বাচেলর হিসাবে আমাকে একাই রাত কাটাতে হয়। ঘরে প্রবেশ করেই হয়তো গেয়ে উঠি সেই বিখ্যাত গান "আর কত রাত একা থাকবো........... স্বপ্নের রঙে ছবি...........। কিন্তু আমার গান মাটিতে পড়ার আগেই পোঁ---ও----ও-----ও করে কেউ যেন গেয়ে উঠে "আমি জানতাম তুমি আসবে------ ভালোবাসা ভালোবাসা--------
আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি বলছি মশক কুলের কথা। তারা আমার ঘরে বাস করে, আমার রক্ত খায়, আবার আমাকে গান শোনায়। শরীরের ওজন আর কিছুটা কম হলে নিশ্চয়ই আমাকে আকাশে উড়ার স্বাদটাও পাইয়ে দিত।
তারা আমার সাথে টিভিতে খেলা দেখে। যখন ইন্ডিয়ার বিভিন্ন পারফিউমের এ্যাড হয় তখন সেগুলো মনে হয় বেশি মনযোগ দিয়ে দেখে। কারন আমি যখনই কয়েল জ্বালাই তখনই তারা সেটা প্রাকটিস শুরু করে।
আবার মশারি টাঙ্গালেই হলো। তারা মনে করতে লাগলো আমি বোধহয় অলিম্পিক খেলা আরম্ভ করেছি। তাই তারা গানিতিক হারে মশারির মাঝে প্রবেশ করা শুরু করে। কিভাবে করে আল্লাহ মালুম।
গুড নাইট চালালে সেটা আমার জন্য হয় আরোও ব্যাড নাইট। আর যদি সব ব্যবস্থা একসঙ্গে করি তবে সেদিন হয় মশাদের উৎসব। তারা সমস্বরে গাইতে থাকে "আমার পরান যাহা চায়------------------
শীত যতদিন ছিল ততদিন লেপের কারনে মশককুল তেমন সুবিধা করতে পারেনি। তবে এই গরমে সেটা সুদে আসলে উসুল করে নিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেনা। আমি বেশ কিছু দিন ধরেই এর একটা প্রতিকার খুজছিলাম। শাস্ত্র মতে গভীর সাধনা বিফলে যাবার কথা নয়।
সুতরাং পেলাম একটা উপায়। সেটা হলো আপনিও শুরু করে দিন মশার কানে ভনভন। মশা যেমন আপনার কানের কাছে পো-----ও------ও করে আপনার আরামের বারোটা বাজায় আপনিও মশার কানে কানে এই ধরনের আওয়াজ করলেই হয়।
এবার আর মশা নয় বরং ভনভন করবেন আপনি। নড়েচড়ে বসার দরকার নাই। আপনার হয়ে এই কাজটি করবে আপনার সামনের মুঠোফোনটা। শুধু নিচের সফটওয়ারটি ডাউনলোড করে নিন। এবার মোবাইলে লোড করে তিনটা অপশনের যে কোন একটা প্লে করে দিন। এবার দেখুন তেলেসমাতি। সবগুলো মশা কিভাবে একে একে সরে যাচ্ছে।
এখানে ডাউনলোড করুন।
বলে দেয়া ভালো আমি নোকিয়া ৩১১০ এবং ৬৩০০তে ব্যবহার করেছি। প্রথম দুটি ফ্রিকোয়েন্সিতে কানে কিছুটা অস্বস্তি হয় ৩নম্বরটা কানে শোনা যায়না। সফটওয়ারটির কাজ এটাই। এটি উচ্চমাত্রার সাউন্ড ওয়েভ তৈরি করে যা মানুষের কোন সমস্যা না হলেও প্রানীকুল সহ্য করতে পারেনা। অন্তত আমি সফটওয়ারটি ব্যবহার করে উপকৃত হয়েছি। ডিজিটাল বাংলাদেশে শহুরে মশা না পালালে আপনি আমাকে দোষ দিতে পারবেন না।
