ফোন গরম ও হবেনা স্লো কিংবা হ্যাং হবেনা এই কয়েকটি সেটিং করলে

আবার ও হাজির হলাম আরও একটি নতুন টিউন নিয়ে। বরাবরি আগের মত মাফ চেয়ে নিচ্ছি বানান ভুল হলে। শিরোনাম দেখে বুঝতেই পারছেন কি নিয়ে লিখতে বসছি। আমি শুধু অটোক্যাডে কাজ জানিনা আমি আরো অনেক বিষয়ে জানি তা আপনাদের আশাকরিনা। মোবাইলের কাজ যদি ও আমার পেশা না তারপর ওটা আমি শিখেছি। তাই এই কাজে আমি অনেক সফল হয়েছি। এক প্রকার মোবাইল স্পেশালিস্ট ও বলতে পারেন। আজ আমি যে ট্রিক্সটি দেব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে।

আমরা অনেক সময় খেয়াল করবে আপনার প্রিয় ফোনটি ব্যবহার করার সময় অনেক গরম হয়ে যাছছে। মাঝে মাঝে এত গরম হচেছ যে মনে হচেছ বোমের মত ফুটবে। কিংবা কথা বলার সময় অনেক গরম হইয়ে যাচেছ। তখন কি করবেন আমার একটা বাদর বন্ধু আছে সে থাকলে হয়ত বলত পানিতে ডুবালেই তো হয় অথবা বলতো কিছুক্ষন ফ্রিজে ঢুকাই রাখতে। না আমি তা বলছিনা একটু মজা করছি আরকি।

ফোন কেনার প্রথম প্রথম কিন্তু এই সমস্যাটা আশাকরি কিংবা রিমোভ করি তখন কিন্তু তা পুরোপুরি ভাবে আমাদের ফোন থেকে ডিলিট হয়না। আমরা মনে করি আমাদের ফোন থেকে ডিলিট হয়েছে তাই আমাদের ফোন অনেক পরিযকার। না এটা আমাদের ফোনে থেকে যায় এবং আসতে আমাদের ফোনে র‍্যাম কিংবা প্রসেসর এর উপর অনেক প্রেসার ফেলে যার ফলে ফোন গরম হয়ে যাই এবং স্লো হয়ে যায়।
আপনার ফোনের প্লে প্রোটেক্ট সেটিং অন করুন। কারন ওটা অন করা না থাকলে আপনি হয়ত থারড পাটি অ্যাপসস আপনার মোবাইলে ইন্সটল করে ফেলবেন কিন্তু আপণি জানতে ও পারবেন না। এই ধরনের অ্যাপস দিয়ে আপনার ফোনের সব তথ্য হাতিয়ে নিতে পারবে আপনার ফোনটি পুরো পুরি অরক্ষিত করবে আপনার ফোন আপনার নিয়ত্রনে থাকবেনা। সেজন্য প্রে প্রোটেক্ট দুটি সেটিং অন করে রাখুন।

অটো আপডেট বন্ধ করুন। আপনার ফোনে এই সেটিং অন করা থাকলে তা বন্ধ রাখুন। কারন সব সময় অটোমেটিক যেকোনো অ্যাপস আপডেট হতে থাকলে তা আম্ননার ফোনের র‍্যাম ও প্রসেসর এর উপ্র অনেক প্রেসার পড়বে। যা আপনার ফোনটি গরম ও স্লো করে দিবে। তাই এই সেটিং টি বন্ধ রাখুন প্রয়োজন হলে আপনার খুব প্রয়োজনিয় অ্যাপসটি আপগ্রেট করুন

এবার আপনার ফোনটির লাইট মোড থেকে ডাক মোড সেট করুন এতে আপনার ব্যাটারি সেভ হবে অথবা সেট বাই ব্যাটারি সেভার সেট করুন। দেখবেন অনেক ভাল ফল পাবেন। উপরে যে সমস্যা গুলি বললাম তা সেট করলে আপনি ১০০% সফল হবেন এবং আপনার মোবাইল গরম ও হবেনা স্লো ও হবেনা। আপনি যদি পুরো কাজটি টিকমত করতে না পারেন তাহলে আমার ওয়েব সাইট থেকে শিখে নিন এই লিংক থেকে। http://www.shrink-service.it/s/rfIT9g
সেখানে সবকিছু স্টেপ বাই স্টেপ বুজিয়ে দেওয়া হয়েছে ইংলিশে আপনি যদি ইংলিশ বুজতে না পারেন তাহলে নিচে ইউটিউব ভিডিও দেখে দেখে করতে পারবেন। অনুরুধ রইল সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং লাইক করে দিবেন আমার ফেসবুক পেজটি। তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন যা আগে কেউ আপনাকে বললে ও শিখাইত না।

আমার ওয়েবসাইট https://sameotech.com/
আমার ফেসবুক পেজ https://web.facebook.com/sameotech/?ref=bookmarks
আমার ইউটিউব চ্যানেল http://www.shrink-service.it/s/UfoBEb

Level 1

আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস