১৫হাজার টাকায় সেরা ৫টি মোবাইল ফোন

বর্তমান পরিস্থিতির কারণে আমাদেরকে ঘরে থাকতে হচ্ছে। তাই আমাদের বিনোদন মাধ্যম থেকে শুরু করে পড়াশোনা সবকিছু এখন অনলাইন ভিত্তিক হয়ে পড়েছে, যার কারণে একটি স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এটা মানতেই হবে যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ পরিবারই মধ্যবিত্ত বাঙালি। যার কারণে আমাদের এতটা ক্ষমতা থাকেনা যে আমরা অনেক দামি দামি ফোন কিনবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ব্যাসিক বাজেট হয়ে থাকে 10 হাজার থেকে 15 হাজার টাকার ভিতরে এবং আমরা চাই এ বাজেটের মধ্যে একটি ভালো ফোন কিনতে যেন সেটি দিয়ে আমরা অনলাইন ক্লাস থেকে শুরু করে আমাদের ব্যাসিক কাজ গুলো স্বাচ্ছন্দে করতে পারি। তাই আপনাদের কথা চিন্তা করে আজকে আপনাদের জানাবো 10 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল ফোন সম্পর্কে যেগুলো দিয়ে আপনি মোটামুটি লেভেলের গেমিং, এডিটিং এবং ফটোগ্রাফি করতে পারবেন। আশাকরি আজকের পোস্টটি আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে এই বাজেটে কোন ফোনটি কেনা উচিত। চলুন জেনে একে একে নেওয়া যাক 10 থেকে 15 হাজার টাকার মধ্যে সেরা ৫টি মোবাইল ফোন সম্পর্কে।
৫.Samsung Galaxy M02s
১৫হাজার টাকার মধ্যে এটি একটি ভালো ফোন হতে পারে। যারা একটি ফোন ৩ থেকে ৫ বছর ব্যবহার করতে চান তারা এই ফোনটি দেখতে পারেন, তবে গেমিং করতে চাইলে এই ফোনটি আপনার জন্য নয়, আপনি অন্য ফোন গুলো দেখতে পারেন। এটির মূল্য ১২, ৯৯৯টাকা। চলুন এই ফোনের স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Specification: এই ফোনটিতে রয়েছে চিপসেটঃ প্রসেসরঃ Qualcomm Snapdragon 450 (14 nm) চিপসেট, যেটি একটি Octa-Core প্রসেসর।

★ডিসপ্লেঃ ডিসপ্লে রয়েছে ৬.৫ইঞ্চির।

★রেমঃ ৪ জিবি স্টোরেজঃ ৬৪জিবি

★ব্যাটারি লাইফঃ ৫০০০MAH (লিথিয়াম)

★অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 10

★ক্যামেরাঃ ব্যাক(Triple 13+2+2) মেগাপিক্সেল

ফ্রন্ট(৫মেগাপিক্সেল)

★নেটওয়ার্কঃ ৩জি/৪জি
৪.Tecno Spark 7 Pro
এই স্মার্টফোনটি টেকনো কোম্পানির একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির দেখতে অনেকটা সুন্দর মিনিমাল ডিজাইনের। এই বাজেটে এই ফোনটি ভালো মার্কেট পাচ্ছে। চলুন এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। এই ফোনটি দিয়ে চাইলে আপনি মোটামুটি গেমিং করতে পারবেন।

Specification: এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক কোম্পানির G80 গেমিং চিপসেট, যেটি একটি অক্টা কোর প্রসেসর।

★ডিসপ্লেঃ 6.6 ইঞ্চি বিগ ডিসপ্লে।

★রেমঃ ৪ জিবি

★স্টোরেজঃ ৬৪জিবি

★ব্যাটারি লাইফঃ ৫০০০Mah(লিথিয়াম)

★অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড 11

★নেটওয়ার্কঃ ৪জি

★ক্যামেরাঃ ব্যাক(Triple 48 Megapixel)

ফ্রন্ট(8 Megapixel)
৩.Realme Narzo30 A
এই ফোন টি হল রিয়েলমি কোম্পানির নারজো সিরিজের 30A। এই ফোনটি নিয়ে নতুন কিছু বলার নেই কারণ আমরা এই ফোনটি নিয়ে অনেক HYPE দেখতে পাচ্ছি। চলুন এই ফোনের স্পেসিফিকেশন সম্মন্ধে জানা যাক।

Specification: এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক কোম্পানির G85 গেমিং চিপসেট।

★ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি ডিসেন্ট ডিসপ্লে।

★রেমঃ ৪জিবি

★স্টোরেজঃ ৬৪জিবি

★ব্যাটারি লাইফঃ ৬০০০MAHলিথিয়াম বিগ ব্যাটারি।

★অপারেটিং সিস্টেমঃ আ্যান্ড্রোয়েড ১০

★নেটওয়ার্কঃ ৪জি

★ক্যামেরাঃ ব্যাক(Dual 13+2 Megapixel)

ফ্রন্ট(8 Megapixel)
২.Poco M2
এই ফোনটি অনেক ভালো সবদিক থেকে। এই বাজেটে অন্য ফোন গুলোর তুলনাই এই ফোনটির কাস্টমার রিভিউ অনেক পজিটিভ। এই ফোন দিয়ে আপনি বাজেট অনুযায়ী ভালো গেমিং করতে পারবেন। আপনার মেইন প্রায়োরিটি গেমিং হয়ে থাকলে এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। এই ফোনের কয়েকটি ভেরিয়েন্ট আছে, আমরা ১৫হাজারেরটা নিয়ে কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশান।

Specification:

এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক কোম্পানির G80গেমিং চিপসেট।

★ডিসপ্লেঃ ৬.৫৩ ইঞ্চির Full HD ডিসপ্লে।

★রেমঃ ৪জিবি

★স্টোরেজঃ ৬৪জিবি

★ব্যাটারি লাইফঃ ৫০০০Mah(লিথিয়াম)

★অপারেটিং সিস্টেমঃ আ্যান্ড্রোয়েড ১০

★নেটওয়ার্কঃ ৪জি

★ক্যামেরাঃব্যাক(Quad 13+8+5+2 Megapixel)

ফ্রন্ট(8 Megapixel)
১.Infinix 8i
বর্তমান বাজারে ১৫ হাজার টাকা বাজেটে এই ফোনটিকে সবদিক থেকে সেরা বলা যায়। এই ফোনটি দিয়ে গেমিং থেকে শুরু করে মোটামুটি সব কাজই করতে পারবেন। চলুন এর স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Specification: এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক কোম্পানির G80গেমিং চিপসেট।

★ডিসপ্লেঃ ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে।

★রেমঃ ৬জিবি

★স্টোরেজঃ ১২৮জিবি

★ব্যাটারি লাইফঃ৫২০০Mah(লিথিয়াম)

★অপারেটিং সিস্টেমঃ আ্যান্ড্রোয়েড ১০

★নেটওয়ার্কঃ ৪জি

★ক্যামেরাঃব্যাক(Quad 48+2+2+2Megapixel)

ফ্রন্ট(8 Megapixel)

আজকের ব্লগ এই পর্যন্তই, আশাকরি আপনার ভালো লেগেছে।

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস