi আছে। তো আমি ল্যাপটপের মাধ্যমে মোবাইলে ব্যবহার করতে পারি এমন কোন পদ্ধতি বা সফটওয়ার থাকলে একটু সাহায্য করুন।

    Level 0

    আপনার ল্যাপটপ এ যদি উইন্ডোজ ৭ দেওয়া থাকে তা হলে এই সফটওয়্যার টির মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে পারেন
    http://www.connectify.me/

    অবশ্যই এইরকম পদ্ধতি আছে।
    তবে ল্যাপটপ-এর Wifi দিয়ে আমি এখনো মোবাইলে নেট চালাতে পারি নাই 🙁 । কি যেন একটা ইরোর ম্যাসেজ দেখায়।
    তবে সলুশান পেলে অবশ্যই এটি নিয়ে বিস্তারিত টিউন লিখব।

      @সাইফুল ইসলাম: সাইফুল ভাই, অসাধারন এক সফ্টওয়্যার। তবে আমার একটা প্রবলেম হয়। এটা থেকে ওয়াইফাই ছাড়লে সিম্বিয়ান ছাড়া অন্য কোন ফোনে সার্চ করলে পায়না। যেমন এন্ড্রয়ড, লুমিয়া থেকে সার্চ দিলে কোন ওয়াইফাই দেখায়না। এর জন্য কি করতে পারি?

    Level 0

    Hossain ভাই এর দেওয়া লিংক থেকে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করলাম কিন্তু ল্যাপটপ কে তো wifi zone করতে পারলাম না।আপনাদের সাহায্য চাই।

    সাইন করা ভার্সনটি আমার কাছে ছিলনা তাই দিতে পারিনি। 🙁
    ধন্যবাদ সাইনড ভার্সনটি দেওয়ার জন্য। টিউনেও লিংকটি আপডেট করে দিয়েছি। 🙂

ধন্যবাদ
ব্রডবেন্ড ইন্টারনেট দিয়ে ব্লুটুথ এর মাধ্যমে মোবাইলে কি ইন্টারনেট ব্যবহার করা যায়
টেকটিউনসে এর উপরে কি কোন টিউন থাকলে লিংকটা দয়া করে দিন

আরিব্বাইশ পুরাই ঝাক্কাস, তবে আমাদের স্পিডের যে অবস্থা তাতে নিজের ডিভাইসেই নেট পাওয়া দুষ্কর আর শেয়ার করলেতো পাওয়াই যাবেনা… 😉

    হ হ । অবশ্যই ঝাক্কাস।
    আর ঠিকই বলেছ কিন্তু হাইস্পিড তো কোন না কোন একদিন আমরা পাবই।
    এখন না হয় দুধের স্বাদ ঘোলেই মিটাই 😛 ।

অনেক ভাল জিনিস আমার কাজে লাগবে ধন্যবাদ ।

ভাই ইউস করতেসি ।ঝাক্কাস একটা জিনিশ দিসেন

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার laptop কে কি wifi zone বানাতে পারবো? যদি সম্ভব হয় তাহলে কিভাবে করবো জানালে খুশি হব।

    ল্যাপটপের Wifi দিয়েও Zone তৈরী করা যায়। এটি নিয়ে বিস্তারিত টিউন করার ইচ্ছা আছে।
    অপেক্ষা করুন।

Level 0

sorry,আমি আরেক টা কথা বলতে ভুলে গেছি।আমি xp ব্যবহার করি।

Level New

Internet Connection দেওয়ার পর মোবাইল থেকে Call করা যাবে কি?

ধন্যবাদ মজার একটা টিউন। আচছা নকিয়া C5 এ কি ব্যবহার করা যাবে ???

    না ভাইয়া। নোকিয়া C5 এ এটি কাজ করবে না কারণ এটিতে Wifi নাই।
    তবে নোকিয়া C5-03 তে সুন্দর কাজ করবে 🙂 ।

darun.Kub kaj dicce.kintu permission chara je keo wifi bebohar korte parbe. permission code ba approval typer kico thakle valo hoto ja general wifi gulu te thake.kono somodan thakle obbossoy janaben.Thanks a lot.

    অবশ্যই আপনি আপনার Wifi কানেকশনকে পাসওয়ার্ড প্রটেক্টেট করতে পারবেন। এরজন্য আপনি Option>Settings এ গিয়ে "Encryption" অপশনটি দেখুন। 🙂

    ধন্যবাদ।

অশেষ ধন্যবাদ।আচ্ছা এটা দিয়ে যখন একাধিক ব্যবহারকারী USE করবে তখন কী Bandwidth ভাগ হয়ে যাবে? নাকী সবাই মূল speed এর ন্যায় পাবে? কোনটা?

