আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে ভালই আছেন। আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। বর্তমান সময়ে প্রায় সকলের কাছেই একটি করে স্মার্টফোন থাকে।
আমাদের বাংলাদেশেও বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন রয়েছে। এইসব ব্রান্ডের ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে অনেক স্মার্টফোন রয়েছে। কিন্তু সকল ব্রান্ডের স্মার্টফোন সবাই পছন্দ করে না। কারণ, অনেকে হয়তো একটি ভালো মানের ক্যামেরার স্মার্টফোন চায়,
অনেকে ভালো ব্যাটারি ব্যাকআপ চায়। আবার অনেকের দরকার ভালো র্যাম ও প্রসেসর। এছাড়া স্মার্টফোনের দামটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে আমি আপনাদের ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জানাবো।
নিম্নে স্মার্টফোনগুলো সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হলো।
১০ থেকে ১৫ হাজার টাকার ভালো স্মার্টফোনের মধ্যে লিস্টের ৫ নম্বরে রয়েছে Realme C12 ফোনটি। এই স্মার্টফোনটি বর্তমানে একটু পুরোনো মডেলের হয়ে গেছে। কিন্তু কম বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি অনেক ভালো মানের একটি স্মার্টফোন।
বাংলাদেশে এই স্মার্টফোনটির অফিসিয়াল মূল্য ১০, ৯৯৯ টাকা। ১১ হাজার টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি, এইচডি প্লাস একটি বড় ডিসপ্লে। যার ফলে ভিডিওর মান অনেক ভালো হয়।
প্রসেসর হিসেবে রয়েছে Mediatek Helio G35 এর ভালো প্রসেসর এবং জিপিইউ Powervr GE8320 রয়েছে। ফোনটিতে পেছনের ক্যামেরা হিসেবে রয়েছে 13MP+2MP+2MP এর স্কোয়াড ক্যামেরা।
আর সামনের দিকে রয়েছে একটি 5MP এর একটি ক্যামেরা। স্মার্টফোনটিতে 3GB র্যাম এবং 34GB রোম রয়েছে। এতে রয়েছে 6000mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 10w এর চার্জিং সিস্টেম।
আমাদের লিস্টের ৪ নম্বরে রয়েছে Oppo A33 স্মার্টফোনটি। এই ফোনটির একটি পুরোনো এডিসন রয়েছে। যেটির মডেল সম্পূর্ণ এই নতুন মডেলের মতোই। তাই আপনি যদি এই ফোনটি কিনতে চান। তাহলে আপনাকে নতুন এডিসনের মডেলটি দেখে কিনতে হবে।
স্মার্টফোনটিতে ৬.৫ ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 460 এবং Adreno 610 জিপিইউ রয়েছে। ফোনটির পেছনে রয়েছে 13MP+2MP+2MP এর একটি স্কোয়াড ক্যামেরা।
সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 8MP এর ক্যামেরা। ফোনটিতে রয়েছে 3GB র্যাম এবং 32GB রোম রয়েছে। আর 5000mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 18w এর একটি চার্জার। বাংলাদেশে ফোনটির অফিসিয়াল মূল্য ১১, ৯৯৯ টাকা।
এবার লিস্টের ৩ নম্বরে রয়েছে Vivo Y20 স্মার্টফোনটি। ফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির একটি বড় এলসিডি ডিসপ্লে। এর ভিডিও রেজুলেশন এইচডি প্লাস। ফলে ভিডিওর মানও খুব ভালো হয়।
এতে প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 460 এর একটি প্রসেসর এবং Adreno 610 এর একটি জিপিইউ। ফোনটির প্রসেসর একটি গেমিং প্রসেসর না হলেও এটি দিয়ে ভালো গেম খেলা যায়। স্মার্টফোনটিতে পেছনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13MP+2MP+2MP এর একটি স্কোয়াড ক্যামেরা।
সামনের ক্যামেরা হিসেবে রয়েছে 8MP এর একটি ক্যামেরা। এর র্যাম 4GB এবং 64GB রোম রয়েছে। ফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 18w এর একটি ফাস্ট চার্জিং সিস্টেম। এই স্মার্টফোনটির অফিসিয়াল মূল্য ১২, ৯৯৯ টাকা।
লিস্টের ২ নম্বরে রয়েছে Infinix Hot 10 স্মার্টফোনটি। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে। গেমিং এর জন্য এই স্মার্টফোনটি খুবই ভালো। যেকোনো ধরনের গেম খুব ভালো ভাবে খেলা যায়।
কারণ, এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G70 এবং Mali G52 এর একটি জিপিইউ রয়েছে। ফোনটির পেছনে 16MP+2MP+2MP এর স্কোয়াড ক্যামেরা এবং Low light sensor রয়েছে।
সামনের দিকে রয়েছে 8MP এর একটি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 4GB র্যাম এবং 128GB রোম। এছাড়া 5200mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 10w এর একটি চার্জার। কম বাজেটের মধ্যে গেমিং এর জন্য এই স্মার্টফোনটি আপনার জন্য ভালো হবে। এই ফোনটির অফিসিয়াল মূল্য ১৩, ৯৯৯ টাকা।
১৫, ০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো যে স্মার্টফোনটি রয়েছে সেটি হলো Realme Narzo 20। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির একটি এলসিডি, এইচডি প্লাস ডিসপ্লে। আপনি যদি গেমিং স্মার্টফোন খুঁজছেন।
তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য সবচেয়ে সেরা হবে। কারণ, এতে প্রসেসর হিসেবে রয়েছে Mediatek Helio G85 একটি ভালো গেমিং প্রসেসর। যা গেমিং এর জন্য অত্যন্ত ভালো। Mali G52 এর একটি জিপিইউ।
পেছনের ক্যামেরা হিসেবে রয়েছে 48MP+8MP+2MP এর ভালো মানের স্কোয়াড ক্যামেরা। সামনের দিকে রয়েছে 8MP এর ক্যামেরা। স্মার্টফোনটিতে 4GB র্যাম এবং 64GB রোম রয়েছে। ব্যাটারি হিসেবে রয়েছে 6000mAh এর বিশাল ব্যাটারি।
এছাড়া চার্জ দেওয়ার জন্য 18w এর একটি ফাস্ট চার্জিং সিস্টেমের সুবিধা তো রয়েছেই। বাংলাদেশে ফোনটির অফিসিয়াল মূল্য হলো ১৪, ৯৯৯ টাকা। ১৫, ০০০ টাকার গেমিং স্মার্টফোনের মধ্যে এটি সবচেয়ে সেরা স্মার্টফোন।
এই ৫ টি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে ভালো সেটি হয়তো বুঝতে পেরেছেন। কোনটি আপনার কাজের জন্য ভালো হবে। যদি বুঝতে পেরেছেন তাহলে একটি জোকস করুন। আর ভালো লাগলে টিউমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
আমি সৌরভ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।