গত মাসে চীনে শিয়াওমি এমআই 10 চালু হয়েছিল এখন সেটি 27 শে মার্চ বিশ্বব্যাপী চালু করতে যাচ্ছে, ৩১ শে মার্চ ভারতে ভারতে রিলিজ করা হবে।
স্থানীয় সময় 12:30 PM local time (7 AM UTC) থেকে শুরু হওয়া একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে ভারতীয় বাজারের জন্য MI 10 ঘোষণা করা হবে। এটি Xiaomi ভারতের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে সরাসরি প্রচারিত হবে।
Xiaomi চীনের বাজারে Pro ভেরিয়েন্ট চালু করেছে তবে দেখা যাচ্ছে যে আপাতত এটি ভারতে আনবে না। হতে পারে Pro Variant এর জন্য আলাদা কোন একটি ইভেন্ট থাকবে অথবা এটি ভারতের বাজারে নাও আসতে পারে।
MI 10 Snapdragon 865 SoC দেওয়া হয়েছে, Android-10 ভিত্তিক MIUI- 11 দেওয়া থাকবে এবং তিনটি Variant থাকবে, 8GB / 128GB, 8GB / 256GB, এবং 12GB / 256GB। তবে, Xiaomi ভারতে সবগুলো Variant নাও নিয়ে আসতে পারে।
MI 10 স্পোর্টস এ 6.67 "এফএইচডি + অ্যামোলেড ডিসপ্লে, এর নীচে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং 20 এমপি সেলফি ক্যামেরার জন্য উপরের বাম কোণে একটি পাঞ্চ ছিদ্র রয়েছে।
পিছনের দিকে একটি 108MP প্রাইমারী ক্যামেরা রয়েছে, এতে 13MP আল্ট্রাওয়াইড, 2MP ম্যাক্রো এবং 2MP Depth সেন্সর দেওয়া হয়েছে।
ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4780 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 30 Watt এর Fast চার্জার।
আমি বিডিম্যাগ২৪ ডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।