    অবশ্যই। একাধিক ইউজার ব্যবহার করলে স্পীড তো ভাগ হবেই।

সাইফুল ভাই, এটাকে বলে ফাটাফাটি টিউন। চালিয়ে যান। ধন্যবাদ।

    😉 । ধন্যবাদ পিয়াস ভাইয়া।
    আর অবশ্যই টিউন চালিয়ে যাব যতিদিন বেচে আছি।

Level 0

ভাইয়া একেবারে ফাটাই ফেলছেন।। মনে মনে আমি এই রকম একটি সফট খুজছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যাবাদ। আপনার কাছ থেকে আরো এই রকম ফাটাফাটি টিউন আশা করছি 🙂

    ইনশাআল্লাহ। পরবর্তীতেও এইরকম ফাটাফাটি টিউন করব।

কাজের একটা টিউন।
প্রিয়তে নিলাম…
ধন্যবাদ সাইফুল আপনাকে 🙂

অসাধারন টিউন,
অনেক অনেক ধন্যবাদ,
আসলে মোবাইল নিয়ে টিউনের কথা বললে আমাদের সাইফুলই এক নাম্বার এবং এই টিউনও তাহার প্রমান।

ধন্যবাদ / অসাধারণ টিউন / আই ফোন এর উপর আরো টিউন চাই /আতাউর রহমান ভাই এর সাতে একমত

সাইফুল, আমি কিন্তু এটা ইন্সটলই করতে পারি নাই। মজা লুটা পরের কথা!

    কেন ভাইয়া? এইরকম সমস্যা তো হওয়ার কথা নয়। টিউনে কি আপনার মোবাইলের মডেল আছে?

awesome tune,keep it up.

Level New

pc তে bluetooth device দিয়া কি mobile এ pc র internet use করতে পারবো ????? এরকম কোনো softwar জানা আছে আপনার ????
আমার mobile C5 (s60v3)

Level 0

সাইফুল ইসলাম ভাই অনেক অনেক ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য কিন্তু আমি একটা সমস্যায় আছি সমস্যাটা হল আমার বাড়ির
সব দিকে wifi এর network আছে কিন্তু যখনই আমার ল্যাপটপ টা রোমের ভিতরে নিয়ে আসি তখনি wifi এর network
পায়না R যখনই ল্যাপটপ টা রোম থেকে বাহিরে নিয়ে আসি তখনি wifi এর network পাই এখন আমি কি করতে পারি ধন্যবাদ।

    এক্ষেত্রে আমি আপনাকে কোন সাহায্য করতে পারবো না। কারণ কিছু কিছু রুম আছে যেগুলাতে ঢুকলে মোবাইলেও ঠিকমত নেটওয়ার্ক পায়না। তাই আপনাকে কষ্ট করে রুমের বাহির থেকেই ব্যবহার করতে হবে। আর না হলে আপনাকে আর একটা USB Wifi Router কিনে ক্যাবল দিয়ে বাহিরে রাখতে হবে।

Level 0

সাইফুল ইসলাম ভাই অনেক অনেক ধন্যবাদ

Level 0

সাইফুল ভাই অনেক ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য……..

সাইফুল ভাই, আমি Nokia E65 set use করছি। কিন্তু এই Software টি চালালে Unable to start joikuspot লিখা আসে। কি করতে হবে একটু যানাবেন।

    এপ্লিকেশনটি রিমুভ করে পূণরায় ইন্সটল করুন। এবং ইন্সটল শেষ হলে আপনার সেটটি রিষ্টাট করুন।
    আশা করি সফল হবেন।

Level 0

সাইফুল ভাই আমি কিন্তু এটা ইন্সটলই করতে পারি নাই।

    আপনি আবার এপ্লিকেশনটি ডাউনলোড করুন। তারপর আবার ইন্সটল করুন।
    এইবার ইন্সটল হবে আশা করি। 🙂

vai!! joikuspot baccha kal theke use kortc!! amar dorkar windows phone er jonno erokm kono software!! ki kora jai bolen!!!

