পোকো এক্স ৩ প্রো, বর্তমান বাজারে অন্যতম সেরা ফ্ল্যাগশিপ কিলার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। ৬.৬৭'' এর ফুল এইচ-ডি প্লাস রেজুলেশনের মোবাইলটি তে রয়েছে ফ্ল্যাগশিপ গ্রেডের স্ন্যাপড্রাগন ৮৬০ চিপসেটের প্রোসেসর যা ৭ ন্যানোমিটার আর্টিটেকচারে প্রস্তুত। মোবাইলটি তে পাওয়ার দিতে রয়েছে ৫১৬০ মিলি অ্যাম্পিয়ারের লায়ন-পলিমারের ব্যাটারি, যা ৩৩ ওয়াটের ফার্স্ট চার্জারে মাত্র ৫৯ মিনিটে ১০০% চার্জ হতে সক্ষম। বাজারে ৬ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে মোবাইলটি পাওয়া যাচ্ছে।
পারফরম্যান্সঃ
৮৬০ স্ন্যাপড্রাগন চিপসেটে যে কোন এপলিক্যাশন খুব সহজেই রান করানো সম্ভব হচ্ছে। এতে পাবজি স্মুথ গ্রাফিক্সে ৬০ এফপিএসে কোন ল্যাগ ছাড়াই খেলা সম্ভব। এতে রয়েছে ১২০ হার্জের রিফ্রেশরেট।
মোবাইলটির রিয়্যারে রয়েছে ৪টি ক্যামেরার সেট-আপ। মেইন শুটার হিসেবে রয়েছে ৪৮ মেগা পিক্সেল এর ১.৮ এপাচারের ক্যামেরা, ৮ মেগা পিক্সেল এর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগা পিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ২০ মেগা পিক্সেল এর একটি এইচডিয়ার সাপোর্টেড ক্যামেরা। রিয়্যার ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ৩০ এফপিএস এ ভিডিও করার সুবিধা রয়েছে।
এছাড়াও এতে সকল প্রকার প্রয়োজনীয় সেন্সর রয়েছে। বাংলাদেশ বাজারে এর মূল্য ২৪৫০০ থেকে ২৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে ৬-১২৮ জিবি ভ্যারিয়েন্টটি। এই বাজেটে একটি বেস্ট পারফর্মিং ডিভাইস পোকো এক্স৩ প্রো। এমুলেড প্যানেল ডিসপ্লের অভাব থাকলে অন্যান্য সকল দিক থেকে এগিয়ে থাকবে। বিশেষ করে এই বাজেটে যারা গেমিং ডিভাউস নিতে আগ্রহী তাদের জন্য হবে বেস্ট চয়েজ।
আমি মোঃ হৃদয় মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।