ছোট ও অগুছালো একটি টিউন। কারন বেশি কিছু বলার নেই। শখ করে একটা মোবাইল সাইট বানিয়েছি। টেকটিউনসে আমার নামে ক্লিক করে কেউ কেউ ভিজিট করেছেন। আশা করি আপনাদের ভাল লাগবে। সাইটটা কেমন লাগল, কোন সাজেশন ইত্যাদি জানেতে ভুলবেন না।
চেষ্টা করছি নিওমিত আপডেট করার।
আপনারা কি চান না চান তাও বলবেন। সাইটটা ক্লিন রাখতে চেয়েছি যাতে সব বয়সিরা ঘুরাফেরা করতে পারে। তাই সেরকম কন্টেন্ট আশা করবেন না। কারন মাঝে মাঝেই সেরকম কী-ওয়ার্ড সার্চ হতে দেখি।
মার্কেটিং সম্পর্কে আমার ভাল ধারনা নেই। এ বিষয়ে আপনাদের সাহায্য চাই। তবে মার্কেটিং এর নামে কাউকে বিরক্ত করতে ইচ্ছুক নয়। নতুন কিছু সার্ভিস যোগ হবে। আমার পরীক্ষা চলছে তাই খুব বেশি কিছু করতে পারছিনা। পরীক্ষা পরে নতুন অনেক কিছুই পাবেন।
ভাল লাগলে আপনিতো অবশ্যই ব্রাউজ করবেন সাথে আশা করি পরিচিতদেরকেও রেফার করবেন। ভাল না লাগলে কেন ভাল লাগেনি এবং কিভাবে ভাল লাগবে জানাবেন।
সাইটটার লিঙ্কঃ
QrCode:
আপাদত যে ফিচারগুলো আছেঃ
পরিকল্পনাঃ পরীক্ষার জন্য এগুলো আপাদত পেন্ডিং আছে তবে ৩০ তারিখ পরীক্ষা শেষ হওয়ার পর এগুলো নিয়ে কাজ করব।
আপাদত কম্পিউটার দিয়ে ব্রাউজ করার জন্য খোলা রাখা হয়েছে তাই ব্রাউজ করতে পারেন। তবে মোবাইল দিয়ে ইউজ করলেই ভাল হয়।
আমার মনে হয় টেকটিউনসের নীতিমালার সাথে এই টিউনের কোন বিরোধ নেই। থাকলে জানিয়ে দিন আমি আপডেট করে দেব।
আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইংরেজী লেটেস্ট গান আপডেট থাকা চাই…!