আসসালামুয়ালাইকুম টিউনার বন্ধুরা সবাই কেমন আছেন, আশাকরি সবাই অনেক অনেক ভাল আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর লিখতে বসলাম সেই ২০১৯ সালের পর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছিল, নতুন করে বসলাম লিখতে এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত টিউন লিখতে, অনেক বকবক করে ফেললাম, চলুন এবার শুরু করা যাক আজকের টিউন।
আজকের যেটা নিয়ে কথা বলবো প্রথমত এই রকম একটা টিউন আমি লিখেছিলাম ২০১৬ সালের দিকে, যে কিভাবে কান্ট্রিলক আইফোন গুলো গ্রেভি সিম এর মাধ্যমে ব্যবহার করবো, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল যে গ্রেভি সিমটি কোন একটা কোডের মাধ্যমে একটিভ করতে হতো, কিন্তু আজকের টিউনে আমি আপনাদের কাছে শেয়ার করবো কিভাবে আপনারা আইফোনে আরেকটু আপডেট গ্রেভি সিম এর মাধ্যমে আপনারা কান্ট্রি লক আইফোন কোন আলাদা করে একটিভিশন ছাড়াই ব্যবহার করবেন, আসুন আরো একবার জেনে নেই গ্রেভি সিমটা কি আর এটা কিভাবে কাজ করে?
গ্রেভি সিম সাধারনত একটা চিপ এর মধ্যে একটা প্রোগ্রামিং করা থাকে বাইপাস সিস্টেম, যেটা কিনা দেশ হিসাব করে সিমের নেটওয়ার্ক বাইপাস করে বুঝতে দেয়না ফোনটি এক দেশ থেকে অন্য দেশে গিয়েছে, আমরা দেশের বাইরে থেকে যখন কোন আইফোন কিনে আনি আর যদি সিম সাপোর্ট করার সেটিং ফ্যাক্টরি আনলক না থাকে তখন সাধারণত সিম চলে না, ঠিক তখন আপনি গ্রেভি চিপ টি সিম টির নিচে দিয়ে ব্যবহার করলে আপনি তখন সাধারণভাবে সিম ব্যবহার করতে পারবেন।
২০১৬ সালে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা থেকে অনেক আপডেট এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন নিচের ভিডিও টা দেয়া হলো, আপনারা ভিডিওটা দেখে আপনারা বাজার থেকে সিম কিনে আপনার আপডেট আইফোনে আপনি এটা ব্যবহার করতে পারবেন, একটা কথা বলে রাখি সেটা হলো আপনি যখন গ্রেভি সিম বা চিপ কিনবেন চেষ্টা করবেন ফোন সাথে নিয়ে চেক করে কিনতে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রেভি সিম কিনে আনার পরে চেক চলে না বা সাপোর্ট করে না সে ক্ষেত্রে আপনি ফোন নিয়ে গিয়ে কিনে আনাটা বেটার বা আপনি চেক করে নিবেন আশাকরি আর সমস্যায় পোরতে হবে না।
আজকের টিউনটি এই পর্যন্তই বিস্তারিত আমি নিচে ভিডিও দিয়ে দিয়েছি কেউ না বুঝতে পারলে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হল, বাংলায় টিউন লিখছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ
আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।