উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার

ইখলাস২৪: উইন্ডোজ ১০-এর নতুন হালনাগাদে ফিরবে উইন্ডোজ ৭-এর অন্যতম সেরা একটি ফিচার। এতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা খুব দ্রুত ও সহজে সব ড্রাইভার ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন এবং অপশনাল আপডেটের মাধ্যমে তাঁদের পিসি চালু থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে জানানো হয়, উইন্ডোজ ১০-এর হালনাগাদ সংস্করণটি হচ্ছে উইন্ডোজ ১০ বিল্ড ১৯০৪১.৪৫০। এতে একটি অপশনাল আপডেট পেজ যুক্ত হয়েছে। এটি খুঁজে পেতে Settings > Update & Security > Windows Update > View optional updates অনুসরণ করতে হবে। এই আপডেটের মাধ্যমে উইন্ডোজ আপডেট থেকে নতুন ড্রাইভারের খোঁজের পাশাপাশি ইনস্টল করা যাবে। এতে ডিভাইস ম্যানেজারে আলাদা করে যেতে হবে না। একে ড্রাইভার আপডেট সহজ ও ব্যবহারবান্ধব হবে।

 

এজাতীয় আরো ভাল কিছু জানতে বিজিট করুন

http://www.ikhlas24.com

 

Level 0

আমি হুজাইফা ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হুজাইফা নিজের বিষয় বলার কিছুই নেই, একা থাকতে ভাল লাগে, বেশ কয় একটি সাইটে লেখালেখি করি বিষেশ করে www.islamijournal.com তে আমি ইসলামি লেখা পাঠাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস