গ্রামীনফোন মোবাইল নেট ব্যবহারকারি দের জন্য ছোট্ট ১টি তথ্য

আসসালামুয়ালাইকুম,আশা করি সকলেই ভাল আছেন।আপনারা অনেকেই পিসি তে মডেম অথবা ব্রডব্যান্ড এর সাহায্যে নেট ব্যবহার করেন।কিন্তু বর্তমানে লোডশেডিং এর কারনে যা খুব কষ্টদায়ক,তাই মোবাইল এ ফেসবুক/টিটি প্রভৃতি ব্যবহার করতে হয়,কিন্তু অনেকেই মোবাইল অপারেটর দের বাঁধা-ধরা নিয়ম এর কারনে কম টাকা’ই বেশি মেগাবাইট ব্যবহার করতে পারেন না।তাই আপনাদের কম টাকা’ই বেশি মেগাবাইট ব্যবহার এর জন্য দেশের অন্যতম শক্তিশালী নেটওয়ার্ক সমৃদ্ধি মোবাইল অপারেটর গ্রামীনফোন ৯৯mb/৯৯ টাকা’ই(vat soho ১১৪ টাকা) p9 package  চালু করেছে।এর মেয়াদ হচ্ছে ১৫ দিন।আমাদের দেশে অনেকেই এই ধরনের package এর জন্য অনেকদিন অপেক্ষাই ছিলো,আশা করি এই package এর মাধ্যমে নেট ব্যাবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।খুব ছোট ১টা টিউন করলাম,ভুল হলে ক্ষমা’র দৃষ্টি তে দেখার অনুরোধ করলাম,ধন্যবাদ।

Level 0

আমি সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবসময় সকলকে সাহায্য করতে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালু করছে নাকি? অনলাইন কেয়ার এ জিজ্ঞেস করতে হবে সকাল হোক। প্যাকেজ টা একেবারে খারাপ হবে না !

    আমি ওদের customer care e ফোন দিয়ে নিশ্চিত হয়ে আপনাদের জানালাম।যারা মোবাইলে নেট ব্যাবহার করে তাদের জন্য ভাল হবে।ধন্যবাদ।

Level New

vat soho ১০০ টাকাই হলে ভাল হত

    হুম,vat সহ ১০০ টাকা হলে ভাল হত।তবে আপাতত এইটা তে চলতে হবে।ধন্যবাদ।

জিপি তো পুরা গাধা

    দিহান ভাই=>জিপি গাধা না,ওরা হচ্ছে ধান্ধাবাজ,রবি চালু করার পর ওরা করলো,কারন ওরা জানে রবির চেয়ে মানুষ ওদের সিম বেশি ব্যবহার করবে।আমি মনে করি যারা মোবাইলে শান্তি তে নেট ব্যবহার করতে চাই ওদের জন্য এইটা লাভজনক হবে কারন অনেকেই পি৬ নিতে পারে না,আবার পি৭ দিয়েও তাড়াতাড়ি শেষ হয়ে যাই।ধন্যবাদ।

Level 0

পুরাই ফালতু অফার

    আপনার জন্য ফালতু হতে পারে কিন্তু অনেকের জন্য এইটাই অনেক বেশি।ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।

Hazar prokar package bahir kore. Kintu hiseb kore dekhle bojha jay customerer kono lav nai.

    কাস্টোমারের কখনোই লাভ হই না,কিন্তু কিছু না পাওয়া'র চাইতে এইসব কেই পাওয়া হিসাবে ধরে নিতে হই।ধন্যবাদ।

    P100 বের হলে আমি একটা টিউন করব।:))

thx for info

    আপনাকে স্বাগতম ও ধন্যবাদ।

মহা ধাড়িবাজ নেটওয়ার্ক হলো গ্রামীন। আজাইরা সব প্যাকেজ। এর চাইতে রবি ২০-২০ অনেক ভালো। ২৩ টাকায় ২০মেগা, ৭দিন মেয়াদ। মবাইলের জন্য বেস্ট।
http://www.easytricksandtips.co.cc

    রনির ইন্টারনেট নেয়া মানে বোকামি করা……… একটা পেইজ খুলতে পাঁচ মিনিট লাগে… আমি নিজে ব্যাবহার করে দেখেছি…

    দেশে'র সবচেয়ে ভালো কিন্তু গ্রামীন এর নেটওয়ার্ক,আপনার জন্য আজাইরা হতে পারে কিন্তু অনেকের জন্য এইগুলোই অনেক কিছু।রবি'র চেয়ে গ্রামীন ভালো,আর ২০ টাকা'ই ২০mb অনেকের হই না,তাই তাদের জন্য'ই এই package।ধন্যবাদ।

