বিশ্বে তাক লাগানো নতুন প্রযুক্তি নিয়ে সব সময় হাজির হচ্ছে বিভিন্ন মোবাইল কোম্পানি। এরমধ্যে Vivo একধাপ এগিয়ে গেল। Vivo প্রথম বিশ্বে গিম্বাল ফোন নিয়ে আসলো। ফোনটির নাম Vivo X50 pro। ফোনটির ক্যামেরায় গিম্বাল ও আই এস থাকায় ভিডিও করার সময় বা ছবি তোলার সময় হাত যতই নাড়াচাড়া করুন ফোকাস ঠিক রেখে ক্যামেরা নাড়াচাড়া করবে। আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক।
ক্যামেরা: Vivo X50 pro পিছনে ব্যবহার করা হয়েছে মোট চারটি ক্যামেরা
প্রথমটি 48 মেগাপিক্সেলের সেন্সর (গিম্বাল)যার ফোকাস 1.6 ওয়াইড, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেল পেরিস্কোপ যার ফোকাস 3.4। তৃতীয়টি 13 মেগাপিক্সেল যার ফোকাস 2.5 পোর্ট্রেট ক্যামেরা, চতুর্থটি 8 মেগাপিক্সেলের যার ফোকাস 2.2 আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ভিডিও করার ক্ষেত্রে আপনি 4k রেজুলেশনে 30fps সেকেন্ডের ভিডিও করতে পারবেন। 1080p তে করলে 30fps করা যাবে।
এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 320মেগাপিক্সেলের। যার ফোকাস 2.5। সেলফি ক্যামেরা দিয়ে 1080p তে 30fps তে ভিডিও করা যাবে।
প্রসেসর: একটি মোবাইল ফোনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্রসেসর। অনেকে মনে করে রেম বেশি হলেই মোবাইল ভালো কাজ করে। সত্যিকার অর্থে রেম এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। Vivo X50 pro মোবাইলটি তে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ 765G(7nm)। এই প্রসেসরটি সাথে GPU (Adrino 620) ব্যবহার করা হয়েছে। যেকোনো গেমস খেলা যায় অত্যান্ত স্মুথ ভাবে।
রেম ও রম: রেম এবং রম এর কথায় যদি আসি তাহলে Vivo X50 pro, 8gb /128gb ও 8gb/256gb এই 2 ভার্সন পাওয়া যায়।
ডিসপ্লে:Vivo X50 pro সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর কার্ভ ডিসপ্লে। এটি 6.47 ইঞ্চি কার্ভ এমোলেড ডিসপ্লে। যা 16 মিলিয়ন কালার ডিসপ্লে। স্ক্রিন রেজুলিশন 1080 *2346 পিক্সেল, 398 পিপিআই, এবং স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ। এর চারদিকে এলমোনিয়াম ফ্রেমে আটকানো। ডিসপ্লে তে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ব্যাটারি: Vivo X50 pro তে ব্যবহার করা হয়েছে 4315 এম এ এইচ ব্যাটারি। অনেকে স্মার্টফোন চালানোতে অভিযোগ করেন তাদের একদিনও ব্যাটারি যায় না। তাদের জন্য একটা সেরা উপহার কারণ এটা হেবি গেমস খেললেও একদিন তো যাবেই। আর চার্জিং সিস্টেম 33 ওয়াট কুইক চার্জ সাপোর্ট করে। যার ফলে চার্জ হবে অত্যন্ত দ্রুত। 30 মিনিট এ 57%।
অপারেটিং সিস্টেম: Vivo X50 pro তে ব্যবহার করা হয়েছে, funtouch 10.5 যার বেজমেন্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 10। 181.6 গ্রামের সাথে এর ডাইমেনশন হচ্ছে 158.5*72.8*8
দাম: আমি প্রথমেই বলেছি ভাল দামে অসাধারন গিম্বাল ক্যামেরা সহ কার্ভ মোবাইল ফোন। নতুন প্রযুক্তি ব্যবহার করার দরুন এর দাম অনেকটা বেশি দিয়ে কিনতে হবে আপনাকে। বাংলাদেশে বাজারে দাম পড়বে প্রায় 60 হাজার টাকা।
এই রকম আরো মোবাইল দেখতে
https://www.facebook.com/jotilmobile2013/
আমি Md.Alamgir Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।