টেকটিউনসের সাথে আমার পরিচয় বেশ পুরনো। ভিজিট করি প্রায় তিন বছর আগে থেকেই। সাইনআপ করেছি তাও বেশ কিছুদিন হয়ে গেল। আমি মোটামুটি নির্ভেজাল একটি গ্রামে বাস করি। আমাদের এলাকায় কারোও পিসিতে প্রবলেম হলে আমাকেই ডাকে। সেখানে গিয়ে যদি তারা নেট ইউজ করে তবে আমি তাদেরকে টেকটিউনসের ঠিকানা দিয়ে বলি এটা "আমাদের" সাইট। আবারোও বলছি আমি সোজা বলি "আমাদের সাইট"। এভাবেই আমি আমাদের এলাকায় টেকটিউনসকে পরিচিত করে তুলতে চেষ্টা করেছি।
কিন্তু ইদানিং সেই "আমাদের সাইট" এর অবস্থা দেখলে মাথা খারাপ হয়ে যায়। শুধু ডলারের ছড়াছড়ি। কোন সাইট কাকে কত ক্লিকে কত সেন্ট ভিক্ষা দিল শুধু সেই কাহিনী। অনবাক্স, নিউবাক্স, মুলাবাঁশ, ঘোড়াডিমবাঁশ ইত্যাদি ইত্যাদি। মাঝে মাঝে দুই একদিন অনুপস্থিত থাকি এগুলোর জ্বালায়। আবার ফিরে আসি "ছাত্র ও শিক্ষক" "কলকাতা" "ফাহিম রেজা বাঁধন" "জাকির" "সাইফুল" সহ টেকটিউনসের আরোও কিছু উজ্জল নক্ষত্রের আকর্ষনে। এখনও কোন সফটওয়ারের দরকার হলে আগে ধর্ণা দেই "প্রবাসী" ভাইয়ের টিউনগুলোতে। যদিও তিনি নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন কোন এক অজানা কারনে। আতাউর রহমান ভাইয়ের কমেন্ট আর চোখে পড়েনা।
আমি বলি কি, পিটিসি সাইটগুলোর বাস্তব অবস্থান জানিয়ে একটি টিউন করা হোক এবং সেটাকে টেকটিউনসের উপরের দিকে স্টিকি করা হোক যাতে যারা এইসব লাইনে গিয়ে নিজেদের মুল্যবান সময় নষ্ট করছেন সেই সাথে সৃজনশীল প্রতিভাকে নষ্ট করছেন তারা কিছুটা হলেও ফিরে আসেন। আর যদি পিটিসি সাইটগুলোতে ক্লিক করতেই হয় তবে আমার প্রস্তাব যে কয়টা রিয়েল পিটিসি সাইট আছে সবগুলোতে "টেকটিউনস" এর নামে একাউন্ট খোলা হোক। আমরা সবাই সেটাকে রেফারেল করবো। অন্তত টেকটিউনসের কিছু আয় হোক।
আর সেটা যদি না হয় তবে টেকটিউনস নীতিমালা আরোও মজবুত করে একজন টিউনার যখন টিউন ড্রাফট করবেন তার সামনে যেন এই সংক্রান্ত একটি ম্যাসেজ আসে। তার পরও যদি কেউ "কোটিপতি" টিউন করে তবে তাকে স্থায়ীভাবে ব্যান করা হোক। কারন আমার কাছে একটি ভালো টিউনের মুল্য অনেক বেশি। যদি দৈনিক ৪/৫টি টিউনও হয় এবং সেগুলোতে সত্যিকার কিছু শিক্ষার থাকে তবে সেটাই ভালো। এখন দেখা যাচ্ছে একজন টিউনার অনেক কষ্ট করে একটা টিউন করলেন। বেলা না গড়াতেই সেটা সেকেন্ড পেজে। সবগুলো টিউনতো নির্বাচিত করা সম্ভব নয়। আশা করি সবাই আমার সাথে একমত হবেন।
আমি Maruf Hosen। Photocopier Engineer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 565 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালোই আছি!
হুম, ধন্যবাদ