আমরা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল পাঠাতে সাধারনত ব্লু টুথ অথবা কেবল বাবহার করি কিন্তু আমরা খুব সহজেই কম্পিউটার থেকে নকিয়া মোবাইল ফোনে কোন ব্লু টুথ অথবা কেবল সংযোগ ছাড়াই ফাইল পাঠাতে পারি এর জন্য নতুন একটি প্রযুক্তি আবিস্কার হয়েছে আপনারা চাইলেই এটি ট্রাই করে দেখতে পারেন।এর জন্য আপনাদের যে প্রজুক্তি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে "নকিয়া ড্রপ"এটা একটি বেটা এপ্লইকেসন যেটি নকিয়া বেটা ল্যাব তইরি করেছে। এটা দিয়ে আপনি যেকোন কিছু আপনার মোবাইলটিতে পাঠাতে পারবেন। এপ্লিকেসনটি ইন্সটাল দেওয়ার পর এটি আপনার কম্পিউটারের ব্রাউজারের টুল বারে অবস্থান করবে।
এটি নকিয়ার সকল সিম্বিয়ান ফোনে ভালভাবে কাজ করে।
আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক দিন পর :D
ইন্টলের পর কিভাবে সেটআপ দিতে হবে কিভাবে ফাইল পাঠাতে হবে তা বিস্তারিত বলুন ।