আল্প টাকায় লুকিং, ক্যামেরা, এবং গেমিং পারফামেন্সের অসাধারন মোবাইল ফোন

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশাকরি ভালো আছেন? আজ আমি আপনাদের ২৫/২৮ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এমন ১টি লুকিং এবং গেমিং মোবাইল এর খোঁযদিবো, যাদের বাজেট ২৫ থেকে ২৮ হাজার টাকা সিধান্ত নিতে পারছেন না গেমিং করার জন্য কোন ফোনটি নিবেন, তারা এই ফোনটি দেখতে পারেন ২৮ হাজার টাকার মধ্যে সর্বচ্চ ফিচার পাবেন Xiaomi Redmi Note 10 Pro ফোনটিতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি খাকছে এই ফোনটিতে।

আজ আমি এখানে এই ফোনটির ৬টি বিষয় নিয়ে কথা বলবো।

  1. ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 inches AMOLED ডিসপ্লে প্যানেল এবং 1080 x 2400 pixels রেজুলেশন।
  2. ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে Octa-core 2x2.3 GHz।
  3. ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm SM7150 Snapdragon 732G (8 nm)
  4. ফোনটির পেছনে ৪টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 108 + 8 + 5 + 2 MP এবং পিছনে ১৬ MP
  5. ফোনটিতে ৬ এবং ৮ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ এবং ১২৮ গিগাবাইট রোম ব্যবহার করা হয়েছে।
  6. ফোনটিতে ৫০২০ এম্পায়ার লিথুয়াম পল্যিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

সব দিক থেকে ফোনটির অসাধারন পারফামেন্স পাবেন বলে আমি মনে করি।

Level 0

আমি সুমন আহমেদ। CEO, MobileFactBD.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস