আজকাল অনেকেই পরিচিত সবার নাম, মোবাইল ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন।যেকোনো সময় মোবাইল ফোনটি চুরি-ছিনতাই হতে পারে, হারিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন গুরুত্বপূর্ণ নম্বর, তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় বিভিন্ন কারণে মোবাইল ফোনের মেমোরি ফ্ল্যাশ করতে হয়। তখনো সব তথ্যই মুছে যায়। এর একটি সমাধান—মোবাইল ফোনের সব তথ্য কম্পিউটারে রেখে দেওয়া (ব্যাক-আপ) ।
কম্পিউটারে মোবাইল ফোনের তথ্য রাখার জন্য নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্য্যুইট ইনস্টলকরতে হবে।এটি পাওয়া যাবে LINK 1 ঠিকানার ওয়েবসাইটে অথবা এখান থেকে ডাউনলোড করতে পারেন LINK 2 তারপর ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite খুলে Backup আইকনে ক্লিক করুন (File\Backup)। আবার Backup-এ ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান, সেগুলোর একটি তালিকা আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে, তার একটি লিংক আসবে। এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে।
মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে আনার জন্য (রিস্টোর) একইভাবে পিসি স্যুইট খুলেBackup-এ ক্লিক করুন। তারপর Restore-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।
এ ছাড়া Nokia PC Suite দিয়ে ডেটাকেবল এর মাধ্যমে আপনি কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ।
টিউনটি করেছেন: DjuiceLife
আমি djuicelife। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing To Say...
ভাই নোকেয়া ছাড়া অন্য কোন মোবাইলের (ব্যাক-আপ) রাখার কোন টিউন জানলে বোলবেন।