Level 0

Via amar NOKIA 5233mobile. Amar smartmovie 4.15 er unlock code plz dile valo hoto. IMEI-355932045103632

Level 0

vai ami amar nokia 5320 xpress music e apnar deoya software install korsi. software ti run-o hoy. kintu ami jokhon start click kori tokhon amake "Unable to start juikospot" lekhati show kore. ami warid use kori, tai access point warid internet & warid wap 2tai use kore dekhsi kintu ekoi messege show kore. vai ekhon ki korbo, plz bolen.

thank you

    দুঃখিত। আপনার নোকিয়া ৫৩২০ এর জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রযোজ্য নয় 🙁 ।

Level 0

kintu vai juikospot to run hoy, 5320 er jonno na hole to install-e hoyar kotha na.

reply er jonno thanks

    আপনার সেটে Wifi প্রযুক্তি নাই। আর আপনার সেটে যদি wifi ই না থাকে তাহলে আপনি Wifi ব্যবহার করবেন কিভাবে? যেজন্য এপ্লিকেশনটি আপনার সেটে ইন্সটল হলেও চাহিদা অনুযায়ী হার্ডওয়ার না থাকায় কাজ করতে পারবে না। তাই এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার।

    আশা করি বুঝতে পেরেছেন।

Level 0

thanks a lot !

Level 2

কি বলবো আনন্দে লাফাতে ইচ্ছে করছে। ধন্যবাদ।

অসাধারণ হয়েছে। আমার কাছে আইফোন আছে। তাতে নেট আছে। আমি কিভাবে এটাকে ওয়াইফাই জোন বানিয়ে লেপটপে নেট শেয়ার করতে পারি। প্লিজ জানাবে।
ফেইসবুকে অথবা ইয়াহুতে [email protected]

Level 0

সাইফুল ভাই !!!! আমার নোকিয়া ৫৫৩০ মোবাইল এ তো হয় নাই।আপনে দয়া করে আমার মেইল এ লিখে পাঠান।আমার মেইল হল [email protected]/mobile///01823221203. দয়া করে আপনার নাম্বরটা দেন.

    @sultanmia: সফটওয়্যারটির নতুন ভার্সন দিলাম। আপনি পূণরায় সফটটি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটরের পর অবশ্যই আপনার সেট অফ করে অন করবেন।

    উপভোগ করুন।
    ধন্যবাদ।

vai atae ful verson ase naki? thakle den

vai valo akta smart movie pllyear dorkar akta instal korsi crak kora seta 2ghont por akhon movie chalailei bondo hoye jay ki korte pari amar set nokia n97. othoba avi file chole amon kono valo plyear amake diben ful verson kore

Level 2

আমার সেমসং গেলাক্সি এস ২,আমি কিভাবে করবো?

saiful bhai, amar tp link 54 mbps wireless G router ache.ami desktop e broadband connection use kori.kintu router connect korle amar pc te net connection pai na.ami kibhabe broadband connection router er madhome mobile e use korte parbo.
bahi amak aktu help koren .plz

Level 2

সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন মোবাইল থেকে আই ফোনে কি ভাবে Contacts transfer করা যায় তা নিয়ে একটা টিউন করার কথা ছিল
আপানার মনে আছে কি না জানিনা। যদি আপনার কিছু মুল্যবান সময় আমাদের জন্যে ব্যায় করতেন উপকৃত হতাম।

@সাইফুল ইসলামঃ ভাই আমার মোবাইল Samsung Galaxy Note GT-N7000 OS: ICS আমার মোবাইলে joikuspot এর ওয়াইফাই
কানেকশন পাচ্ছে না দয়া করে আমাকে সাহায্য করুন!!!!!!!

Level 0

ভাই n95 এ wifi network পাবার পর connected হয়.. but brows করতে পারি না। brows করতে গেলে “not getway replay” লেখাটি দেখায়।ভাই প্লিজ. [email protected] তে জানাবেন.

Saiful vai laptop e kebabe wifi network search korvo.pls ekto liken

আচ্ছা সাইফুল এইটা কি wifi নেট এর মাধ্যমে করা যাবে ?

Level 0

সাইফুল ভাই, সুন্দর টিউনের জন্য ধন্যবাদ। ‘Connectify me’ software দিয়ে laptop থেকে আমার android mobile-এ wifi connection use করছি। আপনিও চেস্টা করে দেখতে পারেন।
প্রশ্নঃ আমি কি wifi router (+- ১৫০০ টাকা) কিনে আমার পিসি থেকে android mobile-এ internet connection নিতে পারবো?

android a wifi paitci na…but laptop dia search dila pwa jaiteche

এটা তো শুধু নোকিয়া ফোন দিয়ে করা যাবে।বাকিরা যাবে কই?
আমারটা Symphony Xplorer H175 কিছু দিন আগে কিনেছি!আমিকি পারবো।একটু বলবেন প্লিজ