    যে যাই বলুক রবিই সেরা। কারন আমি পিসিতে নেট ব্যবহার করি। ভালোমত ব্রাউজ করতে আর টুকিটাকি ডাউনলোড করতে ১জিবি দিয়ে হয় না। তাই আমি ৫১৭.৫০ টাকা (ভ্যাট সহ) ৩জিবি ব্যবহার করি। (৫১৭.৫০-৩৪৫)= ১৭২.৫০টাকা মনে হয়না খুব বেশি! আর স্পিড এ রবিই বেস্ট। বিশ্বাস না হলে একবার ব্যবহার করেই দেখুন না। তবে একটা ছোট শর্ত। আপনাকে অবশ্যই GPRS CLASS 32 এর যে কোনো nokia মোবাইলের মডেম ব্যবহার করতে হবে। আর কে বলেছে মোবাইলে স্পিড পায়না? প্রথমে সমষ্যাটা ছিল একন নেই বল্লেই চলে। রবি Student sim এ ১০টাকায় ১০মেগা আর ১০ দিন মেয়াদ। সিমের দাম মাত্র ১২৫টাকা। সাথে থাকছে সাশ্রই কলরেট। যে কোনো রবিতে ৫১পয়সা আর যেকোনো অপারেটরে ১০১পয়সা মিনিট (ভ্যাট সহ)। আর কি চাই বাঙ্গালির? এতেও যদি পেট না ভরে তাহলে স্বয়ং সৃষ্টিকরতাও …………………… (সৃষ্টিকরতা সবই পারেন।)

    আরে ভাই ২০মেগা ২৩ টাকা কিন্তু গ্রামীনের একতা সিমে ২৫ টাকায় ১৫ রবির কন অংশে কম নয়।

গ্রামীন তো আমাদের বাঁশ দিচ্ছে।গ্রামীনে কোন আনলিমেটেড পেকেজ নাই ওর খেকে বাংলালিংক আনেক ভাল ৭৫০টাকায় আনলিমিটেড পাওয়া যায়। http://www.raihanislam.co.cc

    ভাই=>আমি তো বলি নাই যে গ্রামীন ভালো,ওদের নেটওয়ার্ক ভালো&এই অফার শুধু গ্রামীন মোবাইল নেট ব্যবহারকারি দের জন্য,শিরোনামে ও আমি তা বলেছি।যাই হোক,ধন্যবাদ কমেন্ট করার জন্য।

    রায়হান ভাই আপনি তো দেখি আমার দলে। বাংলালিঙ্ক যেদিন থেকে যে প্যাকেজ দিয়েছে সব ব্যবহার করেছি আমি। এখনও বাংলালিঙ্কেই আছি। স্পিডও জিপির থেকে ভালো।

Level 0

100tk তে 300mb দেওয়া উচিত ছিল । আসলে এই যুগে টাকার দামি নাই 🙁

    তা অবশ্যই দেয়া উচিত কারন তারা আমাদেরে থেকে যে হারে টাকা খাই তার তুলনাই আরো বেশি দেয়া উচিত কিন্তু দেইনাই যখন এইটাই ব্যবহার করতে হবে।ধন্যবাদ।

ভাই এটা কোন প্যাকেজ হলো তার চেয়ে ..সিটিসেল কতই না ভাল ৩০০ মেগাঃ ১১৭ টাকা…….এখন দেখেন গ্রামীনফোন কোতই না হারামী

    সিটিসেল আসলেই ভালো,কিন্তু কয়জনে মোবাইলে সিটিসেল এর নেট ব্যবহার করে,তাই আপাতত মোবাইলে ভালো স্পীডে বেশি নেট ব্যবহার এর জন্য এই package আমার কাছে ভালো মনে হয়েছে।ধন্যবাদ।

Level 0

Asolai GP harami but ami Unlimited use kori to fair and use policy …… sala gp……

    আনলিমিটেডের জন্য জিপি আসলেই হারামি,কিন্তু মোবাইলে সব জায়গাই নেট ব্যবহার করতে চাইলে জিপি'র এই package টাই আমার কাছে ভালো মনে হয়েছে তাই শেয়ার করলাম,ধন্যবাদ।

Himaeto dihan er shate ekmot.eke bare falto offer

    আমিও দিহান ভাই এর কমেন্ট এর reply এর সাথে একমত।ধন্যবাদ।

Fura faltu packege…. Robi 100 tk te 100 mb dei….. And robir moto fast net provider akon bd te nai… Gp te 10 mb download hoita 3 hrs 25 min lagselo…. Amar mobile e…. And robi te sei video e ami 19 min 12 sec e download korache……. Youtube e jara video daken… Tara obossoi bujen ata ????

