Realme C17 ২০২০ সালে কম দামে এটাই সেরার সেরা স্মার্টফোন!

এই ২০২০ সালে রিয়ালমি আমাদের দিয়েছে অসাধারন কিছু স্মার্টফোন, তাও আবার আমাদের ব্যাজেট এর মধ্যরেখে, এই ২০২০ সালে সব চেয়ে বেশি গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে রিয়ালমি "C" সিরিজ এর প্রতিটা স্মার্টফোন। তাই বছরের শেষ দিকে গ্রাহকদের ভালোবেসেই হয়তো "C17" মডেল'টি উন্মাচন করেছে রিয়ালমি, তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি কি ফিচার থাকছে ফোনটিতে।

Realme C17

  • ৬ জিবি রেম (RAM)
  • ১২৮ জিবি ফোন মেমোরী (internal storage) দেয়া হয়েছে তাই আপনি চাইলে অনেক  অ্যাপস এবং গেমস ইনস্টল করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এক্সটানাল মেমোরী ব্যবহার করতে পারবেন।
  • ৬.৫ ইঞ্চি (inches) IPS LCD ডিসপ্লে, যেখানে ভিডিও দেখে বা গেমস খেলে আপনার একটি প্রো (Pro) মোবাইলের আনন্দ আসবে।
  • মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে চারটি ব্যাক ক্যামেরা ১৩ + ৮ + ২ + ২ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা.
  • ৫০০০ mAh ব্যাটারী যে অধিক সময় অব্দি মোবাইলকে charged রাখবে।
  • Qualcomm SM4250 Snapdragon 460 (11 nm) Chipset and Octa-core (4x1.8 GHz Kryo 240 & 4x1.6 GHz Kryo 240) processor, ব্যবহার করা হয়েছে।
  • এই মোবাইলে ৩জি (3G) এবং ৪জি (4G) দুটো নেটওয়ার্ক সাপোর্ট করে।
  • Realme C17 বাংলাদেশী দাম ১৫, ৯৯০ টাকা মাত্র।

কম দামে আরো অনেক গুলো ভালো মোবাইল আছে আপনি চাইলে সেই গুলোও দেখতে পারেন।

ফোন গুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Level 0

আমি সুমন আহমেদ। CEO, MobileFactBD.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস