মটোরলার চমক! ডুয়াল কোর এখন মোবাইলেও !

উচ্চমান সম্পন্ন মোবাইল ফোন তৈরিতে মটোরোলা এক বিখ্যাত নাম। মটোরোলার V3 ও V3i মোবাইল সম্ভবত মোবাইল জগতের একসময়ের সবচাইতে জনপ্রিয় ফোন। বিশাল সাইজ আর বিদঘুটে মোবাইলের ভিড়ে স্লিম ও স্টাইলিশ মোবাইলের ধারনা সর্বপ্রথম মটোরোলাই দেয়।

সেই মটোরোলা বাজারে নিয়ে এসেছে এক নতুন চমক! নতুন Motorola Atrix হল তাদের লেটেস্ট মাল্টি টাচস্ক্রিন স্মার্টফোন যাতে তারা যুক্ত করেছে Dual-core 1GHz ARM Cortex-A9 প্রসেসর, ULP GeForce গ্রাফিক্স প্রসেসর, Tegra 2 chipset মাদারবোর্ড ও ১ গিগাবাইট র‍্যাম !

এর অসাধারনত্বের সর্বোৎকৃষ্ট উদাহরন হল এতে আছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিডার যা আপনার ফোনটিকে দেবে নিশ্ছিদ্র নিরাপত্তা।

জেনারেল স্পেসিফিকেশন্সঃ

  • ১৬ গিগাবাইটের বিল্ট ইন হার্ড ডিস্ক আর অতিরিক্ত ৩২ গিগা মেমোরি লাগানোর ব্যবস্থা !
  • রয়েছে 5 MP, 2592х1944 pixels ক্যামেরা, autofocus, LED flash সহ !
  • ভিডিও কোয়ালিটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে, 720p HD ভিডিও, ফ্রেম রেট 30fps, 1080p (ভবিষ্যতে, ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমে) যা যেকোন ভাল মানের ভিডিও ক্যামের সমান !
  • এটি 1080p MP4/H.263/H.264.WMV/Xvid/DivX @ 30 fps ভিডিও প্লে-ব্যাক করতে পারে !
  • আছে এজ, ৩জি, ১৪.৪এম.বি.পি.এস, ওয়াইফাই 802.11 a/b/g/n, DLNA
  • জিপিএস, ম্যাপস ।
  • এনড্রয়েড ২.২ ফ্রয়ো অপারেটিং সিস্টেমে চলা এই অসাধারন সেলফোনটিতে Google Search, Maps, Gmail, YouTube, Google Talk, Facebook, Twitter, MySpace আগে থেকে ইনটিগ্রেড করা আছে ।
  • রয়েছে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ১০.১ ।
  • রয়েছে HDMI port যার মাধ্যমে আপনার পিসি বা টিভিতে কানেক্ট করে দেখতে পারবেন ফোনের মিডিয়া।
  • রয়েছে Li-Po 1930 mAh ব্যাটারি যা দেবে এক চার্জে দীর্ঘ সময় কাটানোর সুবিধা।

নিচে এক পলকে দেখে নিন এই চমৎকার ফোন আপনাকে কি কি দিচ্ছেঃ






তো অপেক্ষা কেন? ভাল লাগলে আর বাজেটে হলে এরচেয়ে ভাল ফোন আর হয় না।

Related articles

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হি হি হি হি হি হি হি ……………………………………………………… হি হি হি হি হি হি হি ………… হি হি হি হি ………………..

1. অসাধারন পোস্ট! simply অসাধারন!
2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ???
5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
6. বস ! একদম ফাটায়া দিলেন !
7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
8. Josssssssss!!!
9. Thanks boss ! U are great!!!
10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: 😆

হি হি হি হি হি হি হি ……………………………………………………… হি হি হি হি হি হি হি ………… হি হি হি হি ………………..

1. অসাধারন পোস্ট! simply অসাধারন!
2. অনেকদিন পর আপনার লেখা পড়লাম, বরাবরের মতই জটিল লিখেছেন।
3. ফেসবুকে শেয়ার না করে পারলাম না।
4. আরে ! এইটাই তো এতদিন খুঁজছিলাম, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ???
5. আমার দেখা ব্লগের সেরা পোস্ট!
6. বস ! একদম ফাটায়া দিলেন !
7. আপনার লেখার স্টাইল সবার থেকে আলাদা ! অসাধারন ভাবে সব ফুটিয়ে তুলেছেন!
8. Josssssssss!!!
9. Thanks boss ! U are great!!!
10. এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: 😆

ন্যাড়া কয়বার বেল তলা গেলে তার শিক্ষা হবে ?? :mrgreen: না লিনাক্স পৃথিবীর, না পৃথিবী লিনাক্সের । আগের মত উইন্ডোজের বিভিন্ন সফট নিয়ে টিউন করতে পারেন । 😉

    windows এর সফটওয়্যার নিয়ে আমি টিউন ১/২ টা করেছি। আগের মতন মানে?