    ভাই=>আপনি যদি দেশের প্রায় জায়গা ভ্রমন করেন তাহলেই বুঝবেন যে কে ভালো???আপনার ওখানে যদি রবি ভালো হই তাহলে আপনি রবি ব্যবহার করেন,কিন্তু average হিসাব করলে জিপি ভালো,ধন্যবাদ।

Level 0

ভাইজান আপনি এই তথ্য কোথায় পেলেন?আমি তো গ্রামীনফোনের সাইট এ কোন p9 package অফার পেলাম না।

    আমি ওদের customer care হতে এই তথ্য পাইছি,ওদের সাইটে নাই তবে আপনি customer care এ ফোন দিলেই তা বুঝতে পারবেন।ধন্যবাদ।

Level 0

GP thaka Banglalink onek balo karon 750tk akdomn unlimeted kono jamala nai Gp to 900.. tk 5gb tarpor net slow hoya jai. so Banglalink best.ami neja use korasi.

    আনলিমিটেডের জন্য জিপি আসলেই হারামি,কিন্তু মোবাইলে সব জায়গাই নেট ব্যবহার করতে চাইলে জিপি’র এই package টাই আমার কাছে ভালো মনে হয়েছে তাই শেয়ার করলাম,ধন্যবাদ।

১১৪ টাকায় মাত্র ৯৯ মেগাবাইট!! তারঊপর যা স্পিড…
এরা আমাদের আর কত ধোকা দিলে শান্ত হবে?

    ভাই,ওরা তো আমাদের প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে কিন্তু আমারে মত যারা কম টাকা'ই মোবাইলে নেট ব্যবহার করতে চাই তাদের জন্য এইটাই আপাত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে।ধন্যবাদ।

Level 0

আহারে ভাই আপনার ১০০মেগা পাইয়াই এত খুশি। ছি-ছি-ছি। ভাই ডিজিটাল হইতে শিখেন। USA তে এখন ডাউনলোড স্পীড পার সেকেন্ড ১ জিবি আইসা পরছে। যাক বাদ দিলাম USA এর কথা বাদ দিলাম। আমার প্রতিদিন ডাউনলোড হয় ২০০-৩০০মেগা।

    ভাই=>আপনার মত সবাই ধনী হলে অনেক আগেই ডিজিটাল হত,আমাদের জন্য ১০০ টাকা'ই ১০০mb অনেক কিছু,আপনি দেশে আসলে তাহলে আমাদের নেট এর স্পীড বৃদ্ধির ব্যবস্থা কইরেন, 😛 😛 ধন্যবাদ।

    ভাই আমি তো প্রতিদিন ১+ গিগা ডাউনলোড করি।

    Level 0

    ভাই আমি বাংলাদেশ এই থাকি। আমি ব্রডব্যান্ড use করি।

    ভাই আমি ও বাংলাদেশ থাকি। আমি banglalion use করি।

    ভাই=>আমি তো প্রথমে বললাম যে আপনারা অনেক বড় মাপের মানুষ,তাই আপনারা ৮০০+ টাকা দিয়ে ব্যবহার করেন,আমি কম টাকা দিয়ে লিমিটেড নেট ব্যবহার করি তাই আমি শিরোনামে বলছি যে গ্রামীন ব্যবহারকারিদের জন্য ছোট্ট তথ্য।কষ্ট করে পরার জন্য ধন্যবাদ।

Grameen এর speed এই বেশী এই কম। কবে যে ৩জি আসবে আর বসে বসে টিভি দেখব।

    ভাই আপনার নাতি নাতনিরা যাতে পায় সেই দুয়া করেন আপনার জন্মে ত দুরের কথা আপনার ছেলে মেয়ের জন্মে ও পাবেন কিনা সন্দেহ । মাঝে মাঝে ইচ্ছা হয় সুধু নেট ইউস করার জন্য দেশ ছেড়ে বিদেশ চলে যাই

    আমরা সকলেই 3G এর জন্য অপেক্ষাই করছি,ধন্যবাদ।

কেউ কি টেলিটক এর ইন্টারনেট ব্যবহার করেছেন? আমি ব্যবহার করি আনলিমিটেড প্যাকেজ মাত্র ৭৬৬ টাকা ভ্যাট সহ। আর স্পিড? সবার থেকে বেশি।

    আমি করিনি,স্পীড বেসি হবে কারন ইউসার কম তাই,ওরা যদি চাই তাহলে আমাদের জন্য কম টাকা'ই ভালো নেট ইউস এর সুবিধা দিতে পারে,ধন্যবাদ।

আরও কম হলে ভাল হত

    আসলেই আরো কম হলে ভালো হত,আশা করি ভবিষ্যতে আরো কমে পাবো,ধন্যবাদ।

ধন্যবাদ টিউন টি করার জন্য আমি ট্রাই করে দেখি ?

