৫০০০ টাকার মধ্যের ৫ টি সেরা স্মার্টফোন

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন
Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। দিন বদলের সঙ্গে সঙ্গে সবার হাতে হাতে স্মার্টফোন। বর্তমানে যেমন বেড়েছে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঠিক তেমনি বাড়ছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা। একটা সময় ছিল শুধুমাত্র গুটিকয়েক মানুষের কাছে স্মার্টফোন ছিল। কিন্তু স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো কম দামে স্মার্টফোন আনায় সবার হাতে হাতে স্মার্টফোন। তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এইরকম ৫ টি সেরা বাজেট স্মার্টফোন।

গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আনছে একের পর এক বাজেট ফোন। যারা কম বাজেটে ভালো স্মার্টফোন কিনতে চান, তাদের ক্ষেত্রে হয়ত এই টিউনটি উপকারে আসবে। চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কোন স্মার্টফোনগুলো কিনে নেওয়া যাবে ৫০০০ টাকার মধ্যে।

Walton Primo E11

প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন স্মার্টফোনের কথা। যারা কম দামে বাজেট ফোন কেনার কথা ভাবছেন, তারা এই ফোনটি নিতে পারেন। ওয়ালটন প্রিমো ই১১ ফোনটির দাম ৪২৯৯ টাকা। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এর quad-core প্রসেসর। এতে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হিসেবে পাচ্ছেন পাওয়ার ভিআর জিই৮১০০ (PowerVR GE8100)। এ ফোনটি পাবেন ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

Walton primo e11 picture

একনজরে ওয়ালটন প্রিমো১১ স্মার্টফোনটি

  • ৫ ইঞ্চি ডিসপ্লের ফোনটির রেজুলেশন ৮৫৪×৪৮০ পিক্সেল
  • ফোনটির সামনের এবং পেছনের ক্যামেরা উভয়ই ৫ মেগাপক্সেল ক্যামেরা সেটাপ
  • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ২টি মাইক্রো সিম স্লট
  • নেটওয়ার্ক প্রযুক্তি হিসেবে রয়েছে ৪জি
  • ২০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

LG Aristo 2

এরপরে রয়েছে LG Aristo 2 ফোনটি। বর্তমানে বাংলাদেশী টাকায় এ ফোনটির দাম ৪৯৯০ টাকা। বিশ্ববিখ্যাত ব্রান্ড এলজি নিয়ে এসেছে এ স্মাটফোনটি। ফোনটিতে রয়েছে ১৬ এম কালারের আইপিএস এলসিডি প্যানেলের ৫ ইঞ্চি টাচস্ক্রীন। নেটওয়ার্ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে ২জি, ৩জি এবং ৪জি। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম এমএসএম৮৯১৭ স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট। ফোনটিতে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি। ফোনটিতে পিছনের ক্যামেরা হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।

LG Aristo 2 picture

একনজরে LG Aristo 2 ফোনটি

  • ৫ ইঞ্চি ডিসপ্লেের ফোনটির রেজুলেশন ৭২০×১২৮০
  • ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি
  • ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেল
  • নেটওয়ার্ক প্রযুক্তি হিসেবে ৪জি
  • ফোনটির ব্যাটারি ২৪১০ এমএএইচ এর লিথিয়াম আয়ন ব্যাটারি

Itel A25

বাজেট ফোনের আরো একটি স্মার্টফোন আইটেল এ২৫ স্মার্টফোনটি পাচ্ছেন ৪ হাজার ৯৯০ টাকায়। ফোনটিতে থাকছে ৫ ইঞ্চি ব্রাইটার স্ক্রিনের ডিসপ্লে যার রেজুলেশন ৭২০×১০৮০ পিক্সেল। প্রসেসর রয়েছে কোয়াড কোর ১.৪জিএইচজেড সিপিইউ এর সঙ্গে স্প্রেডট্রাম এসসি৯৮৩২ই চিপসেট। ফোনটির ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পিছনে ৫ ক্যামেরা মেগাপিক্সেল। স্মার্টফোনটিতে থাকছে ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি ও মাইক্রো এসডি এক্সটার্নাল মেমোরি। Gradient Black ও Gradient Blue বডি কালারের স্মার্টফোনটিতে থাকছে ৩০২০ মিলিঅ্যাম্পহার্জের লিথিয়াম আয়ন ব্যাটারি।

Itel A25 picture

একনজরে Itel A25

  • ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ৭২০×১০৮০
  • সেলফি ক্যামেরা ২ এবং পিছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেলের
  • ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল মেমোরি
  • ৩০২০ মিলিঅ্যাম্পহার্জের লিথিয়াম আয়ন ব্যাটারি

Lava Iris42

ব্লাক কালারের লাভা লাভা আইরিশ৪২ স্মার্টফোনটির বাজার মূল্য ৪৭৯০ টাকা। ৪জি নেটওয়ার্কের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির ১ জিবি র‌্যাম, রম ৮ জিবি। এক্সটার্নাল মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সামনে ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও পিছনে থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ২০০০ মিলিঅ্যাম্পহার্জ লায়ন ব্যটারি।

Lava Iris 42 picture

একনজরে Lava Iris 42

  • ২০০০ এমএএইচ ব্যাটারি
  • ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০×৯৬০
  • মিডিয়াটেক(MT6737) কোয়াডকোর প্রসেসর
  • র‌্যাম ১ জিবি এবং রম ৮ জিবি
  • পিছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেল

Walton Primo E10

ব্লু, লাইট ব্লু, পার্পল ও রেড এই চার কালারের স্মার্টফোনটির দাম ৪৫০০ টাকা। ওয়ালটন প্রিমো ই১০ ফোনে থাকছে ৫১২ এমবি র‌্যাম, ৮ জিবি ইন্টার্নাল মেমোরি ও ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি এক্সটার্নাল মেমোরি। ৫ ইঞ্চি ডিসপ্লে প্রটেকশনের জন্য থাকছে ২.৫ডি কার্ভ গ্লাস। ফোনটিতে রয়েছে ২ হাজার মিলিঅ্যাম্পহার্জের লায়ন ব্যাটারি। ৫ মেগাপিক্সেল প্রাইমারি ও ২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Walton Primo E10 picture

একনজরে Walton Primo E10

  • ২০০০ মিলিঅ্যাম্পহার্জের লায়ন ব্যাটারি
  • ৫ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন 480 x 854 pixels, 18:9 ratio
  • Quad-core প্রসেসর
  • র‌্যাম ৫১২ এবং ৮ জিবি ইন্টার্নাল মেমোরি
  • ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেল।

বন্ধুরা এই ছিল ৫০০০ টাকার নিচের ৫ টি সেরা বাজেট স্মার্টফোন। টিউনটি আপনাদের কাছে ভালো লাগলে জোসস করবেন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস