আসসালামু আলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন?আশাকরি মহান আল্লাহর অশেষ মেহেরবনিতে অনেক বেশি ভালো ও সুস্থ আছেন।
মোবাইল
একটি তারবিহীন ডিভাইস।
বর্তমান সময়ে যা আমাদের নিত্য দিনের সঙ্গী।
ব্যাপারটা এরকম যে মোবাইল ছাড়া কেউ কেউ তার জীবনের একটা মুহুর্তও কল্পনা করতে পারে না।
যেকোন জিনিসেরই একটা ভালো- খারাপ দুটি দিক থাকে। মোবাইলও তার উর্ধ্বে নয়।
আপনি যখন মোবাইল দিয়ে PUBG, FREE-FIRE কিংবা ভিডিও গেমে ব্যস্ত, কেউ তখন সেই মোবাইল দিয়ে ভিডিও ক্লাসের মাধ্যমে তার পড়ালেখার সিলেবাস Complete করছে।
আপনি যখন মোবাইল দিয়ে বন্ধু-বান্ধবের সাথে fun আর আড্ডাতে সময় কাটাচ্ছেন, কেউ তখন সেই মোবাইল দিয়ে বন্ধুদের নিয়ে নতুন কিছু তৈরি করার চিন্তা করছে।
আপনি যখন মোবাইল হাতে নিয়ে আজে বাজে সার্চ করছেন। কেউ তখন সেই মোবাইল দিয়ে Educational Speech সার্চ করে তার Assignment কমল্পিট করছে।
আপনি যখন মোবাইল দিয়ে ইউটিউবে অযথা Video দেখে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, কেউ তখন সেই মোবাইল দিয়ে ইউটিউবে Video Creator হিসাবে তার ক্যারিয়ার গড়ছে।
আপনি যখন মোবাইলের পেছনে মাসে হাজার হাজার টাকা ব্যায় করছেন। কেউ তখন সেই মোবাইল দিয়ে মাসে মাসে হাজার হাজার টাকা আয় করছে।
আপনি যখন মোবাইলে আসক্ত হয়ে আপনার ভবিষ্যত, আপনার ক্যারিয়ার, আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন, কেউ তখন সেই মোবাইল দিয়ে নিজের ক্যারিয়ার গড়ছে, নিজেকে পুরো বিশ্বের সামনে present করছে।
এখন আপনার হাতের মোবাইলটা দিয়ে আপনি কি আপনার জীবনটাকে ধ্বংস করবেন নাকি পুরো বিশ্বের সামনে নিজেকে present করবেন এটা নির্ভর করে আপনার উপর। হুম একদমই আপনার উপর। আপনার হাতে থাকা ছোট্র এই মোবাইলটা শুধু একটা মোবাইল না। এটা হতে পারে আপনার জীবন পরিবর্তনের খুব সুন্দর একটা মাধ্যম আবার এটাই হতে পারে আপনার জীবন ধ্বংসের একমাএ কারন।
সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা সময় ব্যয় করে মনযোগ সহকারে পড়ার জন্য। এভাবে আমরা ছোট ছোট টেকটিউনস এর মাধ্যমে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এই পথচলা আটুট থাকুক এই দোয়া কামনা করি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।
আমি সাইফ উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Great post.