ভাল লাগল । ধন্যবাদ ।

তাও কেন যেন MOTOROLA ভালো লাগে না

dam koto

কি কিনিস রে। দেখে কিনতে ইচ্ছা করতাছে :(। ১৯৯৭ সালে আমার বাবা একটা মটরওলা একটা আমপাড়া সেট কিনেছিল ওজন ছিল প্রাই ১ কেজি যেটার দাম দিয়ে এখন Galaxy tab হইয়া যাই 🙂

Level New

দাম তো বলেননাই

Level New

চমতকার পোস্টের জন্য দিহান ভাইকে ধন্যবাদ কিন্তু ‘চমক’ শব্দটার সাথে আপত্তি জানাচ্ছি। কেননা বিশ্বের প্রথম ডূয়েল কোর মোবাইল বানানো, ঘোষণা এবং বাজারজাত করা- তিনটি রেকর্ডই বর্তমানে এলজি অপটিমাস ২এক্স’র দখলে। সূত্রঃ http://www.best7android.com/2011/05/guinness-approves-lg-optimus-2x-as-1st.html
সম্প্রতি গিনেস বুকেও এলজির নাম উঠে গেছে এই সুবাদে। সুতরাং এটা কারো জানা না থাকলে সবাই ভাবতেই পারে যে এট্রিক্সই প্রথম ডুয়েল কোর মোবাইল। এলজি মটোরোলা থেকে পাক্কা ৩ মাস এগিয়ে এই কাজে। সুতরাং আমার মতে চমক শব্দটা এলজির জন্যই বেশি প্রযোজ্য।

    আসলে মটোরোলার দোষ না। আমিই স্লো 😛 😛 জানতাম না। দুঃখিত !

টাকা থাকলে কিনতাম 🙁 এখন নোকিয়া ৫৮০০ নিয়া ই ভাল থাকি 🙁

কিছুদিন হয় NOKIA N8 কিনলাম এটা কেমন লাগে ,

১৬ গিগাবাইটের বিল্ট ইন মেমোরি 256MB RAM, 512 MB ROM আর অতিরিক্ত ৩২ গিগা মেমোরি লাগানোর ব্যবস্থা !

রয়েছে 12 MP, 4000×3000 pixels, Carl Zeiss optics, autofocus, Xenon flash face detection .

ভিডিও কোয়ালিটি 720p@25fps

Multi-touch input method
Proximity sensor for auto turn-off
Accelerometer sensor for UI auto-rotate
Scratch resistant Gorilla glass display

Symbian^3 OS
CPU 680 MHz ARM 11 processor, Broadcom BCM2727 GPU
with A-GPS support; Ovi Maps 3.0
Java MIDP 2.1

Document viewer (Word, Excel, PowerPoint, PDF)

TV-out (720p video) via HDMI with Dolby Digital Plus sound

MP3/WMA/WAV/eAAC+ player
DivX/XviD/MP4/H.264/H.263/WMV player

Standard battery, Li-Ion 1200 mAh (BL-4D)

    N8 তুলনামূলক বহুত পিছায়া আছে । খালি ক্যামেরায় আগায়া ! বাকি সব দিকেই সমান বা পিছায়া আছে।

    N8 মাত্র ২৫৬ র‍্যাম, Motorola Atrix এ ১০২৪ মেগাবাইট।
    N8 সিঙ্গেল কোর প্রসেসর, Motorola Atrix ডুয়াল কোর।
    N8 ৭২০P, কিন্তু Motorola Atrix এ ১০৮০P ভিডিও।
    N8 নন টাচ অপ্টিমাইজড সিমবিয়ানে চলে, Motorola Atrix চলে পুরাপুরি টাচ অপ্টিমাইজড এনড্রয়েডে।

    এছাড়া N8 ভাল ফোন

গরিবের জন্য কি আছে তা নিয়ে টিউন করুন
ধন্যবাদ

আরে অসাধারন। আপনার পোস্টের জন্য লগইন করে অপেক্ষাতে ছিলাম। দেখা মাত্র পড়ে পেললাম। আর সাথে সাথে কমেন্ট। অসাধারন। জটিল। 😛 😛 😛

    আরে! জাকির ভাই ! আমরা সামান্য টিউনার। আপনি ভাই পুরাই এডমিন! ঘুরতে গেছেন নাকি? নৌকার উপরে ছবি দেখলাম…

এতদিন পর একটা পোস্ট পেলাম। অসাধারন। শুধু আপনাকে কমেন্ট করতেই লগিন করলাম ;D । কমেন্ট না করে থাকতে পারলাম না। চোখ ধাঁধিয়ে গেছে !

নাহিদ তো চমক দেখিয়ে দিচ্ছে !! ভাল ভাল .. পোষ্ট করতে থাকো এইরকম .. অনেক উন্নতি করবা !! দোয়া রইল !!

Level 2

সুন্দর সুন্দর
বহুত সুন্দর দেখা যায়

Level 0

েলাভ lagia dilen vai,ahon kina den.amar ato taka nai…..