কিভাবে মোবাইল নাম্বার ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট খুলব?
O
আপনারা অনেকেই একাধিক ফেসবুক আকাউনট ব্যবহার করেন। কিন্তু একই নাম্বার দিয়ে একাধিক ফেসবুক আকাউনট খুলতে চাচ্ছেন না। তাঁদের জন্য আজকে আমি এই টিউটরিয়াল লিখছি। আজকের টিউটোরিয়াল খুব ছোট ও সহজ। প্রথমে আপনাকে কোন ব্রাউজারে প্রবেশ করে নিচের লিঙ্কে যেতে হবে।
পরে একটি টেম্পোরারি ইমেইল খুলতে হবে।
এখন http://www.facebook.com এ যেতে হবে।
শর্তানুসারে প্রতিটি ধাপ পূরণ করবেন।
আর যে ইমেইল বা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন ওই স্থানে ১ নাম্বার ধাপের লিঙ্ক হতে টেম্পোরারি
ইমেইল কপি করে পেস্ট করে দিবেন।
পরে ফেসবুক আপনাকে যে ভেরিফিকেশন কোড পাঠাবে ওইটা টেম্পোরারি ইমেইল বক্সে পেয়ে যাবেন।
আর এভাবেই আপনি আপনার কাঙ্খিত ফেসবুক একাউনট খুলতে পারবেন। তবে এভাবে account খুললে তার নিরাপত্তা কম থাকে।
আমার টিউটোরিয়াল ভাল লাগলে শেয়ার করবেন। কিন্তু কপি পেস্ট বা নকল করা থেকে বিরত থাকুন
আমি হুজাইফা ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হুজাইফা নিজের বিষয় বলার কিছুই নেই, একা থাকতে ভাল লাগে, বেশ কয় একটি সাইটে লেখালেখি করি বিষেশ করে www.islamijournal.com তে আমি ইসলামি লেখা পাঠাই।