উচ্চমান সম্পন্ন মোবাইল ফোন তৈরিতে মটোরোলা এক বিখ্যাত নাম। মটোরোলার V3 ও V3i মোবাইল সম্ভবত মোবাইল জগতের একসময়ের সবচাইতে জনপ্রিয় ফোন। বিশাল সাইজ আর বিদঘুটে মোবাইলের ভিড়ে স্লিম ও স্টাইলিশ মোবাইলের ধারনা সর্বপ্রথম মটোরোলাই দেয়।
সেই মটোরোলা বাজারে নিয়ে এসেছে এক নতুন চমক! নতুন Motorola Atrix হল তাদের লেটেস্ট মাল্টি টাচস্ক্রিন স্মার্টফোন যাতে তারা যুক্ত করেছে Dual-core 1GHz ARM Cortex-A9 প্রসেসর, ULP GeForce গ্রাফিক্স প্রসেসর, Tegra 2 chipset মাদারবোর্ড ও ১ গিগাবাইট র্যাম !
এর অসাধারনত্বের সর্বোৎকৃষ্ট উদাহরন হল এতে আছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিডার যা আপনার ফোনটিকে দেবে নিশ্ছিদ্র নিরাপত্তা।
তো অপেক্ষা কেন? ভাল লাগলে আর বাজেটে হলে এরচেয়ে ভাল ফোন আর হয় না।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
হি হি হি হি হি হি হি ……………………………………………………… হি হি হি হি হি হি হি ………… হি হি হি হি ………………..
1. অসাধারন পোস্ট! simply অসাধারন!
2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ???
5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
6. বস ! একদম ফাটায়া দিলেন !
7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
8. Josssssssss!!!
9. Thanks boss ! U are great!!!
10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !
😆