মোবাইল কে নিজের ইচ্ছে মত ফাস্ট অথবা স্লো করে চমকে দিন সবাইকে

আসসালামুআলাইকুম বন্ধুরা

আজকের এই পোস্টটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে

কারণ এই টিউন টি পড়ে আপনি আপনার যেকোনো ফোনকে নিজের ইচ্ছামত ফাস্ট অথবা স্লো করে

যে কেউ কাউকে চমকে দিতে পারবেন

এমনকি শুধু তাই নয় বন্ধুদের ফোন নিয়ে একেবারে শ্লোক করে দিতে পারবেন এবং তাদের সাথে মজা নিতে পারবেন

আর এই  সবকিছু করতে পারবেন আপনার ফোনের ডিফল্ট সেটিং থেকেই

কোন ধরনের third-party অ্যাপ ইন্সটল করা লাগবে না

সবকিছু তো বুঝলেন তো  চলুন টিউন টি শুরু করি এবং স্টেপ বাই স্টেপ বলি

কিভাবে সেটিং গুলো আপনি করবেন

প্রথমে বলি আপনার ফোনের ডিফল্ট সেটিং এ চলে যান

সেটিং এ যাওয়ার পর ফোনের এবাউট সেকশন এ যান

 নিচে দেওয়া স্ক্রীনশট এর মত

এবং বিল্ড অপশন এ 4 বার ক্লিক করুন

ক্লিক করার পর লেখা আসবে ইউ আর নাও ডেভেলপার

এই মেসেজটি শো করার পর

আপনার ফোনের এবাউট অপশনে দেখবেন একটি নতুন অপশন যোগ হয়েছে সেটির নাম হচ্ছে ডেভেলপার অপশন

এবার এর ভিতরে ঢুকুন

এবং নিচের দিকে দেখুন মোবাইল অ্যানিমেশন

এই লেখাটি খুঁজে বের করুন

এখানে তিনটি অপশন রয়েছে এখান থেকে সবগুলো অফ করে দিন

নিচে দেওয়া স্ক্রীনশট এর মত

এবার ভালোভাবে লক্ষ্য করুন আপনার ফোন কতটা ফাস্ট হয়েছে

সেটিং থেকে বের হয়ে

একটু অন্য জায়গায় ঘুরাফেরা করুন আপনার অন্য অ্যাপস  গুলি  ওপেন করুন  আর  দেখুন ম্যাজিক

আপনার ফোন কতটা ফাস্ট হয়েছে

এখন এটা তো বুঝতে পারলেন যে আপনার ফোন কতটা ফাস্ট করতে পারবেন আপনি এই সেটিং টি করে

তো এখন চলুন ফোনটি  কে  স্লো  করি

ফোন কে  স্লো  করার জন্য আবার ওই সেটিং এ যান

সেটিং এ যাওয়ার পর এনিমেশন অপশনে 10 X করে দিন

একে একে এই তিনটি অপশন 10 X  করুন আর দেখুন

এবার আপনি রীতিমত বুঝতে পেরেছেন আপনার ফোনটি কতটা স্লো হয়ে গিয়েছে

এবার হোম বাটনে ক্লিক করে কিছু অ্যাপ ব্যবহার করুন আর দেখুন আপনার ফোন কতটা স্লো হয়েছে

তো বন্ধুরা আপনার এটাও বুঝতে পারলেন  কিভাবে ফোনটি কে স্লো করবেন

তো যাই হোক ফোনটি কে স্লো  অথবা ফাস্ট করার দরকার নেই এবার চলুন ফোনটি কে  আগের অবস্থায় ফিরিয়ে আনি

আবারো সেটিং অপশন এ  গিয়ে এনিমেশন অপশনে সবগুলো 1 X করে দিন

Boom আপনার ফোন আগের মত হয়ে গিয়েছে

তো বন্ধুরা আশাকরি বিষয়গুলো ভালভাবে বুঝতে পেরেছেন 

এভাবে ফার্স্ট অথবা স্লো করে আপনি আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারবেন

তো এটি কে আপনি কিভাবে ব্যবহার করবেন তা আমার বলে দিতে হবেনা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন

বন্ধুরা আজকের পোস্টটি  এ পর্যন্তই ছিল

এমনই সব নতুন নতুন ট্রিক্স এবং টিপস পেতে সবসময় ভিজিট করুন

BD Hyper

এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
ধন্যবাদ

Level 0

আমি DM Sayed। CEO, BDHyper.com, Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ কখনো হারে না। হয়তো সে জিতবে, নয়তো সে শিখবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস