সম্প্রতি বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন শুরু করেছে চীনা কম্পানি ভিভো আর তার সাথে সাথে জনপ্রিয়তা বেশ বেড়ে গিয়েছে ইতিমধ্যে। শাওমি, অপ্পো এবং হুয়াওয়ের মত এই ব্র্যান্ডটিও দেশের বাজারে সবার মনে জায়গা করে নিয়েছে। ডিজাইন ও প্রযুক্তিতে দিনের পর দিন সবার চোখে পড়ার মত অবস্থানে আছে এই ব্র্যান্ডটি। বাজেট বান্ধব এই স্মার্টফোন এর দাম বাংলাদেশে কেমন এবং কোন মডেলগুলো বাজারে জনপ্রিয় আসুন জেনে নেই।
সাশ্রয়ী ও সাধ্যের মধ্যে যারা ভিভো স্মার্টফোন কিনতে চান তাদের জন্য ভিভো ওয়াই৯০ মডেলটি। আপনি শুনে অবাক হবেন যে, বাজারমূল্য মাত্র ৮৯৯০ টাকা হওয়া সত্ত্বেও বেশ ভালো ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া আছে এই ফোনটিতে। এত কম দামে এত শক্তিশালী ব্যাটারি আপনি অন্য কোন মডেলের ফোনে পাবেন না বললেই চলে। যেহেতু এই ফোনে ৩২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ আছে এবং মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায় তাই আপনি আপনার ছবি, ভিডিও ফোনেই রাখতে পারবেন। এরপর আপনার বাজেটের মধ্যে আরেকটি ফোন হচ্ছে ভিভো ওয়াই১১ ফোনটি। যারা কালো রঙের ফোন ব্যবহার করতে করতে প্রায় বিরক্ত তাদের জন্য এই মডেলের ফোন দুটি কালারে বাজারে রয়েছে। মিনারেল ব্লু এবং অ্যাগেট রেড কালার দুটির জন্যই অনেকে কিনে থাকেন এই ফোনটি। ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট দুই রকম পদ্ধতিতে আনলক করা যায় এই ভিভো ওয়াই১১ এর বর্তমান দাম ১২, ৯৯০ টাকা।
ট্রিপল ক্যামেরা সেট-আপ নিয়ে বাজারে আসে ভিভো ওয়াই১৫। ফটোগ্রাফির নেশা আপনার ভেতর থাকলে আপনার পছন্দের তালিকাতে অবশ্যই থাকবে এই মডেলটি কারণ ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আর সেটাকে সাপোর্ট করার জন্য ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড এঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। বুঝতেই পারছেন এই ফোনের বিশেষত্ব কোথায়। শুধু তাই নয় যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এর ডুয়াল টার্বো মোড বিদ্যুৎ গতির স্পিড বাড়িয়ে দেয়। এই মডেলটি মাত্র ১৬, ৯৯০ টাকা দামে গ্রাহকদের কাছে জনপ্রিয়। চার্জ ফুরিয়ে যাওয়া বা চার্জ দেয়া এই দুইটা বিষয় অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয়। ওয়াই১৯ ফোনটিতে রয়েছে সুবিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি। নজরকাড়া রঙের থিমে এই ফোনটি পাওয়া যাচ্ছে ১৯, ৯৯০ টাকাতে। ম্যাগনেটিক ব্ল্যাক এবং স্প্রিং হোয়াইট এই দুটো রঙ যেন তরুণদের পছন্দের তালিকাতে রয়েছে। আপনি যদি সেলফি তলতে ভালবাসেন তাহলে ভিভো এস১ ফোনটি আপনার জন্য। ভালোমানের সেলফি সহ প্রফেশনাল ফটোগ্রাফি করতে চান যারা তারা ক্যামেরা কেনার আগে এই ফোন দিয়ে হাত ঠিক করে নিতে পারেন কেননা এই ফোনের পেছনের দিকে রয়েছে সনির আইএমএক্স ৪৯৯ ক্যামেরা সেন্সর সহ দশাসই একটি ট্রিপল এআই ক্যামেরা। এই ফিচারের ফোন মাত্র ২১, ৯৯০ টাকাতে আপনি হয়ত অন্যটি খুঁজে পাবেন না সহজে। ভিভোর সবচেয়ে সেরা ফোনটি হচ্ছে ভিভো ভি১৭ প্রো। দাম একটু বেশি হওয়ার কারণে হয়ত অনেকেই কিনতে পারেন না তবে ২৪০০x১০৮০ রেজ্যুলেশনে দুর্দান্ত গতির ইমেজ অন্য ফোনে পাওয়া যাবে না। এই ফোনের স্পেসিফিকেশন গুলো দেখলে আপনি বুঝতে পারবেন ভিভো ভি১৭ প্রো ফোনটি ৩৯, ৯৯০ টাকা হওয়ার কারণ আসলে কি। ডুয়াল ৩২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলের সুপার ওয়াইড ১০৫° ডিগ্রি কোণ সমৃদ্ধ সেলফি ক্যামেরা, স্মার্ট সুপার নাইট সেলফি মোড, স্বল্প আলোর রাতের ছবি সবই পাওয়া যাবে এই ফোনে।
ঢাকা ও এর আশেপাশের এলাকাতে ভিভোর অনেকগুলো আউটলেট রয়েছে। আর আপনি যদি অনলাইনে থেকে কিনতে চান তাহলে যেকোনো বিশ্বস্ত ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আপনি আপনার পছন্দ মত মডেল পেউএ যাবেন সাশ্রয়ী দামে। সাধারণত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে ভিভো স্মার্টফোন। ভিভো ফোন গুলোর দাম অথবা ফীচার তুলনা করতে Kothay Koto সাইটটিতে ঘুরে আস্তে পারেন।
আমি রইসুল রাসেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।