    আপনার কমেন্ট দেখে ভালো লাগতেছে কারন কারো উপকারে আসলেই টিউন এর সার্থকতা,ধন্যবাদ।

Level 0

bhai grameen phone ar 1gb pakage diya sudu voice chat korla 1 month net chalano jaba,

    আমি শিওর না,আপনি ১দিনে ৭২ টাকা'ই ১৫০mb ব্যবহার করে দেইখেন,তাহলেই বুঝতে পারবেন।ধন্যবাদ।

রবির সার্ভিস দেখলে অন্যগুলা মুইতা দিব। আমি রবি দিয়া ২৬৯০ এ ক্লিয়ার লাইভ টিভি দেখতে পারি। এই সুবিধা আর কারো নাই। গ্রামীণ হলো এক নাম্বার চোর। ১ জিবি প্যাকেজ যেন শেষ না করা যায় সেজন্য শেষদিকে নেটোয়ার্কি দেয়না।

    আপনার এলাকাই রবি ভালো হতে পারে,তবে আমি আপনার শেষ কথা'র সাথে একমত,আসলেই গ্রামীন সবচেয়ে বড় ডাকাত,তারপর ও টিউন টি করলাম যদি কারো দরকারে লাগে তাই।ধন্যবাদ।

Level 0

ভাল লাগলো না অফার টা

    মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

আমি গ্রামীন ফোন ইনটারনেট ব্যবহার করি। কম টাকাতে এই প্যাকেজ্টাই হবে । আমি আগে রবি ইনটারনেট ব্যবহার করতাম স্পীড একদম কম তাই বাদ দিয়া দিছি। এখন কেমন স্পীড জানিনা। ধন্যবাদ, শেয়ার করার জন্য ।

Level 0

1024MB =350৳
99MB= 144৳
কোনটা ভালো???

Level 0

1024MB =350৳
99MB= 114৳
কোনটা ভালো???

Vi Ami GP Postpaid a unlimted use kori. Explore sim. 56 takai 2GB ar besi download kor si. That means 1GB=28 taka. Ai ta ki GP ra bash dear loga jothesto noi. 114 taka dea 99 MB kenar chea 499 takai akta post paid simkena valo na. Line rate nai. 99 MB koi ra 3 month free. 500 Voice SMS 500 SMS 500 MMS ar 300 takar credit limit. Agula ses hoi a gele noton aro 1 ta sim kinum. Aro mojar kotha hoi ta sa GP explore a Unlimited internet ar bill daily ta daily kate. That means 33.24 taka per day. Mone chai la chalamu. Na chai la chalamu na. Obosso GP ta 5GB/month ar upor download korla speed slow koi ra dei. Problem ki 5 GB download koi ra net of koi ra dimu. Notun postpaid sim dia chalam. hahahaha. Asen vi sobai mila GP ra bash dei.

Level 3

৯৯ মেগাবাইট ৯৯ টাকা মেয়াদ ১৫ দিন। তাহলে মাসে ১৯৮ টাকা ১৯৮ মাসে।
কিন্তু গ্রামীণেরই একতা সিম ২৫০ টাকা ১০২৪ মেগাবাইট। তবে কোনটা ভাল ৫২ টাকা বেশী দিয়ে ৮২৬ মেগাবাইট অতিরিক্ত।

বর্তমানে রবির ইন্টারনেট স্পিড গ্রামীণ হতে ভাল বলে মনে করি। রবির ১০০ মেগাবাইট ১০০ টাকা সাথে ১৫ মিনিট টকটাইম আছে, মেয়াদ ১ মাস।

(সকল ক্ষেত্রে ভ্যাট ছাড়া হিসাব করা হয়েছে)

গ্রামীণ থেকে অনেক শিক্ষা নিয়ে রবিতে আছি । বর্তমানে রবিই বেষ্ট।স্পিড ভালো ।

bhai shamadhan GP’r agent naki….lol, ami GP’r P3 use kori for last 5 months. it’s not bad at all.